Smriti Mandhana: প্রথম বার ৪০০ পার, স্মৃতি-প্রতীকার সেঞ্চুরিতে ইতিহাস ভারতের মেয়েদের...
প্রতিকা-স্মৃতির শতরানে রেকর্ড ভারতের মেয়েদের। ছবি: ট্যুইটার
মাধ্যম নিউজ ডেস্ক: বাইশগজে নারীশক্তির জয়গান। একদিনের ক্রিকেটে রোহিত-বিরাটদের করা ৪১৮ রানকে টপকে গেলেন স্মৃতিরা। প্রথমবার একদিনের ম্যাচে ৪০০ রানের গণ্ডি টপকাল ভারতের মেয়েরা। স্মৃতি মান্ধানার নেতৃত্বে একের পর এক রেকর্ড ভাঙছে ভারতের মহিলা ক্রিকেট দল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ আগেই জিতে নিয়েছিল ভারত। তেমনই রেকর্ডও গড়েছিল। এই সিরিজের আগে পর্যন্ত মেয়েদের ওডিআই-তে ভারতের সর্বাধিক স্কোর ছিল ৩৫৮। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে জেমাইমা রডরিগেজের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিতে সেই রেকর্ড ভাঙে ভারত। গত ম্যাচে ৩৭০ রান তুলেছিল ভারতীয় দল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে-তে ৪০০ পার ভারতের।
বুধবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৪৩৫ রান তোলে ভারত। এর ফলে মেয়েদের একদিনের ক্রিকেটে সর্বাধিক স্কোরের নিরিখে প্রথম পাঁচে ঢুকে পড়ল ভারত। মেয়েদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক স্কোরের রেকর্ড নিউজিল্যান্ডের দখলে। ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধেই ৪ উইকেটে ৪৯১ রান করেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় স্থানেও তারাই। পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে ৪৫৫ করেছিল নিউজিল্যান্ড। অবাক করা বিষয় যদিও নয়, তৃতীয় স্থানও নিউজিল্যান্ডেরই। সেটি আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪৪০-৩। চতুর্থ স্থানে উঠে এল ভারত।
Innings Break!
— BCCI Women (@BCCIWomen) January 15, 2025
A 𝗥𝗲𝗰𝗼𝗿𝗱-𝗕𝗿𝗲𝗮𝗸𝗶𝗻𝗴 batting display from #TeamIndia in Rajkot! 🙌 🙌
Hundreds for Pratika Rawal & captain Smriti Mandhana 👏
Target 🎯 for Ireland - 436
Updates ▶️ https://t.co/xOe6thhPiL#INDvIRE | @IDFCFIRSTBank pic.twitter.com/aid00lGDjY
এদিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম বল থেকেই ব্যাট হাতে ঝড় তোলেন ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা এবং প্রতীকা রাওয়াল। ২৩৩ রানের পার্টনারশিপ গড়েন স্মৃতি-প্রতীকা। ৭০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন স্মৃতি। অবশেষে ৮০ বলে ১৩৫ রানের ইনিংস খেলে আউট হন। তাঁর ইনিংসে আছে ৭টি ছক্কা এবং ১২টি বাউন্ডারি। এটা তাঁর কেরিয়ারের দশম সেঞ্চুরি। ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন স্মৃতি মান্ধানা। সঙ্গে এই সিরিজে ভারতের প্রাপ্তি ওপেনার প্রতিকা রাওয়ালও কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। এদিন ১২৯ বলে ১৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন প্রতিকা। রিচা ৪২ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ৫০ ওভার ব্যাট করে ৫ উইকেটে ৪৩৫ রান তোলে ভারত। পুরুষদের একদিনের ক্রিকেটে ভারতের সর্বাধিক রান ৪১৮-৫। তাই রেকর্ড গড়ে স্মৃতি-দীপ্তিরা টপকে গেলেন রোহিত-বিরাটদেরও। বাইশগজেও নারীশক্তির জয়গান রচনা করলেন স্মৃতি-প্রতিকা-রীচারা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।