img

Follow us on

Sunday, Nov 24, 2024

IPL Auction 2023: সাকিবকে দেড় কোটিতে নিয়ে কি ভুল করল কেকেআর?

শাকিব একা নন, বাংলাদেশের আরেক তারকা ব্যাটার লিটন দাসকেও দলে নিয়েছে কেকেআর

img

শাকিব আল হাসান ও লিটন দাস।

  2022-12-24 16:40:17

মাধ্যম নিউজ ডেস্ক: মাঠের লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্স বাকি দলগুলিকে কতটা টক্কর দেবে সেটা সময় বলবে। তবে ১৬তম আইপিএলের নিলামে (IPL Auction 2023) শাহরুখ খানের দল খুব একটা পাত্তা পেল না। নামী ক্রিকেটার বলতে একমাত্র শাকিব-আল-হাসানকেই শেষ বেলায় দেড় কোটি টাকা দিয়ে নিয়েছে কেকেআর। আর তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমীরা। কারণ, ২০২১ সালেও তো বাংলাদেশের অলরাউন্ডারটি কলকাতা নাইট রাইডার্সের জার্সি পরেছিলেন। কিন্তু আহামরি পারফরম্যান্স মেলে ধরতে না পারায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। গত বছর কোনও দল পাননি শাকিব। হঠাৎ করে এবার কেন তাঁর পিছনে দেড় কোটি টাকা ঢালতে গেল নাইট রাইডার্স, তা দেখে অনেকেই বিস্মিত।

শাকিব কি পারবে?

শাকিবের এখন নতুন করে কিছু দেওয়ার নেই। ২০১৪ সালে কেকেআরের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন ঠিকই, কিন্তু আট বছর সময় পেরিয়ে গিয়েছে। এই শাকিব এখন ধারে নয়, নামের ভারে কাটে। ২০২২ সালে দেশের হয়ে ১৫টি টি-২০ খেলে ৩৪৯ রান করেছে। তার মধ্যে অর্ধশতরান তিনটি। উইকেটও তিনটি। পরিসংখ্যান মোটেও আকর্ষণীয় নয়। সেই কারণেই নিলামের শুরুতে তাঁর নাম ওঠার পর কোনও সাড়া মেলেনি। বাংলাদেশের অলরাউন্ডারটি অবিক্রিত থেকে গিয়েছিলেন। শেষ বেলায় কলকাতা নাইট রাইডার্স দেড় কোটি টাকা দিয়ে কিনে নেয় শাকিবকে।

আরও পড়ুন: স্বল্প পুঁজিতেই ঘর গোছানোর চেষ্টা কলকাতা নাইট রাইডার্সের

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ইডেনের পিচে গ্রীষ্মকালীন আইপিএলে স্পিনাররা সুবিধা পায়। সেক্ষেত্রে শাকিবের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। তাছাড়া তিনি ব্যাটও করতে পারেন। তাতে মিডল ও লোয়ার মিডল অর্ডার মজবুত হবে। আর আন্দ্রে রাসেলের নির্ভরতা কমানোর যে পরিকল্পনা কেকেআর টিম ম্যানেজমেন্ট নিয়েছে, তারই অঙ্গ হিসেবেই শাকিবকে রিক্রুট করা হল বলে ধারণা। তাছাড়া বিভিন্ন দেশের টি-২০ লিগে নিয়মিত খেলেন শাকিব। সেই অভিজ্ঞতাও কাজে লাগাতে চায় কলকাতা নাইট রাইডার্স। শাকিব একা নন, বাংলাদেশের আরেক তারকা ব্যাটার লিটন দাসকেও দলে নিয়েছে কেকেআর। লিটনকে তাঁর ন্যূনতম দর ৫০ লক্ষ টাকাতেই কেনে এপার বাংলার ফ্রাঞ্চাইজি। উল্লেখ্য সম্প্রতি এই লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল দেশের মাটিতে ভারতকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতেছে।

Tags:

Shakib Al Hasan

ipl auction 2023

2 players from bangladesh got opportunity in kkr

liton das


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর