img

Follow us on

Thursday, Nov 21, 2024

India Sri Lanka T20: লজ্জার রেকর্ড গড়লেন অর্শদীপ! দ্বিতীয় টি-২০ ম্যাচে ৭টি নো-বল ভারতের

ভারতের সঙ্গে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং আফগানিস্তান

img

অর্শদীপ সিং বল করার আগে।

  2023-01-06 16:54:30

মাধ্যম নিউজ ডেস্ক: একেই শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় টি-২০ ম্যাচে হার, তার উপর নো-বলের লজ্জার রেকর্ড, ঘরের মাঠে ভারতীয় দল চরম অস্বস্তিতে। বৃহস্পতিবার পুনেতে দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতকে ১৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে শ্রীলঙ্কা। তবে প্রশ্নের মুখে ভারতীয় বোলিং। কারণ প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৬ উইকেটে ২০৬ রানের বিশাল স্কোর খাড়া করে। জবাবে ভারতীয় দলের লড়াই শেষ হয়ে যায় ১৯০ রানে।

নো-বলের হ্যাটট্রিক অর্শদীপের 

ভারতীয় বোলাররা টি-২০ ক্রিকেটে এক ম্যাচে সবচেয়ে বেশি নো-বল করার রেকর্ড গড়েছে। এই ম্যাচে মোট সাতটি নো-বল করেছে টিম ইন্ডিয়া। তার মধ্যে অর্শদীপ সিং প্রথম ওভারেই তিনটি নো-বল করেন। উমরান মালিক করেন দুটি নো-বল। উমরানই এদিন ছিলেন ভারতের সফল বোলার। তবে এদিন লজ্জার নজির গড়েন ভারতীয় পেসার অর্শদীপ সিং। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২ ওভারে পাঁচটি নো-বল করলেন তিনি। তার মধ্যে নো-বলের হ্যাটট্রিকও রয়েছে। বার বার একই ভুল করছিলেন বাঁহাতি এই পেসার। নো-বলের জন্য একটি উইকেটও পেলেন না তিনি। তাঁর খারাপ বোলিংয়ের খেসারত দিতে হল ভারতীয় দলকে। বার বার অর্শদীপকে নো-বল করতে দেখে হতাশ হয়ে যান অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াও। এদিন ম্যাচ শেষে দলের বোলারদের কড়া সমালোচনা করেছেন হার্দিক। তিনি বলেছেন, আন্তর্জাতিক বা যে কোনও ধরনের ম্যাচে নো-বল করা অপরাধ। অর্শদীপই ভারতের প্রথম বোলার যিনি নো-বলের হ্যাটট্রিক করলেন। 

আরও পড়ুন: আগুন ঝড়ানো বোলিং! ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে রেকর্ড উমরান মালিকের

টি-২০ ক্রিকেটে এক ম্যাচে সব থেকে বেশি নো-বল করার রেকর্ডে এখন শীর্ষ স্থানে ভারত। এই তালিকায় যদিও আরও বেশ কিছু দেশ রয়েছে। তারাও একই সংখ্যক নো-বল করেছে। টি-টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে সব থেকে বেশি নো-বল করার রেকর্ডে শীর্ষ স্থানে ভারত। এই তালিকায় যদিও আরও বেশ কিছু দেশ রয়েছে। তারাও একই সংখ্যক নো-বল করেছিল। ইনিংসে সব থেকে বেশি নো-বল করার তালিকায় ভারতের সঙ্গে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং আফগানিস্তান। টেস্ট খেলিয়ে দেশ বাদ দিলে যদিও এই তালিকায় শীর্ষে ঘানা। উগান্ডার বিরুদ্ধে একটি ম্যাচে ঘানার বোলাররা দশটি নো-বল করেছিলেন।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

Tags:

india sri lanka t20 series

very poor performance by indian bowlers in 2nd match

records of no ball

India vs Sri lanka T-20


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর