img

Follow us on

Sunday, Jan 19, 2025

Mohammed Shami: ‘নিয়ম ভেঙে ছিনতাইয়ের’ অভিযোগ গুজরাট কর্তার! আইপিএলে কোন দলে শামি?

IPL 2024: হার্দিকের পর এবার শামিকে নিয়ে আশঙ্কায় গুজরাট! অন্য ফ্রাঞ্চাইজির নজরে তারকা পেসার

img

মহম্মদ শামিকে নিয়ে টানাটানি।

  2023-12-08 11:57:46

মাধ্যম নিউজ ডেস্ক: সদ্য সমাপ্ত একদিনের বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী মহম্মদ শামি। আগামী বছর, আইপিএলে তাঁকে নিয়ে চলছে দড়ি টানাটানি। অনৈতিকভাবে মহম্মদ শামিকে দলে টানার চেষ্টা হচ্ছে, অভিযোগ গুজরাট টাইটান্সের কর্তা অরবিন্দর সিং-এর।  কার্যত পিছনের দরজা দিয়ে মহম্মদ শামিকে ট্রেডিং করার চেষ্টা করেছে একটি ফ্রাঞ্চাইজি, অভিযোগ অরবিন্দরের। সূত্রের খবর, আগ্রহী ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষ সরাসরি যোগাযোগ করেছে শামির সঙ্গে। তাদের বিরুদ্ধে ‘নিয়ম ভেঙে ছিনতাইয়ের’ অভিযোগ করেছেন গুজরাট টাইটান্সের কর্তা।

অরবিন্দরের অভিযোগ

অরবিন্দরের অভিযোগ, ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম না মেনে শামির দিকে হাত বাড়ানো হচ্ছে। বিষয়টি তাঁরা বোর্ড কর্তাদের জানিয়েছেন। তিনি বলেছেন, ‘‘সব দলেরই অধিকার রয়েছে ভাল ক্রিকেটার নেওয়ার। দল শক্তিশালী করতে ভাল ক্রিকেটারদের নিতে পারে যে কোনও দল। শামি আমাদের হয়ে বেশ ভাল খেলেছে গত দু’বছর। গত বার আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিল। এ বারের বিশ্বকাপেও দুর্দান্ত পারফর্ম করেছে। শামি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। আমরা ওকে ধরে রাখার যথাসাধ্য চেষ্টা করব।’’

আরও পড়ুন: জাতীয় দলে বাংলার আরেক মেয়ে! ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক পার্ক সার্কাসের সাইকার

কোন ফ্রাঞ্চাইজির নজরে শামি

শামির ট্রেডিংয়ের বিষয় নিয়ে অভিযোগ জানালেও কোন ফ্রাঞ্চাইজি শামিকে কিনতে চাইছি, তা অবশ্য স্পষ্ট করে বলেননি গুজরাট কর্তা। তিনি বলেন, ‘‘একটি দল সরাসরি শামির সঙ্গে যোগাযোগ করেছে। এটা মেনে নেওয়া যায় না। খেলোয়াড় কেনা বা বিক্রি করা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেটা সবার মেনে চলা উচিত। এই ধরনের ঘটনায় বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছি। বোর্ড কর্তারা সংশ্লিষ্ট ফ্রাঞ্চাইজির সঙ্গে কথা বলুন। তাঁরা ঠিক করে দিন, নিয়মের বাইরে গিয়ে এ ভাবে কোনও ক্রিকেটারকে কেনা যাবে কিনা।’’ দুই মরসুমে গুজরাটের হয়ে আইপিএলে ৪৮টি উইকেট নিয়েছেন শামি। গত বছর ২৮টি উইকেট নিয়ে প্রতিযোগিতায় বেগুনি টুপি (সর্বোচ্চ উইকেট শিকারীর পুরস্কার) জিতেছিলেন তিনি। 

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Gujarat titans

Mohammed Shami

Madhyom

bangla news

IPL 2024


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর