img

Follow us on

Friday, Nov 22, 2024

IPL 2024: স্টার্ককে নিয়ে জল্পনা, কেকেআর-এর চিন্তা বোলিং! বীর-জারার সাক্ষাতের অপেক্ষায় ইডেন

KKR vs PBKS: পাঞ্জাবের বিপক্ষে এগিয়ে থেকেই ইডেনে নামবে কেকেআর, গরম উপেক্ষা করে কি মাঠে আসবেন ক্রিকেট-পাগল বাঙালি?

img

অনুশীলনে রাসেল, রমনদীপ সিংরা।

  2024-04-26 07:32:36

মাধ্যম নিউজ ডেস্ক: তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে। সন্ধ্যা ৭টার পরেও বইছে গরম হাওয়া। এরই মধ্যে আইপিএলে শুক্রবার মুখোমুখি শাহরুখ খানের কেকেআর ও প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস। ম্যাচ নিয়ে এখনও পর্যন্ত উন্মাদনা নেই ক্রিকেট পাগল কলকাতার। গরমে নাজেহাল শহরবাসী। তবে তারই মধ্যে ইডেন চত্বরে ইতিউতি কান পাতলে শোনা যাবে শুক্রবার শহরে আসবেন তো কিং খান? প্রীতি পাঞ্জাবের প্রায় সব ম্যাচেই মাঠে থাকেন। ইডেনে ম্যাচ হলে শাহরুখও আসেন কিন্তু গত রবিবার বেঙ্গালুরুর ম্যাচে এই দাবদাহে মাঠমুখো হননি বাদশা। শুক্রবার আসবেন তো? আসলে কেকেআর পাঞ্জাব ম্যাচের থেকেও ইডেনের অপেক্ষা বীর-জারাকে দেখার।

ভাল জায়গায় নাইটরা

ইডেনে পাঞ্জাবের বিপক্ষে খেলতে নামার আগে  ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কেকেআর। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে কালকের ম্যাচ জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঞ্জাবের কাছে। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্স বা রেকর্ড কোনওটাই প্রীতির অনুকূলে নয়। বীর-ই সেখানে বাজিগর। 

পারস্পরিক দ্বৈরথ

আইপিএলে পারস্পরিক দ্বৈরথে শাহরুখ খানের কেকেআর প্রীতি জিন্টার পাঞ্জাব কিংসের চেয়ে এগিয়ে রয়েছে। ৩২টির মধ্যে কেকেআরের জয় ২১টিতে, পাঞ্জাব জিতেছে ১১টিতে। শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখে কেকেআর এগিয়ে ৩-২ ব্যবধানে। ইডেনে দুই দলের শেষ ৮টি দ্বৈরথের সাতটিতেই শেষ হাসি হেসেছে কেকেআর।

বোলিং চিন্তা

পাঞ্জাব ম্যাচের আগে গৌতম গম্ভীরের একটাই চিন্তা নাইটদের বোলিং পারফরম্যান্স। এই প্রসঙ্গে ম্যাচের আগের দিন রমনদীপ সিং বলেন, ‘আমাদের প্রত্যেকের কাজ কী এবং ভূমিকা ঠিক কী, তা বুঝিয়ে দেওয়া হয়েছে। দল আমাকে যেভাবেই ব্যবহার করুক, নিজের সেরাটা সবসময় দিতে চাই। গৌতম গম্ভীর এবং অভিষেক নায়ার মূলত ঠিক করেন স্ট্র্যাটেজি কী হতে পারে। গৌতম গম্ভীর দলের সকলকে একসূত্রে বেঁধে রেখেছেন। তাঁর জন্যই টিম আজ এই জায়গায়। আমাদের সবাইকে মানসিক ভাবে উজ্জীবিত করেন তিনি। তবে বোলিং নিয়ে একটু ভাবছি আমরা।’

স্টার্ক-কে নিয়ে জল্পনা

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে মিচেল স্টার্ককে নিয়ে বাড়ছে জল্পনা। আরসিবি ম্যাচের শেষ ওভারে দলকে প্রায় ডুবিয়ে দিচ্ছিলেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। প্রতি ম্যাচেই একাধিক রান দিচ্ছেন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩ উইকেট ছাড়া তেমন সাফল্য নেই। অন্য একটি ম্যাচে দু"উইকেট নিলেও প্রচুর রান দেন। ফর্মের পাশাপাশি স্টার্কের চোট নিয়েও। বেঙ্গালুরুর বিরুদ্ধে জেতার পরের দিন বিশ্রাম দেওয়া হয়েছিল ক্রিকেটারদের। বুধবার থেকে পাঞ্জাব ম্যাচের প্রস্তুতি শুরু হয়ে যায়। কিন্তু অনুশীলনে বল করতে দেখা যায়নি স্টার্ককে। বাঁ হাতের আঙুলে চোট আছে অজি পেসারের। তাই ম্যাচের আগে কোনও ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় স্টার্ককে। তাঁর বিকল্প তৈরি রাখতে চাইছে নাইট ম্যানেজমেন্ট। পাঞ্জাবের বিরুদ্ধে দুষ্মন্ত চামিরাকে প্রথম একাদশে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। নেটে দীর্ঘক্ষণ বল করেছেন চামিরা।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

 

Tags:

KKR

Madhyom

bangla news

IPL 2024

Mitchell Starc

Practice session

KKR vs PBKS


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর