West Indies: ভারত-ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের টি-২০ সিরিজে একাধিক রেকর্ড অধিনায়ক স্মৃতি মান্ধানার
ঝোড়ো ইনিংস খেলেন রিচা ঘোষ (সংগৃহীত ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজ জয় পেল ভারতের মহিলা দল (India)। এই জয়ের ফলে সিরিজ নিজের নামে করল তারা। ভারতের হয়ে এই ম্যাচেও অধিনায়কত্ব করেন স্মৃতি মান্ধানা। এদিন ব্যাট করতে নেমে পাঁচটি নজির গড়েছেন স্মৃতি। একইসঙ্গে বিশ্বরেকর্ডের কৃতিত্ব অর্জন করেন বাংলার মেয়ে রিচা। ২১ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন রিচা ঘোষ। মাত্র ১৮ বলেই তিনি হাফ সেঞ্চুরি করেন। এটি মহিলাদের আন্তর্জাতিক টি২০-তে দ্রুততম। প্রসঙ্গত, এর আগে সোফি ডিভাইন ও ফোবে লিচফিল্ডও ১৮ বলে অর্ধশতরান করেছিলেন। সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন বাংলার রিচা ঘোষ। ৩টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান বঙ্গকন্যা। মূলত এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ২১৭ রান করে ভারত।
তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ২১৭ রান করে ভারত (India)। ওপেন করতে নেমে অধিনায়ক স্মৃতি ৪৭ বলে ৭৭ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। এই সিরিজে ১৯৩ রান করেছেন মান্ধানা, যা দ্বিপাক্ষিক সিরিজে কোনও ভারতীয় মহিলা (India) ক্রিকেটার হিসেবে সর্বাধিক রান। ৬৪.৩৩ গড় রয়েছে তাঁর। ২০২৪ সালে আটটি অর্ধশতরান করেছেন স্মৃতি, যা সর্বাধিক। এর আগে ২০১৮ সালে এর আগে ২০১৮ সালে সাতটি অর্ধশতরান করেছিলেন মিতালি রাজ।
জবাবে ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান করে। প্রথম থেকেই রান তোলার গতি অনেক কম ছিল ওয়েস্ট ইন্ডিজের। এর ফলে বেশ বোঝা যাচ্ছিল, লড়াইয়ে তারা খুব বেশি নেই। শেষ পর্যন্ত ৬০ রানে হারতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। ভারতের (India) বোলারদের মধ্যে দূর্দান্ত বল করেন রাধা যাদব। ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। ১টি করে উইকেট নেন রেণুকা, সাজানা, তিতাস ও দীপ্তি। চিনেল্লে হেনরি ১৬ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে। নিজের ইনিংসে তিনটি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া কোনও ব্যাটারই আর সেভাবে রান পাননি।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।