img

Follow us on

Friday, Jan 10, 2025

ISL Derby: শনির ডার্বিতে এগিয়ে মোহনবাগান, তবুও সতর্ক মোলিনা! হুংকার ইস্টবেঙ্গল কোচ ব্রুজোর

Mohun Bagan vs East Bengal: জিততেই হবে ইস্টবেঙ্গলকে, তিন পয়েন্টে চোখ মোহনবাগানের...

img

জমজমাট আইএসএল ডার্বি। ফাইল চিত্র

  2025-01-10 16:43:41

মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মরসুমে দ্বিতীয় ডার্বিতে (ISL Derby) নামতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। খাতায় কলমে এটা মোহনবাগান সুপার জায়ান্টের হোম ম্যাচ হলেও দুই দলের কাছেই এটা অ্যাওয়ে, কারণ ম্যাচটা হচ্ছে গুয়াহাটিতে। এই ম্যাচে লাল হলুদ ও সবুজ মেরুন দুই দলেই (Mohun Bagan vs East Bengal) রয়েছে চোটের সমস্যা। একাধিক প্লেয়ারকে পাবে না দুই দল।  

এগিয়ে সবুজ-মেরুন

গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেত্রাতোসকে বাইরে রেখে ডার্বির (ISL Derby) একাদশ সাজাচ্ছেন হোসে মোলিনা। বন্ধ দরজার আড়ালে প্রস্তুতিতে জেমি ম্যাকলারেন, জেসন কামিংস জুটির ওপরই ডার্বির গোলের দায়িত্ব দিতে চলেছেন মোহনবাগান সুপার জায়ান্ট কোচ। খাতায় কলমে এবং পারফরম্যান্স গ্রাফে মোহনবাগান সুপার জায়ান্ট এগিয়ে, তারাই ফেভারিট। আইএসএল ডার্বিতে (Mohun Bagan vs East Bengal) এখনও অপরাজিত সবুজ-মেরুন। তবে ইতিহাস বলছে ডার্বির মেজাজ, চাপ আলাদা। মোলিনার দলে সবচেয়ে বড় শক্তি আক্রমণ-মাঝমাঠ-রক্ষণ, প্রতিটি বিভাগের ফুটবলারই গোলের মধ্যে রয়েছেন। ম্যাকলারেনের সঙ্গে গোল করার প্রতিযোগিতায় পাল্লা দিচ্ছেন আলবার্তো।  রক্ষণে আলবার্তো রড্রিগেজ এবং টম অলড্রেট থাকছেন। দুই সাইডব্যাক শুভাশিস বসু এবং আশিস রাই। মাঝমাঠে আপুইয়ার সঙ্গে সাহাল আবদুল সামাদ। দুই উইং ধরে মনবীর সিং এবং লিস্টন কোলাসো দৌড়বেন। আক্রমণে কামিংস​ এবং জেমি ম্যাকলারেন। চোট সারিয়ে মাঠে ফিরেছেন গ্রেগ স্টুয়ার্ট। অনুশীলনে যথেষ্ট সাবলীল। তবে স্কটিশ মিডফিল্ডারকে আরও একটু দেখে শুনে ব্যবহার করতে চান মোলিনা। 

ব্যাকফুটে ইস্টবেঙ্গল

এই ম্যাচে ইস্টবেঙ্গল ব্যাকফুটে থেকে খেলতে নামবে। এর কারণ হচ্ছে সাম্প্রতিক ফর্ম। গত ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে যেভাবে গোল খেয়েছে তারপর লাল হলুদের রক্ষণ নিয়ে প্রশ্ন থাকছে। যদিও নিজেদের আন্ডারডগ মানতে নারাজ কোচ অস্কার ব্রুজো। পয়েন্ট তালিকায় মোহনবাগান শীর্ষে। এই ম্যাচে হারলে বা ড্র করলে সবুজ মেরুনের খুব একটা বেশি সমস্যা হবে না। অন্যদিকে, ইস্টবেঙ্গল রয়েছে ১১ নম্বর স্থানে। এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে লাল হলুদের শেষ ছয়ে শেষ করাটা। মুম্বই ম্যাচে চোট পেয়ে হুইল চেয়ারে করে মাঠ ছাড়েন আনোয়ার। ব্রুজো জানান, আগামী ৪৮ ঘণ্টা আনোয়ারকে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সল ক্রেস্পোর খেলার কোনও সম্ভাবনা নেই। শুক্রবার সকালে অনুশীলন করে দুপুরে বিমানে গুয়াহাটি পৌছেছে দুই দল। স্নায়ুর লড়াইও শুরু হয়ে গিয়েছে। দু-দলের কাছেই  তিন পয়েন্ট পাখির চোখ।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Kolkata derby

Mohun Bagan Super Giant

Mohun Bagan vs East Bengal

East Bengal FC

Isl Derby


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর