img

Follow us on

Saturday, Jan 18, 2025

India Bangladesh Match: অর্ধশত রানে হার বাংলাদেশের! সেমিফাইনাল প্রায় পাকা ভারতের

Bangladesh: বিশ্বকাপে বাংলাদেশের আশা শেষ!

img

ভারত বাংলাদেশে ক্রিকেট খেলার কিছু মুহুর্ত

  2024-06-24 13:06:11

মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের কাছে রীতিমত ল্যাজেগোবরে হয়ে হারল বাংলাদেশ। ৫০ রানে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছানো প্রায় নিশ্চিত করে ফেলেছে ভারত। (India Bangladesh Match) ব্যাটে বলে দুই বিভাগেই কামাল দেখিয়েছে রোহিত বাহিনী।

ছন্দে ফেরার ইঙ্গিত রোহিত-কোহলির

টস জিতে  (India Bangladesh Match) ভারত প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ১৯৬ রান তোলে। বিরাট কোহলি-রোহিত শর্মার জুটি ভালো কিছুর ইঙ্গিত দিয়েও প্রত্যাশা পূরণে ব্যার্থ হন। রোহিত বড় রান করতে ব্যর্থ। ভাল খেলে হঠাৎ আউট কোহলি। চার ওভারের মধ্যেই ৩৯ রানে চলে যায় ভারতের প্রথম উইকেট। ভালই শুরু করেছিলেন শর্মাজি। ১১ বলে ২৩ রান করে সাকিবের বলে ক্যাচ তুলে দেন রোহিত। এরপর ফেরেন বিরাটও। আইপিএলে আগুন জ্বালানো কোহলি একেবারে নিস্প্রভ বিশ্বকাপে। তবে এদিন কোহলি ছন্দে ফিরলেন। রোহিতের সঙ্গে ওপেন করতে নেমে ২৮ বলে ৩৭ রানের ইনিংস খেলে ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন। আধ ঘণ্টার উপর ক্রিজে থেকে বিরাট তিনটি ছয় ও একটি চার মারলেন কোহলি। এদিন রানে ফেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিরাট-রোহিত ফেরার পর ঋষভ পন্থ (২৪ বলে ৩৬) শিবম দুবে (২৪ বলে ৩৪) ও হার্দিক পান্ডিয়ার (২৭ বলের অপরাজিত ৫০) মিলিত প্রয়াসে ভারত বড় রান তুলতে পারে স্কোরবোর্ডে।

৫০ রানে হারল বাংলাদেশ (India Bangladesh Match)

এই ম্যাচে  বাংলাদেশকে ১৯৭ রানের টার্গেট দিয়েছিল ভারত। পাওয়ার প্লেতেই বোলিং করতে নামেন হার্দিক পান্ডিয়া। এই বিশ্বকাপে বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপ ভালো হয়নি। পাওয়ার প্লে তেই উইকেট পতন হয় বাংলাদেশের। কামাল দেখাতে ব্যর্থ হন লিটন দাস। মিড উইকেটে ক্যাচ থামিয়ে প্যাভিলিয়ন ফিরে যান লিটন। ৩৫ রানে (India Bangladesh Match) ওপেনিং জুটি ভেঙ্গে যায় বাংলাদেশের। এরপর রিষভ পন্থ ক্যাচ না মিস করলে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত ব্যক্তিগত ১ রানেই আউট হয়ে যেতে পারতেন। ধীরে ধীরে বাড়তে শুরু করে আস্কিং রেট। চাপ বাড়তে শুরু হয় বাংলাদেশের ক্রিকেটারদের উপর। এরপর দশম ওভারে কুলদীপ যাদবের কাছে পরাস্ত হন তানজিদ হাসান। বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২ উইকেটের ৬৭। দরকার ছিল

আরও পড়ুন: শুরু করলেন অনুশীলন, চলতি বছরেই কি জাতীয় দলের জার্সি গায়ে মাঠে ফিরবেন শামি?

আরও ১৩০ রান। ঝোড়ো ব্যাট করতে হত বাংলাদেশকে। বাংলাদেশের পাওয়ার হিটার তৌহিদ হৃদয় ৪ রান করে ফিরে যান। সাকিব আল হাসানও কুলদীপ যাদবের ঘূর্ণিবলের শিকার হয়ে যান। ১৪ ওভারে বাংলাদেশের ১০০ রান সম্পূর্ণ হয়। এরপর ১৬ তম ওভারে বুমরা আসতেই আউট হয়ে যান নাজমুল হাসান শান্ত। ফেরার আগে ৩২ বলে ৪০ রান করে একটু লড়াই দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকায় বাংলাদেশের পরাজয় ছিল সময়ের অপেক্ষা। ২০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশ ১৪৬ রান করতে সক্ষম হয় টাইগাররা।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

 

Tags:

Madhyom

West Bengal

bangla news

Bengali news

Cricket News

ICC T20 World Cup

india bangladesh match

news in bengali

state news


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর