India Bangladesh Tour: বিশ্বকাপের প্রস্তুতি সারতে বাংলাদেশে ভারতের মহিলা ক্রিকেট দল
বাংলাদেশে ভারতের মেয়েরা।
মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল জ্বরে কাঁপছে ভারত (India Women Cricket Team)। আইপিএল শেষ হলেই সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারও প্রস্তুতি সারছেন রোহিত-বিরাটরা। এরই মাঝে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশ পৌঁছল ভারতের মহিলা ক্রিকেট দল। কোনওভাবেই পচা শামুকে পা কাটতে রাজি নয় হরমনপ্রীতরা। সেই করণেই পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে প্রতিদেশী দেশে পা রেখেছে ভারত।
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশেই বসবে মহিলা (India Women Cricket Team) টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তারই প্রস্তুতি হিসেবে এই সফরকে দেখছে ভারত। এই সফরে বাংলাদেশের বিরুদ্ধেই পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে হরমনপ্রীত, তিতাস সাধুরা। প্রথম ম্যাচ আগামী রবিবার, ২৮ এপ্রিল। এই মুহূর্তে খুব একটা ভাল জায়গায় নেই বাংলাদেশ মহিলা দল। ওয়ান ডে ও টি-২০ মিলিয়ে শেষ ৮টি আন্তর্জাতিক ম্যাচে হারের মুখ দেখেছে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২টি হোম সিরিজে পরাজিত হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর ২টি ওয়ান ডে ম্যাচে পরাজিত হন নিগার সুলতানারা। তাই ভারতের বিরুদ্ধে ভাল ক্রিকেট উপহার দিতে চায় বাংলাদেশ।
The India Women’s Team arrive in Sylhet for the 5-match T20 international series against Bangladesh.#BCB #Cricket #BANWvINDW #Bangladesh #HomeSeries #T20Iseries #womenscricket pic.twitter.com/bIrUrvE6AZ
— Bangladesh Cricket (@BCBtigers) April 23, 2024
প্রথম টি-২০: ২৮ এপ্রিল, রবিবার (সিলেট, সন্ধ্যা ৬টা)
দ্বিতীয় টি-২০: ৩০ এপ্রিল, মঙ্গলবার (সিলেট, সন্ধ্যা ৬টা)
তৃতীয় টি-২০: ২ মে, বৃহস্পতিবার (সিলেট, ১টা ৩০)
চতুর্থ টি-২০: ৬ মে, সোমবার (সিলেট, ১টা ৩০)
পঞ্চম টি-২০: ৯ মে, বৃহস্পতিবার (সিলেট, সন্ধ্যা ৬টা)
ভারতীয় দল: হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, দয়ালান হেমলতা, সজীবন সজনা, রিচা ঘোষ (উইকেটকিপার), যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, আমনজ্যোৎ কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইশাক, শোভনা আশা, রেনুকা সিং ঠাকুর ও তিতাস সাধু
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।