img

Follow us on

Saturday, Jan 18, 2025

India vs Australia: গোলাপি টেস্টে ফিরছেন রোহিত! পারথে ভারতকে নেতৃত্ব দেবেন বুমরা, ওপেনার কে?

Rohit Sharma: রোহিত নেই, গিলের চোট! টপ অর্ডার ভাবাচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্টকে

img

প্রথম টেস্টে খেলছেন না রোহিত শর্মা। ফাইল চিত্র

  2024-11-18 10:43:09

মাধ্যম নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে প্রথম টেস্টে খেলছেন না রোহিত শর্মা (Rohit Sharma)। পারথ টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরা। রোহিতের জায়গায় প্রথম টেস্টের দলে নেওয়া হয়েছে দেবদত্ত পাড়িক্কলকে। ওপেনার হিসেবে কেএল রাহুলকে খেলানো প্রায় নিশ্চিত। সিরিজের দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে। সেটি গোলাপি বলে দিন-রাতের ম্যাচ। তার আগে গোলাপি বলে ভারতের একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে। সূত্রের খবর, প্রস্তুতি ম্যাচের আগেই টিমের সঙ্গে যোগ দেবেন রোহিত শর্মা।

অনুপস্থিত রোহিত, নেতা বুমরা

সদ্য বাবা হয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। আরও কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটাতে চান তিনি। বোর্ড সূত্রে খবর, রোহিত বোর্ডকে জানিয়ে দিয়েছেন যে এখনই অস্ট্রেলিয়া (India vs Australia) যেতে পারবেন না। পরিবারের সঙ্গে আরও সময় কাটাতে চান। দিন-রাতের টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দেবেন। মাঝে ন’দিনের ব্যবধান রয়েছে। তাই অ্যাডিলেড টেস্টে রোহিতের খেলা নিয়ে সংশয় নেই। রোহিতের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন বুমরা। এর আগে ইংল্যান্ডে একটি টেস্টে বুমরা নেতৃত্ব দিয়েছিলেন।

ওপেনিংয়ে রাহুল না ঈশ্বরণ

রোহিত (Rohit Sharma) না থাকায় টপ অর্ডারেও চাপ বাড়ছে। যশস্বীর সঙ্গে ওপেনার কে, এই প্রশ্ন জোরালো। তার অন্যতম কারণ, শুভমন গিলের চোট। সূত্রের খবর, পারথে শুভমনকে খেলানোর ঝুঁকি নেওয়া হচ্ছে না। সে কারণে ওপেনিংয়ের পাশাপাশি তিন নম্বর নিয়েও ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। চোটমুক্ত হয়ে রবিবার অনুশীলনে ফিরেছেন কেএল রাহুল। বোর্ডের পোস্ট করা ভিডিওতে তিনি বলেছেন, “ম্যাচের প্রথম দিন খারাপ ভাবে লেগেছিল। আজ ভালো লাগছে। প্রথম ম্যাচের জন্য তৈরি হচ্ছি। এ দেশে তাড়াতাড়ি এসে প্রস্তুতির অনেকটা সময় পেয়েছি ভেবে খুশি। সিরিজের জন্য অনেকটা প্রস্তুতির সময় পেয়েছি।” তবে, রাহুল খেলতে না পারলে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে পারেন অভিমন্যু ঈশ্বরণ। বাংলার এই ব্যাটার প্রথম শ্রেণির ক্রিকেটে সাফল্য পেয়ে আসছেন। ভারত এ দলের হয়েও সাফল্য পেয়েছেন। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

 

Tags:

Madhyom

bangla news

Jasprit Bumrah

Rohit Sharma

India vs Australia

Devdutt Padikkal

Perth


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর