img

Follow us on

Saturday, Nov 23, 2024

India Vs West Indies: বিশ্বকাপের প্রস্তুতি! আজ থেকে শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজ

গভীর রাতের ফ্লাইট না দেওয়ার জন্য বিসিসিআইকে অনুরোধ ভারতীয় ক্রিকেটারদের

img

অনুশীলনের সময় ভারতীয় দল।

  2023-07-27 12:47:15

মাধ্যম নিউজ ডেস্ক: বেজে গেছে দামামা। মাস দুয়েক পরেই ওয়ান ডে বিশ্বকাপের  ঢাকে কাঠি পড়বে। ২০১১ সালের পর ফের ক্রিকেটের এই মহাযজ্ঞ বসছে ভারতের মাটিতে। স্বাভাবিক ভাবেই বিপুল প্রত্যাশার চাপ থাকবে রোহিতের উপর। কোটি কোটি দেশবাসীর আকাঙ্খা পূরণের চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার সামনে। যার প্রস্তুতি ওয়েস্ট ইন্ডিজ (India Vs West Indies) সফর থেকেই শুরু হয়ে যাচ্ছে। দুই দলের মধ্যে হবে তিনটি একদিনের ম্যাচ। প্রথমটি বৃহস্পতিবার। কাগজে কলমে রোহিত বাহিনী এগিয়ে। তবে সীমিত ওভারের ক্রিকেটে কোনও প্রতিপক্ষকে খাটো করে দেখা উচিত নয়। যতই এই ওয়েস্ট ইন্ডিজ এবারের বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হোক, শাই হোপরা কিন্তু কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার চেষ্টা করবে।

সমর্থকদের আশা

সাদা জার্সিতে বিধ্বংসী পারফরম্যান্সের পর টিম ইন্ডিয়া এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫০ ওভারের ফরম্যাটে খেলতে নামছে। ভারতীয় ক্রিকেট সমর্থকদের আশা, এই ফরম্যাটেই তাঁদের প্রিয় তারকারা ধামাকা দেখাতে পারবেন।আসলে রোহিতদের লড়াই নিজেদের সঙ্গে। এটা যে বিশ্বকাপের মহড়া মঞ্চ। যেখানে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাবেন কোচ রাহুল দ্রাবিড়। লোকেশ রাহুল, যশপ্রীত বুমরাহদের অনুপস্থিতে দেখে নেওয়া হবে সঞ্জু স্যামসন, সূর্য কুমারদের। শুধু তাই নয় রোহিত, বিরাট কোহলির মতো সিনিয়ররা খেলবেন এই সিরিজে। যা থেকে স্পষ্ট বিশ্বকাপের দল গঠনে লড়াই বেশ জোরদার।

বিরক্ত ক্রিকেটাররা

ভারতীয় দলে সবচেয়ে বেশি লড়াই বোলিং বিভাগে। স্পিনার হিসাবে চাহাল, কুলদীপ জুটির দিকে নজর থাকবে। একদিনের ক্রিকেটে অভিষেক হতে পারে মুকেশ কুমারের। সব মিলিয়ে ভারতীয় দল ওডিআই সিরিজও জিততে মরিয়া। তবে রোহিত বাহিনী একটু বিরক্ত গভীর রাতের বিমান যাত্রা নিয়ে। ত্রিনিদাদ থেকে বার্বাডোজ যাওয়ার জন্য ভারতীয় দলের ফ্লাইট বুক করা হয়েছিলো রাত ১১ টায়। সেই বিমান ছাড়ে ভোর ৩ টায়। এই ব্যাপারটি নিয়ে বিসিসিআই কে গভীর রাতের ফ্লাইট না দেওয়ার জন্য অনুরোধ করেছেন ভারতীয় ক্রিকেটাররা।

আরও পড়ুন: গাভাসকরের সঙ্গে কোহলির মিল, বিরাট-আবেগে ভাসলেন ক্যারিবিয়ান কিপারের মা

কখন, কোথায় ম্যাচ

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের মধ্যে প্রথম ওডিআই ম্যাচটি কেনসিংটন ওভাল, ব্রিজটাউন, বার্বাডোজে খেলা হবে। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময়ে সন্ধ্যে ৭টা থেকে। টস হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। ম্যাচটি দূরদর্শন স্পোর্টস চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে। এই ম্যাচের লাইভ স্ট্রিমিং জিও সিনেমা অ্যাপে। 

বিশ্রাম সিরাজকে, দেশে ফিরছেন পেসার

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরে হঠাৎই বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ সিরাজকে। ফলে সফরের মাঝেই দেশে ফিরেছেন ভারতীয় পেসার। সিরাজ দেশে ফেরায় ক্যারিবীয় সফরে ভারতের এক দিনের দলে পেসার হিসাবে জয়দেব উনাদকাট, শার্দূল ঠাকুর, হার্দিক পান্ডিয়া, মুকেশ কুমার ও উমরান মালিক রয়েছেন। মহম্মদ শামিকে এই সিরিজে বিশ্রাম দেওয়ায় ভারতের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল সিরাজের। কিন্তু তাঁর ধকল দেখে তাঁকে এক দিনের সিরিজে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

Virat Kohli

bangla news

india vs west indies

Mukesh Kumar


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর