img

Follow us on

Saturday, Jan 18, 2025

India vs Pakistan: ক্রিকেট ঘোচায় দূরত্ব! বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে শাহিনকে কী পরামর্শ দিলেন শামি?

বাঁ হাতে বল নিয়ে সিম পজিশন উল্লেখ করে শাহিনকে ডেলিভারি করার কায়দা বুঝিয়ে দিলেন শামি।

img

শাহিনের সঙ্গে শামি।

  2022-10-18 17:47:14

মাধ্যম নিউজ ডেস্ক: ম্যাচে একে অপরের প্রতিপক্ষ। কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। মাঠের মধ্যে লড়াই হবে কঠিন থেকে কঠিনতর। কিন্তু মাঠের বাইরে তাঁরা প্রতিবেশী। পড়শি ভাই। বিকেলে পাড়ার মাঠে যেভাবে বড় দাদা ছোট ভাইকে বল করার কায়দা শিখিয়ে দেন ঠিক সেভাবেই প্র্যাকটিস শেষের আগে পাক পেসার শাহিনকে ডেলিভারির টেকনিক দিলেন শামি। চিরপ্রতিদ্বন্দ্বী শিবিরের বোলিং বিভাগের দুই সেরা মুখও। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সম্পূর্ণ অন্য মেজাজে দেখা গেল মহম্মদ শামি (Mohammed Shami) ও শাহিন শাহ আফ্রিদিকে (Shaheen Shah Afridi)।

২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করবে ভারত। সেই ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়ছে। আর তার আগে প্র্যাক্টিসের ফাঁকে শামির সঙ্গে দেখা হয়ে গেল শাহিনের। পাক পেসারকে বোলিং নিয়ে পরামর্শ দিলেন শামি। দুই পেসারকে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা গেল। সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ব্রিসবেনে একই দিনে খেলতে নেমেছিল ভারত এবং পাকিস্তান। সেখানে দুই দলের ক্রিকেটারদের দেখা হয়ে গেল। ভারত এবং পাকিস্তানের বোলাররা পাশাপাশি নেটে অনুশীলন করছিলেন। সেখানে শামিকে দেখে এগিয়ে আসেন শাহিন। শামিকে জিজ্ঞাসা করেন, তিনি কেমন আছেন। পাল্টা শামিও শাহিনের খোঁজ খবর নেন। ভারতীয় বোলারের পরামর্শ নিতে দেখা যায় শাহিনকে। এমনকী, বাঁ হাতে বল নিয়ে সিম পজিশন উল্লেখ করে শাহিনকে ডেলিভারি করার কায়দা বুঝিয়ে দিলেন শামি। 

আরও পড়ুন: সৌরভ কেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর নন? মমতাকে প্রশ্ন শুভেন্দুর

চোটের কারণে ২০২২ সালের এশিয়া কাপে শাহিন অংশ নিতে না পারলেও এখন পুরোপুরি ফিট এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে পাকিস্তানের জার্সি গায়ে আবারও বোলিং করতে দেখা যাবে। সেই সঙ্গে টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গিয়েছিলেন মহম্মদ শামি। আইপিএল-এর পর থেকে আর টি টোয়েন্টি ক্রিকেট খেলতে তাঁকে দেখাই যায়নি। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুশীলন ম্যাচে নিজেকে প্রমাণ করেছেন শামি। বুমরাহ-হীন ভারতীয় বোলিং লাইন আপের  ভরসা তিনি।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Mohammed Shami

India vs Pakistan

T20 World Cup 2022

Shaheen Afridi


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর