IPL Schedule2025: বড় নামের দলবদল হবে এবারের আইপিএলে
রোহিত শর্মা, কে এল রাহুল ও সূর্যকুমার যাদব (সংগৃহীত চিত্র)
মাধ্যম নিউজ ডেস্ক: এবারের আইপিএলে বড় রদবদল হবে বিভিন্ন দলে। রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দিতে পারেন। আসন্ন ২০২৫-এর আইপিএলে (IPL 2025) কেকেআর, দিল্লী ক্যাপিটলস ও গুজরাত টাইটান্স এই দুই ব্যাটসম্যানের উপর ঝাঁপাতে পারে। অন্যদিকে মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকায় কে এল রাহুল দল ছেড়ে দিতে পারেন। ২০১৩ সালে রাহুলের আইপিএল সফর শুরু হয়েছিল আরসিবি থেকে। পরবর্তীতে তিনি সানরাইজার্স হায়দরাবাদে খেলেছেন ২০১৪-২০১৫ দুটো মরসুম। তারপর আবার তিনি ফেরেন আরসিবিতে। এরপর ২০১৮-২১ অবধি কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে আইপিএলে খেলেন তিনি। তারপর ২০২২ থেকে তিনটে মরসুম লখনউয়ের জার্সিতে তাঁকে দেখা গিয়েছে।
🚨 Rohit Sharma and Suryakumar Yadav on Their Way Out of Mumbai Indians Before IPL 2025! (Dainik Jagran) pic.twitter.com/ADIJtBqfWN
— CricketGully (@thecricketgully) July 22, 2024
২০২৫-এর আইপিএলের (IPL 2025) আগে মেগা নিলাম অনুষ্ঠান আয়োজিত হবে। তাঁর আগে নানান দলে বদল হবে। প্রথম নামটাই কে এল রাহুলের। সঞ্জীব গোয়েঙ্কা প্রকাশ্যে তাঁর উপর চিৎকার করায় বিষয়টা ভালোভাবে নেননি কে এল রাহুল। চলতি বছরই দল বদল হওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে তাঁর। অন্যদিকে রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দিতে পারেন। গত বছরই রোহিত শর্মার বদলে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হয়েছিলেন। টিমের মধ্যেও এ নিয়ে অসন্তোষ ছিল।
আরও পড়ুন: আগামী বিশ্বকাপেও দলে রোহিত-কোহলি! বিরাটের সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট গম্ভীর
শোনা যাচ্ছে রোহিত শর্মা গুজরাট টাইটান্স বা দিল্লী ক্যাপিটালসে (IPL Schedule 2025) যোগ দিতে পারেন। তবে তাঁর জন্য কলকাতা নাইট রাইডার্স ঝাঁপাতে পারে।
অন্যদিকে ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালস ছেড়ে চেন্নাই সুপার কিংস দলে যোগ দিতে পারেন। কারণ গত মরশুমে তাঁর পারফরম্যান্সে খুশী ছিল না দিল্লীর দল। এবছরই (IPL 2025) চেন্নাই সুপার কিংস থেকে পাকাপাকি ভাবে (IPL Schedule 2025) রিটায়ার হয়ে যেতে পারেন মহেন্দ্র সিং ধোনি। ফলে একজন উইকেট কিপার ব্যাটসম্যান দরকার। ঋষভ পন্থ মহেন্দ্র সিং ধোনির সেই জায়গাটা পূরণ করতে পারেন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
Tags:
Madhyom
bangla news
Bengali news
news in Bengali
Latest bangla News
IPL 2025
Indian Premier League 2025
IPL Schedule 2025
IPL Fixtures 2025
IPL Teams 2025
IPL Players 2025
IPL Auction 2025
IPL News 2025
IPL Updates 2025
IPL Score 2025
IPL Highlights 2025
IPL Cricket 2025
T20 League 2025
Cricket IPL 2025