img

Follow us on

Friday, Nov 22, 2024

T20 WC India Team: টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে প্রত্যাবর্তন বুমরাহ-হার্শলের, মূল দলে নেই শামি

চোটের কারণে বিশ্বকাপে যাওয়া হচ্ছে না রবীন্দ্র জাদেজার

img

টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতীয় ক্রিকেট দল

  2022-09-12 20:56:07

মাধ্যম নিউজ ডেস্ক: চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারেননি ভারতের দুই মূল পেসার জাসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও হার্শল প্যাটেল (Harshal Patel)। এই দুই বোলারের প্রভাব হাড়ে হাড়ে টের পেয়েছে টিম ইন্ডিয়া। সুপার ফোর থেকে বাদ পড়ে দল। তাই আসন্ন টি- টোয়েন্টি বিশ্বকাপে আর সেই ঝুঁকি নিতে নারাজ দল। 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে দল (T20 World Cup Team) ঘোষণা করেছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের মূল স্কোয়াডের পাশাপাশি স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন আরও চারজন। চোট কাটিয়ে দলে ফিরেছেন মূল পেসার বুমরাহ, হার্শল। আছেন এশিয়া কাপ খেলা রবিচন্দ্রন অশ্বিন, দীনেশ কার্তিকের মতো সিনিয়ররা। বুমরাহ-হার্শাল ফিরলেও চোটের কারণে বিশ্বকাপে যাওয়া হচ্ছে না রবীন্দ্র জাদেজার। ডান হাঁটুতে অস্ত্রোপচার হওয়ায় আপাতত মাঠের বাইরে থাকতে হচ্ছে বাঁহাতি অলরাউন্ডারকে। এমনটাই জানিয়েছে বিসিসিআই।

আরও পড়ুন: এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের পরাজয়ে উল্লাস আফগানদের! রইল ভিডিও  

মূল দল থেকে বাদ পড়েছেন পেসার মহম্মদ শামি (Mohd. Shami)। শামির জায়গা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়। এশিয়া কাপে নিজের পারফরম্যান্সের কারণে দলে টিকে গিয়েছেন ভুবনেশ্বর।  

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। আজ এই দুটি সিরিজের জন্যও দল ঘোষণা করেছে বিসিসিআই। এই দুটি সিরিজে রোহিত শর্মা আর বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার জল্পনা শোনা গিয়েছিল শুরুতে। কিন্তু মূল  টিমে নাম রয়েছে তাঁদের। এশিয়া কাপে বোলারদের ব্যর্থতার পর মহম্মদ শামিকে ফেরানোর দাবি উঠলেও তিনি জায়গা পাননি। ডানহাতি পেসারকে রাখা হয়েছে রিজার্ভ খেলোয়াড়দের দলে। 

আরও পড়ুন: জাতীয় গেমসে অংশ নিচ্ছেন না নীরজ! সামনে বিশ্বচ্যাম্পিয়নশিপ, চোটমুক্ত থাকাই লক্ষ্য

টি-টুয়েন্টি বিশ্বকাপের ভারত দল

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, রিশভ পান্ট, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরাহ, ভূবনেশ্বর কুমার, হার্শল প্যাটেল, আর্শদীপ সিং।

রিজার্ভ 

মহম্মদ শামি, শ্রেয়াস আয়ার, রবি বিষ্ণোই, দীপক চাহার।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

BCCI

Jasprit Bumrah

Harshal Patel

Mohd. Shami

T20 World Cup Team


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর