img

Follow us on

Tuesday, Jan 14, 2025

IPL 2025: শীতের শেষে কলকাতা কাঁপবে ক্রিকেট জ্বরে! ইডেনে আইপিএলের উদ্বোধনী ও ফাইনাল-সহ ৯টি ম্যাচ 

Eden Gardens: ইডেনে কেকেআরের ম্যাচ দিয়ে শুরু আইপিএল, উচ্ছ্বসিত বাংলার ক্রিকেটপ্রেমীরা

img

আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ফাইল চিত্র

  2025-01-13 11:10:09

মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র দুই মাস, শুরু হতে চলেছে আইপিএল ২০২৫ (IPL 2025)। রবিবারই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী সংস্করণ শুরুর দিন জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বাংলার আইপিএল প্রেমীদের জন্য এবার সুখবর। কলকাতা নাইট রাইডার্সের সাতটি হোম ম্যাচ তো বটেই, দুটি বাড়তি ম্যাচ পাচ্ছে ক্রিকেটের নন্দনকানন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ২০২৫ সংস্করণের উদ্বোধনী ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। আইপিএল ফাইনালও হবে ইডেনেই (Eden Gardens)। আইপিএল শুরু ২১ মার্চ। ফাইনাল হতে চলেছে ২৫ মে। 

বিসিসিআই-এর নয়া সচিব দেবজিৎ

রবিবার, ১২ জানুয়ারি মুম্বইয়ে ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষ সাধারণ সভা (BCCI SGM)। সেখানে নির্বাচিত হলেন বোর্ডের নতুন সচিব ও কোষাধ্যক্ষ। বোর্ড সচিব হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দায়িত্ব নিলেন অসম ক্রিকেট সংস্থার দেবজিৎ সাইকিয়া। যিনি বোর্ডের যুগ্মসচিব ছিলেন। জয় শাহর স্থলাভিষিক্ত হলেন তিনি। পাশাপাশি কোষাধ্যক্ষ হিসাবে বিনা লড়াইয়ে নির্বাচিত হলেন ছত্তিশগড় ক্রিকেট সংস্থার প্রভতেজ সিং ভাটিয়া। পাশাপাশি রবিবারের বৈঠকে আলোচনা হয় আইপিএল নিয়েও। বৈঠকে হাজির ছিলেন অভিষেক ডালমিয়া সহ আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্যরাও।

আইপিএল-এর সম্ভাব্য সূচি

বোর্ডের বৈঠকে আইপিএলের (IPL 2025) সূচি প্রাথমিকভাবে ঠিক হয়েছে। জানা গিয়েছে, পরের আইপিএল শুরু হচ্ছে ২১ মার্চ, শুক্রবার। উদ্বোধনী ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। বাড়তি ম্যাচ বলতে, প্লে অফ পর্বে ২৩ মে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি হবে ইডেনে (Eden Gardens)। সেই সঙ্গে প্রথা মেনে ফাইনালও হবে ইডেনেই। কেকেআর গতবার ট্রফি জিতেছিল বলেই উদ্বোধন ও ফাইনাল হবে নাইটদের ডেরায়। এদিন উইমেন্স প্রিমিয়ার লিগেরও দিন ঘোষণা করে বোর্ড। ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে যাচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগের পরবর্তী সংস্করণ। ফাইনাল ২ মার্চ। চলতি মাসের শেষেই আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশের সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত সূচি ঘোষিত হলেই শীতের শেষে কলকাতা কাঁপবে ক্রিকেট জ্বরে। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

KKR

Madhyom

BCCI

Indian Premier League

bangla news

Eden Garden

IPL 2025

BCCI Annual Meeting

IPL Final 2025


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর