200 Wicket: মেলবোর্নে কপিলের ৩৩ বছরের পুরানো রেকর্ড ভেঙে নজির গড়লেন বুমরা…
ভারতীয় বলার বুমরাহ। সংগৃহীত চিত্র।
মাধ্যম নিউজ ডেস্ক: টেস্টে ২০০ উইকেট মাইলফলক স্পর্শ বুমরার (Jasprit Bumrah)। মেলবোর্নে গড়লেন আরও দুই নজির। সেই সঙ্গে কপিলদেবের ৩৩ বছরের পুরানো রেকর্ড ভেঙেছেন তিনি। একাধিক দৃষ্টান্তে নজির গড়েছেন ভারতীয় এই বোলার। ক্রিকেট প্রেমীদের মধ্যে তীব্র উচ্ছ্বাস। বুমরা তাঁর ৪৪তম টেস্টে ২০০ উইকেট (200 Wicket) পেয়েছেন। রবীন্দ্র জাডেজাও ২০০ উইকেট নিয়েছিলেন তাঁর ৪৪তম টেস্ট ম্যাচে। তবে ভারতীয়দের মধ্যে এগিয়ে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি ৩৮তম টেস্টে ২০০ উইকেট পেয়েছেন।
কেন বুমরাকে (Jasprit Bumrah) বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বলা হয়, তা তিনি আরও একবার বুঝিয়ে দিলেন। বলের ক্রিকেটে এক মাইলফলক স্পর্শ করায় উইকেট পিছু রান দিয়েছেন ১৯.৫৬। উইকেট প্রতি ২০ রানও তিনি দেননি। টেস্টে ২০০ উইকেট (200 Wicket) রয়েছে এমন বোলারদের মধ্যে সব চেয়ে কম রান খরচ করার নজির গড়েছেন তিনি। বুমরাহ ভাঙলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার জোয়েল গার্নারের নজির। তিনি ২০.৩৪ গড়ে ২০০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন। সব মিলিয়ে গার্নারের গড় অবশ্য ২০.৯৭। আরও দুই ক্যারেবিয়ান বোলারকে টপকে গিয়েছেন বুমরা। তাঁরা হলেন ম্যালকম মার্শাল, তাঁর গড় ২০.৯৪ এবং কার্টলে অ্যামব্রোজ, তাঁর গড় অবশ্য ২০.৯৯।
বুমরা (Jasprit Bumrah) টেস্টে ২০০ উইকেট (200 Wicket) পেতে মোট ৮৪৮৪টি বল করেছেন। এত কম বল করে ভারতের আর কোনও বোলার টেস্ট ২০০ উইকেট পাননি। এ ক্ষেত্রে বিশ্বে চতুর্থ স্থানে থাকলেন তিনি। বিশ্বরেকর্ড রয়েছে পাকিস্তানের ওয়াকার ইউনিসের কাছে। তিনি ২০০ টেস্টে উইকেট নিয়েছিলেন ৭৭২৫ তম বলে। দ্বিতীয় স্থানে রয়েছেন ডেল স্টেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন বোলারের লেগেছিল ৭৮৪৮টি বল। তৃতীয় স্থান দক্ষিণ আফ্রিকারই কাগিসো রাবাডা। তাঁর ২০০ উইকেট নিতে লেগেছিল ৮১৫৩ টি বল।
আরও পড়ুনঃ নীতীশের শতরানে ম্যাচে ফিরল ভারত! এবার বুমরা-সিরাজদের লড়াই
রবিবারের পর বুমরার (Jasprit Bumrah) টেস্ট উইকেট সংখ্যা হল; ২০২টি (200 Wicket)। অ্যালেক্স ক্যারেকে আউট করে এবারের বর্ডার-গাওস্কর ট্রফিতে ২৯তম উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে ভারতের সফলতম বোলার হলেন তিনি। সেখানে ১৯৯১-৯২ সালের টেস্ট সিরিজে ২৫টি উইকেট নিয়েছিলেন কপিল। এবার মেলবোর্নে টেস্ট প্রথম ইনিংসে কপিলের সেই রেকর্ডকে স্পর্শ করেছিলেন বুমরা। রবিবার স্যাম কনস্টাসের উইকেট নিতেই নতুন রেকর্ড গড়েছেন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।