img

Follow us on

Saturday, Jan 18, 2025

ISL 2023-24: আইএসএলে এগোচ্ছে সবুজ-মেরুন, পিছিয়ে পড়েও দুরন্ত জয় মোহনবাগানের

Mohun Bagan: সামনে শুধুই ওড়িশা এফসি, নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে পয়েন্টে টেবিলে দ্বিতীয় স্থানে মোহনবাগান

img

জয়ের উচ্ছ্বাস।

  2024-02-17 20:02:16

মাধ্যম নিউজ ডেস্ক: আন্তোনিও লোপেজ হাবাস দায়িত্ব নিতেই মেজাজে সবুজ-মেরুন। আইএসএল-এ (ISL 2023-24) জয়ের ধারাও বজায় রাখল মোহনবাগান (Mohun Bagan Super Giant)। শনিবার যুবভারতীতে পিছিয়ে পড়েও নর্থ ইস্ট ইউনাইটেডকে ৪-২ ব্যবধানে হারাল মোহনবাগান।  দলের জার্সিতে গোল পেলেন যথাক্রমে লিস্টন কোলাসো, জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোস, ও সাহাল আব্দুল সামাদ। অন্যদিকে, নর্থইস্ট ইউনাইটেডের হয়ে দুটি গোল করেন টম জুরিক। আজকের এই জয়ের দরুন এবারের আইএসএলের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল হাবাসের ছেলেরা। 

ম্যাচে শুধুই মোহনবাগান

এদিন ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করে নর্থইস্ট ইউনাইটেড এগিয়ে গেলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধেই গোল করে দলকে সমতায় ফেরান তরুণ উইঙ্গার লিস্টন কোলাসো। তারপর প্রথমার্ধের অতিরিক্ত সময় গোল করে দলকে এগিয়ে দেন অজি তারকা জেসন কামিন্স। যারফলে, প্রথমার্ধের শেষে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধে ভাল ফুটবল খেলে মোহনবাগান। নর্থইস্টকে জায়গাই দেয়নি। গোল না করলেও মোহনবাগানের নেপথ্যনায়ক জনি কাউকো। চারটি গোলের মধ্যে তিনটি গোলের ক্ষেত্রেই অবদান রয়েছে তাঁর। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় নর্থইস্ট। জুরিচ দ্বিতীয় গোল করেন। বক্সের মধ্যে জুরিচকে পাস দিয়েছিলেন নেস্তর আলবিয়াখ। জুরিক বল নিজের পায়ে রাখেন। সময় নিয়ে জোরালো শটে গোল করেন। এগিয়ে যেতে সময় নেয়নি মোহনবাগান। কামিংস পাস দেন পেত্রাতোসকে। তাঁর সামনে ছিলেন শুধু বিপক্ষের গোলকিপার মিরশাদ মিচু। ঠান্ডা মাথায় মিরশাদকে পরাস্ত করে গোল করেন পেত্রাতোস। চার মিনিট পরে মোহনবাগানের চতুর্থ গোল সাহাল সামাদের। এই জয়ের ফলে শীর্ষস্থানে থাকার লড়াইয়ে এবার ওড়িশা এফসি-র ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে শুরু করল তারা।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Mohun Bagan

ISL 2023-24

Dimitri Petratos

Joni Kauko

Liston Colaco


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর