img

Follow us on

Sunday, Jan 19, 2025

India Australia: টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু ভারতের, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩ রানে জয়ী রোহিতরা

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে রোহিত শর্মারা করলেন ৬ উইকেটে ১৫৮ রান।

img

India Australia

  2022-10-10 15:34:11

মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রস্তুতি শুরু করতে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। আজ, সোমবার রোহিত শর্মার দলের প্রতিপক্ষ ছিল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশ টিম। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে রোহিত শর্মারা করলেন ৬ উইকেটে ১৫৮ রান। প্রথম প্র্যাকটিস ম্যাচেই ১৩ রানে জয়ী হলেন রোহিতরা। বিরাট কোহলি এবং লোকেশ রাহুলকে ছাড়াই প্র্যাকটিস ম্যাচে নামলেন ভারতীয় ক্রিকেট টিম (Indian Cricket Team)। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অনেকগুলোই ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে ভারত। ফলে ভারতীয় ক্রিকেট টিম বেশ জোরকদমেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। আজকেরটি প্র্যাকটিস ম্যাচের প্রথম ছিল।

আরও পড়ুন: বুমরাহকে নিয়ে আশার আলো দেখালেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়

আজকের ম্যাচটি পারথের ওয়াকা গ্রাউন্ডে ভারতীয় সময় অনুসারে, বেলা ১১টায় শুরু হয়েছিল। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু ওপেন করতে নেমে ব্যর্থ হলেন তিনি। রান পেলেন না। ৩ রান করে আউট হয়ে যান রোহিত। তিন নম্বরে নেমে দীপক হুডা করেন ২২ রান। তবে ভারতীয় দলের হয়ে ভাল ব্যাটিং করলেন সূর্যকুমার যাদব এবং হার্দিক পাণ্ডিয়া। টি-২০ ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার সূর্যকুমার করলেন ৩৫ বলে ৫২ রান। তাঁর ইনিংসে রয়েছে তিনটি করে চার এবং ছয়। দুর্দান্ত ফর্মে দেখা গেল হার্দিককেও। ২০ বলে ২৯ রান করলেন তিনি। এরপর তিনি আউট হয়ে যান। ১৪তম ওভারে একশো রান পূর্ণ হয় ভারতের। ১৫ ওভারের শেষে ভারতের স্কোর ছিল ৪ উইকেটে ১০৮। সেখান থেকে ২০ ওভারে রোহিত শর্মার দল পৌঁছে যায় ১৫৮ রানে।

২৩ অক্টোবর বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে ভারতকে আরও প্র্যাকটিস ম্যাচ ওয়ার্ম-আপ ম্যাচ খেলতে দেখা যাবে। ১৩ অক্টোবর ফের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশ টিমের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ রয়েছে। মনে করা হচ্ছে, সেই ম্যাচে রাহুল ও বিরাটকে খেলতে দেখা যাবে। এরপর ১৭ ও ১৯ অক্টোবর ভারত ওয়ার্ম-আপ বা প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ১৭ অক্টোবরের ম্যাচটি শুরু হবে ভারতীয় সময়ে সকাল সাড়ে ৮ টা নাগাদ ও ১৯ অক্টোবরের ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০মিনিটে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

India Australia

India vs Western Australia XI

T20 World Cup India's warm-up match

India vs Western Australia Warm up match

india practice match


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর