img

Follow us on

Saturday, Jan 18, 2025

India vs Australia: ‘‘ওপেনার হিসেবে রাহুলই যোগ্য’’, অ্যাডিলেড টেস্টের আগে অধিনায়কোচিত সিদ্ধান্ত রোহিতের

Rohit Sharma: পিঙ্ক টেস্টেও শুরুতে রাহুল-যশস্বী! রোহিত খেলবেন মিডল অর্ডারে...

img

অনুশীলনের সময় ভারতীয় দল। ছবি: ট্যুইটার

  2024-12-05 17:11:16

মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) পিঙ্ক টেস্ট। অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি গোলপি বলে খেলা হবে। দিন-রাতের এই ম্যাচে ভারতের হয়ে ওপেন কে করবেন এই প্রশ্নটা বারবার ঘুরছিল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে। অবশেষে রোহিত (Rohit Sharma) জানিয়ে দিলেন, কেএল রাহুলই ওপেনিং স্লটের যোগ্যতম দাবিদার। আর সেকারণে তিনি হাসিমুখে নিজের জায়গাটা ছেড়ে দিলেন। বর্ডার-গাভাসকার ট্রফিতে টিম ইন্ডিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই সিরিজের প্রথম ম্যাচটা খেলতে পারেননি রোহিত শর্মা। জসপ্রীত বুমরাহের নেতৃত্বে টিম ইন্ডিয়া ২৯৫ রানে জয়লাভ করে। সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে গেলে অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতেই ফিরতে হবে ভারতকে।  

শুরুতে রাহুল, সঠিক সিদ্ধান্ত

রোহিত (Rohit Sharma) বলছেন, ‘‘আমাদের দুই ওপেনারই পারথে অবিশ্বাস্য ব্যাটিং করেছে। ওদের খেলা আমি বাড়িতে বসে দেখেছি। রাহুলের ব্যাটিং দেখতে সত্যিই ভালো লাগছিল। এই মুহূর্তে রাহুল ওপেনিংয়ের দাবিদার। এই মুহূর্তে বদলের কোনও জায়গা নেই। ভবিষ্যতে হয়তো অন্যরকম কিছু হতে পারে। আমরা রেজাল্ট চাই। সাফল্য চাই।’’ অস্ট্রেলিয়ায় (India vs Australia) যে মিডল অর্ডারে ব্যাট করেননি, তা নয়। কিন্তু ক্যাপ্টেন হওয়ার পর থেকে টেস্টেও নিয়মিত ওপেনই করেন। কিন্তু নিজেকে মিডল অর্ডারে নামিয়ে নিয়ে যেতে রোহিতেরও যথেষ্ট কষ্ট হয়েছে। ঠিক এখানেই ক্যাপ্টেন রোহিতের প্রশংসা করতে হচ্ছে। তাঁর জায়গায় অন্য যে কেউ থাকলে হয়তো নিজের কথাটাই আগে ভাবতেন। রোহিত বলছেন, ‘‘ব্যক্তিগত ভাবে এই সিদ্ধান্ত নেওয়াটা আমার কাছে সহজ ছিল না। কিন্তু দলের কথা ভাবলে এটাই সঠিক সিদ্ধান্ত।’’

দলের স্বার্থকেই প্রাধান্য 

পারথে সিরিজের প্রথম ম্যাচে রোহিতের অনুপস্থিতিতে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন কেএল রাহুল। পারথের অপ্টাস স্টেডিয়ামে কর্নাটকের এই ব্যাটার সুযোগের সদ্ব্যবহার করেন। পারথ টেস্টের প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ১৫০ রানে অলআউট হয়ে গিয়েছিল। কিন্তু, ওপেন করতে নেমে কেএল রাহুলের ব্যাট থেকে ৭৬ বলে ২৪ রানের সাদামাটা ইনিংস বেরিয়ে আসে। কিন্তু, দ্বিতীয় ইনিংসে তিনি ১৭৬ বলে ৭৭ রান করেছেন তিনি। যদিও রোহিতের প্রত্যাবর্তনের পর রাহুলের ব্যাটিং পজিশন বদলাতে পারে বলে মনে করা হচ্ছিল। কিন্তু দলের স্বার্থকেই প্রাধান্য দিলেন ক্যাপ্টেন শর্মা।

ম্যাচ কখন কোথায়

অ্যাডিলেডের ঐতিহাসিক মাঠে অনুষ্ঠিত ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের সরাসরি সম্প্রচার ভারতীয় দর্শকরা দেখতে পাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়াও, এই ম্যাচটি ডিজনি প্লাস হটস্টার অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ বিনা পয়সায় লাইভ স্ট্রিমিং দেখতে পাবে ভারতের ক্রিকেটপ্রেমীরা। দিন-রাতের এই টেস্টটি ভারতের সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে। 

আক্রমণাত্মক অস্ট্রেলিয়া

এদিকে, ম্যাচের একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিয়ছে অস্ট্রেলিয়া (India vs Australia)। হ্যাজেলউডের পরিবর্ত হিসাবে প্রত্যাশা মতোই জায়গা দেওয়া হল স্কট বোল্যান্ডকে। সাইড স্ট্রেনের জন্য দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গিয়েছেন হ্যাজেলউড। তাঁর পরিবর্তে বোল্যান্ডের কাঁধে থাকবে অস্ট্রেলিয়ার তৃতীয় পেসারের দায়িত্ব। কামিন্স ও মিচেল স্টার্কের সঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের পরীক্ষা নেবেন বোল্যান্ড। মিচেল মার্শের খেলা নিয়েও সংশয় ছিল। তাঁর পিঠে চোট রয়েছে। তবে কামিন্স জানিয়েছেন, অস্ট্রেলিয়া দলের মেডিক্যাল টিম মার্শের খেলার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। পারথ টেস্টে লজ্জার হারের ধাক্কা থেকে ঘুড়ে দাঁড়াতে কতটা মরিয়া ব্যাগি গ্রিনরা। তবে কতটা আক্রমণাত্মক হতে চলেছে অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে একদিন আগে একাদশ ঘোষণা তার অন্যতম প্রমাণ। মাইন্ড গেমে এগিয়ে থাকতেই এমন সিদ্ধান্ত বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ভারতীয় দলে পরিবর্তন

গতবার অস্ট্রেলিয়া (India vs Australia) সফরে এই অ্যাডিলেডেই ৩৬ রানে অলআউটের লজ্জার ইতিহাসের সাক্ষী থেকেছিল ভারতীয় দল। এবার সেই হারের বদলা নিতে মুখিয়ে টিম ইন্ডিয়া। তবে অতীত অভিজ্ঞতাকে মাথায় রেখে সাবধানী রোহিত-বিরাটরা। প্রথম ম্যাচে ভারতের বোলিং ও ব্যাটিং দুই বিভাগই সাফল্য পেয়েছিল। তবে অ্যাডিলেডে ভারতের প্রথম একাদশে একাধিক বদল হতে পারে। কারণ দ্বিতীয় টেস্টে দলে ফিরথেন রোহিত, গিলরা। এছাড়া বোলিং অলরাউন্ড বিভাগেও হতে পারে পরিবর্তন। অ্যাডিলেডের পিচ কিউরেটর বলেছেন এই উইকেটে পেসারদের পাশাপাশি স্পিনাররা সহায়তা পাবে। এমনিতেও অ্যাডিলেডে অশ্বিনের রেকর্ড খুব ভাল। অলরাউন্ড বিভাগেও জাদেজা সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অস্ট্রেলিয়ার ঘোষিত একাদশ: উসমান খাওয়াজা, নাথান ম্যাকস্যুইনি, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড   

ভারতের সম্ভাব্য একাদশ: কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি / রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন / ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা / আকাশ দীপ।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

 

Tags:

Madhyom

bangla news

Rohit Sharma

Shubman Gill

India vs Australia

India vs Australia cricket

India vs Australia Test

India vs Australia Test Series

Pink Ball Test


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর