এশিয়ান গেমসের ফাইনালে ভারতের মহিলা ক্রিকেট দল
ভারতের মহিলা ক্রিকেট দল (সংগৃহীত ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে (Asian Games 2023) মহিলাদের ক্রিকেট সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠল ভারত। এদিন ভারতের প্রমীলা বাহিনী ৮ উইকেটে সহজ জয় পেল বাংলাদেশের বিরুদ্ধে। এখন ফাইনালে ভারতের প্রতিপক্ষ হয় পাকিস্তান হবে নয়তো শ্রীলঙ্কা, যা দ্বিতীয় সেমিফাইনালের পরই জানা যাবে। এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে ভারতের মহিলা দলের ম্যাচ ছিল মালয়েশিয়ার বিরুদ্ধে। কিন্তু সেই ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। এরপরেই সরাসরি ফাইনালে প্রবেশ করে ভারত। অন্যদিকে হংকং-এর বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।
টসে জিতে এদিন ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা দিতে তারা ব্যর্থ হয়। উপরন্তু মাত্র ১৭.৫ ওভারেই মাত্র ৫১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১২ রান করেন নিগার সুলতানা। এছাড়া বাংলাদেশের কোনও মহিলা খেলোয়াড়ই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেন নি। এর মধ্যে পাঁচজন খেলোয়াড় আবার শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ভারতীয় মহিলা দলের পূজা বস্ত্রকার সংগ্রহ করেন চারটি উইকেট।
আরও পড়ুন: অর্জুন পুত্র বিধায়ক পবন সিংয়ের ফেসবুক অ্যাকাউন্ট জালিয়াতি করে প্রতারণা, চাঞ্চল্য
অন্যদিকে, সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বেগ পেতে হয়নি ভারতীয় মহিলা ক্রিকেটারদের (Asian Games 2023)। তবে ওপেনার স্মৃতি মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অন্যদিকে, শেফালী বর্মা করেন ১৭ রান। বাকি সময়ে ক্রিজে থেকে ম্যাচ শেষ করেন কণিকা আহুজা ও জেমাইমা রডরিগেজ। আপাতত তৃতীয় স্থান অধিকারের জন্য বাংলাদেশ এবার লড়াই চালাবে ২৫ সেপ্টেম্বর। সেদিন বাংলাদেশের (Asian Games 2023) সামনে প্রতিপক্ষ কে হবে সেটা জানা যাবে দ্বিতীয় সেমিফাইনাল এর পরেই।
আরও পড়ুন: পাকিস্তানে গিয়ে অস্ত্র প্রশিক্ষণ নেয় নিজ্জর, ছক ভারতে হামলারও, চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।