img

Follow us on

Saturday, Jan 18, 2025

IPL 2023: একা হাতেই গুঁড়িয়ে দিলেন লখনউকে! কে এই আকাশ মাধওয়াল?

LSG v MI Eliminator: ‘আকাশ-গর্জনে’ ছারখার লখনউ! এলিমিনেটরে জিতে এবার হার্দিকদের সামনে রোহিতরা

img

আকাশ মাধওয়াল (ছবি-ফাইল)

  2023-05-25 12:09:08

মাধ্যম নিউজ ডেস্ক: ২০২২ সালের পুনরাবৃত্তি ২০২৩-এও (IPL 2023)। এলিমেনটর পর্যায় থেকে বিদায় নিল লখনউ সুপার জায়ান্টস। গতবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল সঞ্জীব গোয়েঙ্কার দলকে। এবার, মুম্বই ইন্ডিয়ান্সের হাতে পর্যুদস্ত হয়ে প্রতিযোগিতা শেষ হল নবাবের শহরের দলটির। বলা যেতে পারে, একা হাতে লখনউকে ধ্বংস করলেন মুম্বইয়ের তরুণ তুর্কি আকাশ মাধওয়াল। এবার দ্বিতীয় কোয়ালিফায়ারে হার্দিক পাণ্ডিয়াদের মুখোমুখি হচ্ছেন রোহিত শর্মারা। 

ক্রুনালকে হারিয়ে হার্দিকদের মুখোমুখি রোহিতরা

বুধবার আইপিএল (IPL 2023) এলিমিনেটরের খেলায় চিপকে টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট খুইয়ে মুম্বই তোলে ১৮২। জবাবে ১০১ রানেই শেষ হয়ে যায় লখনউয়ের ইনিংস। ৮১ রানের ব্যবধানে ম্যাচ জিতে যায় মুম্বই। রোহিতদের জয়ে বড় অবদান রাখেন অখ্যাত পেসার আকাশ মাধওয়াল। মাত্র সাড়ে তিন ওভার হাত ঘুরিয়ে মাত্র পাঁচ রান খরচ করে তিনি তুলে নেন বিপক্ষের পাঁচ উইকেট। বলা ভালো, একা হাতেই আকাশ গুঁড়িয়ে দেন লখনউয়ের ব্যাটিং লাইন-আপ। ক্রুনাল পাণ্ডিয়ার দল জিতলে ফাইনালে ওঠার লড়াইয়ে দেখা হতো ভাই হার্দিকদের সঙ্গে। কিন্তু, আকাশ-গর্জনে তা অধরাই থেকে গেল লখনউয়ের। শুক্রবার দ্বিতীয় এলিমিনেটরে গুজরাত টাইটান্সের সামনে মুম্বই। সেই ম্যাচে জয়ী দল আগামী রবিবার মোতেরায় ফাইনালে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের।

কে এই আকাশ মাধওয়াল?

উত্তরাখণ্ডের রুরকির বাসিন্দা আকাশ মাধওয়ালকে গত বছর কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেবার সূর্যকুমার যাদব চোটের কারণে ছিটকে যাওয়ার পর তাঁকে দলে নেওয়া হয়েছিল। তবে, মুম্বইয়ের জার্সিতে (IPL 2023) অভিষেক হয় এবছর। চার বছর আগে উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলের এলাকাগুলিতে টেনিস বলে দাপিয়ে খেপ খেলতেন আকাশ। ২০১৯ সালে ওয়াসিম জাফরের নজরে পড়ে যান। সেখানেই জীবন বদলে যায়। রঞ্জি দলে সুযোগ পান পেশায় ইঞ্জিনিয়ার আকাশ। তার পর বাকিটা ইতিহাস। আকাশের এই বোলিং পরিসংখ্যান ভারতীয় বোলারদের মধ্যে যুগ্মভাবে সেরা। ২০০৯ সালের আইপিএলে ভারতের কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলে ৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

 

Tags:

mumbai Indians

Madhyom

bangla news

Bengali news

Rohit Sharma

ipl 2023

Lucknow Super Giants

lsg vs mi

mi vs lsg

ipl eliminator

akash madhwal


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর