ICC ODI World Cup 2023: "বিশ্বকাপের সময় ভারতকে আলাদা বল দেওয়া হয়েছিল"! প্রাক্তন পাক ক্রিকেটার হাসান রাজার আজগুবি তত্ত্বকে ওড়ালেন শামি
মহম্মদ শামি।
মাধ্যম নিউজ ডেস্ক: সরাসরি পাকিস্তানের অভিযোগের জবাব দিলেন মহম্মদ শামি। তাঁর দাবি, পাকিস্তানের কয়েকজন খেলোয়াড় এটা হজম করতে পারে না, যে তাদের থেকে ভারতীয় পেসাররা ভাল বল করতে পারে। তারা এমন আজব আজব অভিযোগ তোলে যা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কোনও দেশকে আলাদা নিয়ম করে দিতে পারে না। নিয়ম সবার জন্যই সমান।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার হাসান রাজা বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে অন্য ধরনের বল ব্যবহার করার অভিযোগ এনেছিলেন। এ প্রসঙ্গে শামি বলেন, ‘‘বিশ্বকাপের প্রথম চার ম্যাচে আমি খেলিনি। কিন্তু খেলা শুরু করার পরে প্রথম ম্যাচে পাঁচ উইকেট পাই। পরের ম্যাচে পাই চার উইকেট। তৃতীয় ম্যাচে আবার পাঁচ উইকেট। এই বোলিং দেখে পাকিস্তানের একজন মন্তব্য করেছিলেন, আমাদের নাকি আলাদা বল দেওয়া হচ্ছে। ওয়াসিম (আক্রম) ভাই টিভি শো-এ বুঝিয়েছিলেন, দু’দলের বোলাররা একটি বাক্স থেকে বল বেছে নেয়। তার পরেও সেই ব্যক্তি কটু মন্তব্য করতে ছাড়েননি।’’ বাংলার পেসারের কথায়, ‘‘আমার তো মনে হয় ওরা মানতেই পারে না ওদের চেয়েও কেউ ভাল কিছু করতে পারে। আমাদের সাফল্য সহ্যই হয় না ওদের। মানতাম যদি সে সাধারণ মানুষ হত। কিন্তু সেও তো আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। তার পরেও এ রকম মন্তব্য করলে সকলে তো হাসবেই।’’
Mohammad Shami thrashed Hasan Raza’s theory of different balls provided by ICC to Indians.pic.twitter.com/c6StMTRTCb
— Cricketopia (@CricketopiaCom) November 21, 2023
চলতি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের মালিক শামি। ২৪টি উইকেট তাঁর ঝুলিতে। বিশ্বকাপের প্রথম চারটি ম্যাচে সুযোগ না পেয়েও কোনও আক্ষেপ নেই। টিম ম্যান শামির কথায়, ‘‘সমাজমাধ্যম দেখার পরে বুঝতে পারি যে নজির গড়েছি। না হলে রেকর্ড নিয়ে আমাদের মাথাব্যথা থাকে না। দল যে দায়িত্ব দেয়, সেটা পূরণ করার চেষ্টা করি। দলের কেউই কখনও পরিসংখ্যান দেখে খেলে না। আমরা সবাই দায়িত্ব পালন করার জন্য খেলি। কারণ, ক্রিকেটে ব্যক্তির আগে সব সময় এগিয়ে থাকবে দল।’’ বিশ্বকাপের প্রথম দিকে ম্যাচে সুযোগ না পাওয়া প্রসঙ্গে শামি বলেন, ‘‘শুরুতে বলা হয়েছিল আমি প্রত্যেকটি ম্যাচ খেলব। কিন্তু দু’টো ম্যাচ গেল, তিনটি ম্যাচ গেল, চারটি ম্যাচের পরেও সুযোগ পাচ্ছিলাম না। চার ম্যাচ দলের বাইরে যে কেউ থাকতে পারে। কিন্তু হতাশ হয়ে গেলে তো ফিরে আসার শক্তিটা থাকবে না। মানসিক ভাবে শক্তিশালী হতে হবে। আমি তাই চেষ্টা করেছি। দল যখন ভাল খেলছিল, আমার মধ্যেও ভাল কিছু করার তাগিদ বেড়েছিল। অদ্ভুত তৃপ্তি হত সকলকে ভাল খেলতে দেখে।’’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।