img

Follow us on

Saturday, Jan 18, 2025

Asian Para Games: এশিয়ান প্যারা গেমসে নয়া ইতিহাস ভারতের, পদক সংখ্যায় ভাঙল অতীতের সব রেকর্ড

এশিয়ান প্যারা গেমসে নয়া রেকর্ড ভারতের, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

img

এশিয়ান প্যারা গেমসে অংশ নেওয়া ভারতীয় খেলোয়ারদের একাংশ (সংগৃহীত ছবি)

  2023-10-26 16:52:58

মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান প্যারা গেমস (Asian Para Games) ২০২৩ সালে নয়া রেকর্ড করল ভারত। বৃহস্পতিবারই চিনের হ্যাংঝাউতে অতীতের পদক জয়ের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা। প্যারা গেমসের (Asian Para Games) চতুর্থ দিনে ভারতের মোট পদকের সংখ্যা পৌঁছেছে ৭৩-এ। যার মধ্যে রয়েছে ১৭টি সোনা, ২১টি রূপো।  প্রসঙ্গত, এর আগে জাকার্তায় ২০১৮ সালে এশিয়ান প্যারা গেমসে ভারত ৭২টি পদক জিতেছিল। ২০১৮ সালে জাকার্তার এশিয়ান প্যারা গেমসকেও ছাপিয়ে গেল ২০২৩ সালে ভারতের পারফরম্যান্স।

এশিয়ান প্যারা গেমসে রেকর্ড ভারতের

বৃহস্পতিবারই শট পাটার সচিন খিলাড়ি সোনার পদক জেতেন। ৩৪ বছর বয়সী সচিন এই পদক জয়ের মাধ্যমে (Asian Para Games) চিনের ক্রীড়াবিদ ওয়েই এনলংয়ের সেট করা রেকর্ড ১৫.৬৭ মিটারকে ভেঙে দিয়েছেন। এখন চিনা ক্রীড়াবিদের স্থান দ্বিতীয় এবং ভারতের সচিনের স্থান প্রথম। আরেক ভারতীয় ক্রীড়াবিদ রোহিত কুমার একই ইভেন্টে তৃতীয় হয়েছেন। অন্যদিকে ভারতীয় ক্রীড়াবিদ শ্যুটার সিদ্ধার্থ বাবু স্বর্ণপদক জিতেছেন। তাঁর স্কোর ২৪৭.৭ যা এশিয়ান প্যারা গেমসে একটি রেকর্ডও বটে। সিদ্ধার্থ বাবু এই পারফরম্যান্সের মাধ্যমে প্যারিসের প্যারা অলিম্পিকসে নিজের কোটাও নিশ্চিত করে ফেলেছেন।

৭৩টি পদক নিয়ে ভারত ষষ্ঠ স্থানে

ভারতের হয়ে ৭৩ তম পদকটি যেতেন শাটলার নিত্য শ্রী সুমাথি সিভান। এছাড়াও উত্তরপ্রদেশের মিরাটের জয়নাব খাতুন ৬১ কেজি ওজন বিভাগে রুপোর পদক জিতেছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে দিল্লির বাসিন্দা রাজকুমারী ওই একই ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। এছাড়া পুরুষদের ১০০ মিটার টি-৩৫ ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন নারায়ণ ঠাকুর। ১০০ মিটার টি-৩৭ এ শ্রেয়াংশ ত্রিবেদী দ্বিতীয় পদক জিতেছেন। জানা গিয়েছে, চিনে অনুষ্ঠিত এশিয়ান প্যারা গেমসে অংশগ্রহণ করতে ৩১৩ জন ক্রীড়াবিদ সে দেশে গিয়েছেন। ২২টি ক্রীড়া ইভেন্টের মধ্যে ১৮টিতে অংশ নিচ্ছেন ভারতীয়রা। প্রসঙ্গত, প্রথম এশিয়ান প্যারা গেমস (Asian Para Games) অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালে চিনে। ভারত সেই সময় একটি স্বর্ণপদক সহ ১৪টি পদক নিয়ে ১৫তম স্থান অর্জন করে। ২০১৪ এবং ২০১৮ সালে ভারত যথাক্রমে ১৫তম এবং নবম স্থান দখল করেছিল। ২০২৩ সালে এখনও পর্যন্ত ৭৩টি পদক নিয়ে ভারত রয়েছে ষষ্ঠ স্থানে।

শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

ভারতীয় খেলোয়ারদের এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা ভেসে আসে এক্স হ্যান্ডেলে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

Tags:

Madhyom

bangla news

Bengali news

Asian Para Games

india's performance in Asian Para Games


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর