দিনের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২০
অস্ট্রেলিয়ার উইকেট পতনের পর।
মাধ্যম নিউজ ডেস্ক: কোটলার স্পিন ট্র্যাকে মহম্মদ শামিও ৪ উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়েছে ২৬৩ রানে। সর্বোচ্চ ৮১ রান উসমান খোয়াজার। হ্যান্ডসকম্বের অপরাজিত ৭২ রানে। তিনটি করে উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। এদিন টেস্টে ২৫০টি উইকেট পূর্ণ হল জাদেজার। দিনের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২০ রান। রোহিত শর্মা ১৩ রানে ও লোকেশ রাহুল ৪ রানে অপরাজিত রয়েছে। ভারত পিছিয়ে ২৪২ রানে।
টসে হেরে ভারতের দিনটা ভাল শুরু হয়নি। রোহিত জানালেন, টসে জিতলে তিনিও ব্যাট করার সিদ্ধান্ত নিতেন। ম্যাচ শুরু হওয়ার পর সেটা বোঝা যাচ্ছিল। শামি এবং সিরাজকে খেলতে অসুবিধা হচ্ছিল না দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার এবং খোয়াজার। কিন্তু ওয়ার্নারের খারাপ ছন্দ জুটি ভাঙে। বাইরের বলে খোঁচা লাগাতে গিয়ে ফিরে গেলেন। চলতি সিরিজ়ে তাঁর খারাপ অব্যাহত। দ্বিতীয় উইকেটে ধস সামাল দিয়েছিলেন খোয়াজা এবং মার্নাস লাবুশেন। তবে সেই জুটিও বেশি ক্ষণ টেকেনি। অশ্বিনের ঘূর্ণিতে তাঁর প্রতিরোধও ভেঙে পড়ে। কোটলার পিচে কী ভাবে খেলতে হয়, সতীর্থদের সেই পাঠ দিচ্ছিলেন খোয়াজা। উপমহাদেশের পিচে সাম্প্রতিক কালে বেশ সফল তিনি। খোয়াজা ফেরার পর মনে করা হয়েছিল অস্ট্রেলিয়ার ইনিংস বেশি ক্ষণ টিকবে না। কিন্তু হ্যান্ডসকম্ব এবং অধিনায়ক কামিন্স মিলে ধস সামাল দেন। দাঁতে দাঁত চেপে লড়লেন দু’জনে। সপ্তম উইকেটে ৫৯ রানের ওই জুটি অস্ট্রেলিয়ার দুশো রান পার করে।
আরও পড়ুন: বেফাঁস মন্তব্যের জের! মুখ্য নির্বাচক পদ থেকে সরে গেলেন চেতন শর্মা
শুক্রবার দুপুরে হঠাত্ই বন্ধ হয়ে গেল ডিজনি + হটস্টার। দিল্লিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচের সময়েই হঠাত্ OTT প্ল্যাটফর্মে সমস্যা শরু হয়। Hotstar-এ দেখা যাচ্ছে PB-4000 এরর আসছে। কিছু ব্যবহারকারী আবার NM 4000 এরর রিপোর্টও পেয়েছেন। সাধারণত কোনও ওয়েবসাইট তার লোকেশন সনাক্ত করতে না পারলে এই দু'টি এরর দেখায়। তবে অনেকের খালি ব্ল্যাক পেজ লোড হচ্ছিল। এভাবে হঠাত্ খেলা দেখা বন্ধ হয়ে যাওয়ায় অনেকে বিরক্ত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় হটস্টার ডাউন লিখে টুইট-পোস্ট করতে শুরু করেন ক্রিকেটপ্রেমীরা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।