img

Follow us on

Sunday, Jan 19, 2025

Asia Cup 2022: 'তুমিই আমার তারকা...!' হার্দিককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন স্ত্রী নাতাশা?

হার্দিকের ‘ম্যান অফ দ্য ম্যাচ’ এর ছবিও শেয়ার করেন নাতাশা

img

আইপিএলের ম্যাচে সস্ত্রীক হার্দিক।

  2022-08-30 13:08:48

মাধ্যম নিউজ ডেস্ক: ‘তুমিই আমার তারকা’, স্বামী হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) উদ্দেশে ইনস্টাগ্রামে পোস্ট স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের (Natasa Stankovic)।  সার্বিয়ান নৃত্যশিল্পী, মডেল তথা অভিনেত্রী নাতাশা সবসময়ই স্বামীর পাশে থাকেন। আইপিএল (IPL) থেকে আন্তর্জাতিক ম্যাচ গ্যালারিতে বসে হার্দিককে চিয়ার করতে থাকেন নাতাশা।

২০২২ আইপিএলে গুজরাট টাইটান্সের (Gujrat Titans) সব ম্যাচেই গ্যালারিতে হাজির থাকতেন নাতাশা স্ট্যানকোভিচ। রীতিমতো চিয়ার লিডারের ভূমিকায় দেখা যেত। সারাক্ষণ চিৎকার করে উৎসাহিত করতেন হার্দিক পান্ডিয়াকে। ভারত–পাকিস্তান (India vs Pakistan) ম্যাচেও সেই একই ছবি। গ্যালারিতে বসে হার্দিককে চিয়ার করেছেন নাতাশা। 

আরও পড়ুন: পাক বধের পর রোহিতদের 'হার্দিক' অভিনন্দন সৌরভ, সচিন, সেহবাগ, লক্ষণদের

এশিয়া কাপ (Asia Cup 2022) ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচের জয়ের নায়ক হার্দিক। তাঁর ব্যাটে-বলে পারফরম্যান্সে মুগ্ধ সকলে। মুগ্ধ, বিস্মিত, গর্বিত নাতাশাও। এদিনের  ম্যাচে হার্দিক করেন অপরাজিত ৩৩ রান, যার মধ্যে রয়েছে জয়সূচক শট। বল হাতে তুলে নেন ৩ উইকেট। চাপের মুখে মাথা ঠান্ডা রেখে ৬ মেরে দলকে কাঙ্খিত জয় এনে দেন। হার্দিকের দুর্দান্ত পারফরমেন্স দেখে স্থির থাকতে পারেননি নাতাশা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিগুলো নিয়ে একটা ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সঙ্গে একটা ‘‌মিষ্টি’ ক্যাপশন‌। হার্দিককে অভিহিত করেছেন তাঁর তারকা বলে। হার্দিকের ‘ম্যান অফ দ্য ম্যাচ’ এর ছবিও শেয়ার করেন নাতাশা।

আরও পড়ুন: ক্রীড়াক্ষেত্রে আরও এগিয়ে যাবে দেশ! জানুন রাষ্ট্রীয় খেল দিবসে কী বললেন প্রধানমন্ত্রী

প্রকাশ ঝা পরিচালিত রাজনৈতিক সিনেমা ‘সত্যাগ্রহ’র মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে নাতাশার। ২০১৪ সালে তিনি ‘বিগ বস’ সিজন ৮-এ অংশগ্রহণ করেছিলেন। ‘নাচ বলিয়ে’ সিজন ৯-তেও অংশগ্রহণ করেছিলেন সার্বিয়ান মডেল। ২০২০ সালের শুরুতেই নাতাশার সঙ্গে বাগদান পর্ব সেরে সকলকে চমকে দিয়েছিলেন হার্দিক। এরপর মাস কয়েক যেতে না যেতেই নাতাশার মা হতে চলার খবর প্রকাশ্যে আসে। ওই বছরের ৩০শে জুন ফুটফুটে পুত্র সন্তানের মা হন নাতাশা।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

Hardik Pandya

ASIA Cup 2022

India vs Pakistan

Natasa Stankovic