img

Follow us on

Friday, Nov 22, 2024

IPL 2024: প্রথম পর্বে মাত্র ৩টি খেলা, এপ্রিল-মে গরমে পরপর ম্যাচ! আইপিএল সূচি দেখে চিন্তায় নাইটরা

KKR: অত্যধিক গরমে গ্রুপ লিগের ১১টি ম্যাচ, আইপিএল-এর সূচি প্রকাশের পর কী ভাবছে কেকেআর?

img

আইপিএল ২০২৪ যাত্রা শুরুর অপেক্ষায় কেকেআর।

  2024-02-23 09:53:56

মাধ্যম নিউজ ডেস্ক: বেজে গিয়েছে আইপিএল-এর দামামা। দেশে লোকসভা নির্বাচনের পাশাপাশি চলবে টি-২০ ক্রিকেটের মহাযজ্ঞ। লোকসভা নির্বাচনের জন্য ১৫ দিনের সূচি ঘোষণা করা হয়েছে। এরপর রয়েছে দ্বিতীয় পর্বের সূচি। প্রথম পর্বে হবে ২১টি ম্যাচ। তাতে মাত্র তিনটি খেলা রয়েছে কলকাতার। দ্বিতীয় পর্বে গ্রুপ লিগের মোট ১১টি ম্যাচ পরপর খেলতে হবে নাইটদের। অত্যধিক গরমে চোট-আঘাত-ক্লান্তি আসতে পারে ক্রিকেটারদের। তাই সূচি প্রকাশের পর খানিকটা চিন্তায় নাইট শিবির।

গরমে ঘনঘন ম্যাচ

দশ বছর ট্রফি হীন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ২০১৪ সালের পর থেকে একবারই মাত্র ফাইনালে খেলেছে শাহরুখ খান-জুহি চাওলার দল। ২০২১ সালে ফাইনালে উঠেও মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংসের (CSK) কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল নাইটদের। গতবার প্লে অফের যোগ্যতাও অর্জন করতে পারেনি। পয়েন্ট টেবিলের সাত নম্বরে শেষ করেছিল কেকেআর। এবার ট্রফি খরা কাটাতে মরিয়া নাইট শিবির। তবে এবার আইপিএল হচ্ছে দুটি ভাগে। দ্বিতীয় পর্ব হবে এপ্রিল-মে মাসে। তখন দেশে অত্যধিক গরম। এই গরমে কেকেআরকে ১১টা ম্য়াচ খেলতে হবে। যেহেতু পরের পর্বেও ১৫ দিনের কাছাকাছি সময় থাকবে তাই প্রতিটা ম্য়াচের মাঝে কম সময় পাবে নাইটরা। একে গরম, তারউপর ঘনঘন ম্য়াচ খেলতে হবে তাদের। এটাই ভাবাচ্ছে গৌতম গম্ভীরদের। প্লে-অফে উঠলে বাড়বে ম্যাচের সংখ্যা। এই দিক থেকে ভাল জায়গায় রয়েছে চেন্নাই, গুজরাট, বেঙ্গালুরু, দিল্লি। এই দলগুলো প্রথম পর্বে সবথেকে বেশি ম্য়াচ খেলবে। ফলে দ্বিতীয় পর্বে তাদের কম ম্যাচ খেলতে হবে।

কলকাতা নাইট রাইডার্সের প্রথম পর্বের ম্যাচ

২৩ মার্চ: কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ। স্থান- ইডেন গার্ডেন, কলকাতা। সময়- সন্ধে ৭টা ৩০।
২৯ মার্চ: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স। স্থান- এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু। সময়- সন্ধে ৭টা ৩০।
৩ এপ্রিল: দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স। স্থান- ড. ওয়াইএস রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়াম, বিশাখাপত্তনম। সময়- সন্ধে ৭টা.৩০।

কেকেআর স্কোয়াড: নীতীশ রানা, রিংকু সিং, রহমানুল্লাহ গুরবাজ, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), জেসন রায়, সুনীল নারিন, সুয়শ শর্মা, অনুকুল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, কেএস ভরত, চেতন সাকারিয়া, মিচেল স্টার্ক, আংক্রিশ রঘুবংশী, রমনদীপ সিং, শেরফেন রাদারফোর্ড, মনীশ পাণ্ডে, মুজিবুর রহমান, দুষ্মন্ত চামেরা, সাকিব হুসেন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

KKR

Madhyom

bangla news

Eden Gardens

CSK

IPL 2024


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর