img

Follow us on

Saturday, Jan 18, 2025

IND W vs BAN W: ব্যাটে-বলে জেমাইমা জাদু! বাংলাদেশকে ১০৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

১৪ রানে শেষ সাত উইকেট পড়ল বাংলাদেশের, ৮৬ রান ও ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা জেমাইমা

img

জয়ের কাণ্ডারী জেমাইমা।

  2023-07-20 07:26:27

মাধ্যম নিউজ ডেস্ক: দ্বিতীয় এক দিনের ম্যাচে বাংলাদেশকে ১০৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত। মীরপুরে বাংলাদেশ মহিলা দলের বিরুদ্ধে শুরু থেকে দাপট দেখায় হরমনপ্রীতরা। ব্যাটে-বলে দাপট দেখালেন ভারতের জেমাইমা রদ্রিগেজ। ব্যাট হাতে ৮৬ রান করার পাশাপাশি বল হাতে চার উইকেট নিয়েছেন তিনি। রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বাংলাদেশের ব্যাটিং। তাদের শেষ সাত উইকেট পড়েছে মাত্র ১৪ রানে।

ব্যাটে-বলে ভারতের দাপট

ঘরের মাঠে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার প্রিয়া পুনিয়ার উইকেট হারায় ভারত। যস্তিকা ভাটিয়াও রান পাননি। স্মৃতি মন্ধানা শুরুটা ভাল করলেও বড় রান করতে পারেননি। হাল ধরেন জেমাইমা।  ৯টি বাউন্ডারির সৌজন্যে ৭৮ বলে ৮৬ রান করেন তিনি। হরমনপ্রীত কৌর ৮৮ বলে ৫২ রান করেন। এই দুই ব্যাটারের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ৮ উইকেট হারিয়ে ২২৮ রান তোলে ভারত।জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ফর্গানা হক ছাড়া আর কেউই বড় রান করতে পারেননি। বলা ভালো ভারতীয় বোলারদের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ওপেন করতে নামা মুরশিদা খাতুন মাত্র ১২ রান করে ফিরে যান। পাশাপাশি শর্মিন আখতার মাত্র ২ রানে ফিরে যান। স্বাভাবিক ভাবেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

আরও পড়ুন: ইন্টার মায়ামির হয়ে জনসমক্ষে এলেন মেসি! বার্ষিক বেতন কত জানেন?

বাংলাদেশের শেষ সাত উইকেট পড়ে যায় মাত্র ১৪ রানে। শেষ ছয় ব্যাটারের কেউ দু’অঙ্কে যেতে পারেননি। ব্যাটের পরে বল হাতেও কামাল করেন জেমাইমা। ৩.১ ওভারে তিন রান দিয়ে চার উইকেট নেন তিনি। আর এক স্পিনার দেবীকা বৈদ্য নেন তিন উইকেট। একটি করে উইকেট নেন মেঘনা সিংহ, দীপ্তি শর্মা ও স্নেহ রানা। ৩৫.১ ওভারে ১২০ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। জেমাইমার অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে ম্যাচ জিতে নেয় ভারত। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

 

Tags:

Madhyom

Cricket

bangla news

Harmanpreet Kaur

india w vs bangladesh w

jemimah rodrigues


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর