Team India: ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনও ভারতের অনুকূলে, ৭ উইকেট ভারতের রান ৪২১
জাদেজা-ভরতের জুটি।
মাধ্যম নিউজ ডেস্ক: রবীন্দ্র জাদেজার ব্যাটে ভর করে বড় রানের লিডের দিকে এগোচ্ছে ভারত। দ্বিতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ভারতের রান ৪২১। আপাতত ১৭৫ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। প্রথম দিন মাত্র ১ উইকেট হারিয়ে ১১৯ রান তুলে নিয়েছিল ভারত। দ্বিতীয় দিন শতরানের দোরগোড়া থেকে ফেরেন যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল। যথাক্রমে ৮০ এবং ৮৬ রানে ফেরে দুই ভারতীয় ব্যাটার। শতরানের মুখে দাঁড়িয়ে জাদেজা। দ্বিতীয় দিনের শেষে ৮১ রানে অপরাজিত তিনি।
15 runs off the final over of Day 2 courtesy @akshar2026 🔥🔥
— BCCI (@BCCI) January 26, 2024
The Jadeja-Axar partnership now 63*-runs strong 💪
Scorecard ▶️ https://t.co/HGTxXf8b1E#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/8AxB79zCyS
বৃহস্পতিবার ৮৮ রানে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের ইনিংসে ধস নামিয়েছিলেন যাদেজা। এবার সেই পিচেই অর্ধ শতরান করে ফেললেন ভারতীয় অলরাউন্ডার। রবীন্দ্র জাদেজা তাঁর ২০তম টেস্ট হাফ সেঞ্চুরি ৮৪ বলে পূর্ণ করেন। দিনের শেষ সেশনে দাপট দেখালেন অক্ষর প্যাটেল। ক্রিজে জাদেজার সঙ্গে রয়েছেন তিনি। দুই বাঁ হাতি সেট ব্যাটার, যদি তৃতীয় দিনের শুরুটা ভাল করতে পারেন তাহলে ভারত ইনিংস জয়ের স্বপ্নও দেখতে পারে। প্রথম ইনিংসে ২৫০ রানের লিড নিতে পারলে ইনিংস জয়ের একটা সম্ভাবনা থাকবে।
5⃣0⃣ for @imjadeja - his 20th in Test cricket! 👏 👏
— BCCI (@BCCI) January 26, 2024
This has been a fine knock 👌👌#TeamIndia move closer to 340-run mark.
Follow the match ▶️ https://t.co/HGTxXf7Dc6#INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/KwKywRUnEF
এদিন চায়ের বিরতিতে ৬৩ রানে এগিয়ে ছিল ভারত। ৫ উইকেট হারিয়ে ভারতের রান ছিল ৩০৯। ৪৫ রানে অপরাজিত ছিলেন জাদেজা। তৃতীয় সেশনে একশোর বেশি রান যোগ হয়। ভারত হারায় ২ উইকেট। ৪১ করেন শ্রীকর ভরত। উইকেটকিপিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও রান পান। তবে রাহুল আউট হওয়ার পর লিড বাড়ানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন জাদেজা। প্রথমে ভরতের সঙ্গে, পরে অক্ষরকে নিয়ে এগিয়ে যান। রান পাননি অশ্বিন। জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে ১ রানে রান আউট হন।
15 runs off the final over of Day 2 courtesy @akshar2026 🔥🔥
— BCCI (@BCCI) January 26, 2024
The Jadeja-Axar partnership now 63*-runs strong 💪
Scorecard ▶️ https://t.co/HGTxXf8b1E#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/8AxB79zCyS
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।