সুপার ফোরে জায়গা করে নিল বীরেন্দ্র লাকরার দল
ভারত-ইন্দোনেশিয়া ম্যাচের একটি মুহূর্ত
মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপ হকিতে (Asia Cup Hockey 2022) ইন্দোনেশিয়ার বিরুদ্ধে বিশাল জয়লাভ করল ভারত (India)। অবিশ্বাস্য ১৬ গোল করে সুপার ফোরে জায়গা করে নিল ভারতীয় হকি দল (Indian Hockey Team)।
শুধু ইন্দোনেশিয়াকে হারানোই নয়, বরং ১৬-০ গোল ব্যবধানে হারিয়ে একটি বড় লক্ষ্য অর্জন করতে পেরেছে ভারত। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শুধু তাদের লক্ষ্য অর্জনই করেনি বরং ইন্দোনেশিয়াকে ১৬-০ গোলে বিধ্বস্ত করে মহাদেশীয় প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছে।
গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ১-১ ড্র করে এবং দ্বিতীয় ম্যাচে এশিয়ান গেমসের চ্যাম্পিয়ন জাপানের কাছে ২-৫ হারার পর ভারতীয় দলের কাছে পরের পর্বে যাওয়ার রাস্তা কঠিন হয়ে পড়েছিল।
ভারতের সামনে একমাত্র এই একটিই সুযোগ ছিল নিজেদের প্রমাণ করার জন্য। অন্যদিকে ইন্দোনেশিয়া জাপানের কাছে ০-৯ এবং পাকিস্তানের কাছে ০-১৩ ব্যবধানে পরাজিত হয়েছে। ভারতীয় দল অনভিজ্ঞ এবং চাপের মধ্যে থাকলেও বীরেন্দ্র লাকরার নেতৃত্বে দলটি ভারতীয় দল রেকর্ড জয় হাসিল করেছে।
ভারতীয় হকি দলের কোচ সর্দার সিং বলেন, “সমস্ত কৃতিত্ব খেলোয়াড়দের। তারা বুঝতে পেরেছিল যে আমাদের কী করা দরকার এবং তাই করেছে। সকলেই তরুণ, তাই তাঁদের পারফরম্যান্স দুর্দান্ত ছিল। আমাদের নিজেদের সেরাটা খেলতে হয়েছিল এবং প্রত্যেকেই তাদের ১০০ শতাংশ দিয়ে তাই করেছে।”
ভারতের জয়ের ফলে, প্রতিবেশী দেশ পাকিস্তানকে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হয়েছে। পাশাপাশি, পাকিস্তানের ২০২৩ বিশ্বকাপে যাওয়ার আশাও শেষ করে দিয়েছে ভারত। জাপান ৯ পয়েন্ট নিয়ে পুলে শীর্ষে রয়েছে। এশিয়া কাপ একটি বিশ্বকাপ বাছাইপর্ব হওয়ার কারণে শীর্ষ- তিন দল, আগামী বছর ওড়িশায় হকি বিশ্বকাপে অংশগ্রহণ করতে চলেছে।
জাপান, মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়া সুপার ৪-এ পৌঁছেছে এবং ভারত ইতিমধ্যে আয়োজক হিসাবে যোগ্যতা অর্জন করেছে। ইতিহাসে এটি দ্বিতীয়বার যে পাকিস্তান বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে, ২০১৪ তেও ব্যর্থ হয়েছিল তারা। রিও ২০১৬ এবং টোকিও ২০২০-এর শেষ দুটি অলিম্পিকে যেতেও ব্যর্থ হয়েছিল তারা।
মঙ্গলবার জাপানের বিরুদ্ধে ভারত পেনাল্টি কর্নার পাওয়ার জন্য লড়াই করেছিল, মাত্র দুটি অর্জন করেছিল। কিন্তু বৃহস্পতিবার দিনটি অন্যরকম ছিল, কারণ লাকরা নেতৃত্বাধীন দল ২১টি শর্ট কর্নার অর্জন করেছিল। গোলকিপার জুলিয়াস রুমারোপেন এবং আলম ফাজার ছিলেন টার্ফের সবচেয়ে শক্ত খেলোয়াড়, নিয়মিত ভারতের প্রচেষ্টাকে ব্যর্থ করার চেষ্টা করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও ভারত জয়লাভ করতে পেরেছে।
ডিপসান টিরকে হ্যাটট্রিক সহ পাঁচটি গোল করেন। হ্যাটট্রিক করেন সুদেব বেলিমাজ্ঞা। একটি গোল করেন সেলভাম কার্থি। এস ভি সুনীলও দু’টি গোল করেন। নীলম সঞ্জীপ একটি গোল পেয়েছেন। উত্তম সিংও করেছেন একটি গোল। গোল পেয়েছেন পবন রাজভার। হ্যাটট্রিক করেছেন তিনিও। ভারতের হয়ে প্রথম গোল তাঁরই। তিনি প্রথম কোয়ার্টারে মাত্র কয়েক মিনিটের মধ্যেই দুটি গোল করেছেন। ম্যাচের পর রাজভার বলেন, “জিততে পেরে খুব ভালো লাগছে। এটি আমাদের জন্য একটি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ জয় ছিল।”
আগামী শনিবার সুপার ৪-এর প্রথম ম্যাচে জাপানের বিরুদ্ধে খেলবে ভারত। সর্দার বলেন, “বড় ম্যাচ হতে চলেছে এবং অনেক জায়গায় আমাদের আরও উন্নতি করতে হবে।”