img

Follow us on

Saturday, Jan 18, 2025

IPL Final 2024: কে করবে বাজিমাত? সানরাইজার্স-এর বিরুদ্ধে নাইট রাইডার্স-এর পাল্লা বরাবরই ভারী

ফাইনালে কার পাল্লা ভারী?  

img

প্রতীকী চিত্র

  2024-05-26 16:32:34

মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলের মহারণে (IPL final 2024) চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (KKR) একদিকে ফিরে আইয়ারের নেতৃত্বে নাইট রাইডার্স বাহিনী অন্যদিকে ব্যাড কমেন্টসের নেতৃত্বে সানরাইজার্স হায়দরাবাদ। কার পাল্লা ভারী কি বলছে পরিসংখ্যান আসুন কেকেআর বনাম হায়দ্রাবাদের রেকর্ড এক নজরে দেখে নেওয়া যাক এই পরিসংখ্যান আপনাকে বিস্মিত করতে পারে।

হায়দ্রাবাদ নাকি কলকাতা, কার পাল্লা ভারী?

আইপিএলের পরিসংখ্যান বলছে সানরাইজার্স-এর (Sunrisers Hyderabad) বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স এর পাল্লা বরাবর ভারী। চলতি মরশুমে দুটি দলই দুবার একে অপরের মুখোমুখি হয়েছে দুবারই জিতেছে কেকেআর। এছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএলে দুই দলের মধ্যে ২৭ বার খেলা হয়েছে। এর মধ্যে নাইট রাইডার্স জিতেছে ১৮ বার। সানরাইজার্স জিতেছে ৯ বার। শেষ ৯ বারের মধ্যে ৬ বার জিতেছে কেকেআর। প্রথম কোয়ালিফায়ার ম্যাচেও এই সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েই ফাইনালে (IPL Final 2024) উঠেছিল কলকাতা। ফলে ফাইনালে বাড়তি মনবল নিয়ে মাঠে নামবে শ্রেয়াস বাহিনী।

ফাইনালের হিসাব-কিতাব (IPL Final 2024)

কলকাতা নাইট রাইডার্স চতুর্থবার আইপিএল ফাইনাল (IPL Final 2024) খেলতে নামলে নামবে রবিবার। দুবারের ট্রফি জয়ী টিম কেকেআর। ২০২১ সালে কলকাতাঁর শেষবারের মতন আইপিএল ফাইনাল খেলেছিল। সেই ম্যাচে চেন্নাই সুপার কিংস-এর কাছে তাঁরা ২৭ রানে হেরে যায়। গৌতম গম্ভীরের নেতৃত্বে ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল ট্রফি ঘরে তুলেছিল কেকেআর। বর্তমানে সেই গৌতম গম্ভীর কেকেআরের মেন্টর। এক দশক হয়ে গেল আইপিএল ট্রফি ঘরে তুলিনি নাইট রাইডার্স। ফলে তাঁদের খেতাব জয়ের খিদে প্রবল। তাঁর উপর চলতি মরশুমে দারুন ফর্মে রয়েছে শ্রেয়াস বাহিনী। কেকেআর সমর্থকরা মনে করছেন এবার কেকেআরের ট্রফির খরা কেটে যাবে। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ তৃতীয়বার আইপিএল ফাইনালে (IPL Final 2024) ভাগ্য পরীক্ষা করতে নামবে। ২০১৬ সালে প্রথমবার ট্রফি ঘরে তুলেছিল সানরাইজার্স। সেই প্রথম সেই শেষ। ফলে সহজে হায়দ্রাবাদ ম্যাচ ছেড়ে দেবে যে না এটা বলাই যায়।  

সুনীল নারিনের রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী অলরাউন্ডার সুনীল নারিন বল এবং ব্যাট হাতে কামাল দেখাচ্ছেন কেকেআরের জন্য। তিনিই একমাত্র ক্রিকেটার যিনি গত তিনটে আইপিএল ফাইনালে কেকেআরের হয়ে খেলেছেন। চলতি মৌসুমে সুনীল দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন।

আরও পড়ুন: আত্মতুষ্টিতে ভুগতে নারাজ নাইটরা, একটাই লক্ষ্য, আইপিএল খেতাব জানালেন গম্ভীর

কেকেআরের হয়ে তিনি সর্বাধিক রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৮০-র কাছাকাছি। মোট রান ৪৮২। কেকেআর-এর ওপেনার হিসেবে ইতিমধ্যেই তিনি নিজের যোগ্যতা প্রমাণ করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৩ টি উইকেট। আইপিএলের ফাইনালে আরেকটি রেকর্ড আছে কেকেআরের দখলে। কেকেআর প্রথম দল হিসেবে আইপিএল ফাইনালে ২০০ রানের টার্গেট তাড়া করে জয়ী হয়েছিল। আজও সেই রেকর্ড কেউ ভাঙতে পারেনি। ফাইনালে (IPL Final 2024) সুনীল আগুন ঝরাবেন তেমনটাই আশা দর্শকদের।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Sunrisers Hyderabad

Madhyom

IPL Final

bangla news

Bengali news

Kolkata Knight Riders

KKR vs SRH

IPL Final 2024

IPL Final match Live


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর