img

Follow us on

Saturday, Jan 18, 2025

Junior Asia Cup Hockey 2024: পঞ্চম বার খেতাব জয়! পাকিস্তানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ হকি চ্যাম্পিয়ন ভারত

India beats Pakistan: হকির মাঠে ফের দাপট জুনিয়র ভারতীয় দলের, পাকিস্তানকে হারিয়ে পঞ্চমবার এশিয়া সেরা ভারত...

img

জুনিয়র এশিয়া কাপ হকি চ্যাম্পিয়ন ভারত। ছবি: ট্যুইটার

  2024-12-05 11:15:06

মাধ্যম নিউজ ডেস্ক: হকির টার্ফে পাকিস্তানকে হারিয়ে ফের একবার এশিয়া চ্যাম্পিয়ন ভারতের ছোটরা (Junior Asia Cup Hockey 2024)। বুধবার, জুনিয়র এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলে হারাল ভারত। এই টুর্নামেন্টে জয়ের ফলে পঞ্চম বার চ্যাম্পিয়ন হল ভারতের জুনিয়র হকি দল।

একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই

অরিজিত সিং হুন্ডাই জয়ের নায়ক। চার-চারটি গোল করেন তিনি। দিলরাজ সিং করেন অপর গোল। পাকিস্তানের (India beats Pakistan) হয়ে সুফিয়ান খান দুটি  এবং হান্নান শাহিদ একটি গোল করেন। প্রায় গোটা ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই হল দু’দলের মধ্যে। ম্যাচের শেষ ১০ মিনিট আগ্রাসী খেলে এক তরফা ভাবে ম্যাচ বের করে নেয় ভারত। 

তবে ভারত পাঁচ-পাঁচটি গোল দিলেও ফাইনালের শুরুটা ভাল করতে পারেনি। ম্যাচের ৪ মিনিটে হান্নান শহিদের গোলে এগিয়ে যায় পাকিস্তান। যদিও তারা বেশি ক্ষণ লিড ধরে রাখতে পারেনি। গোল খাওয়ার পর আক্রমণের তীব্রতা বাড়ায় ভারত। ৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে সমতা ফেরান অরিজিত। কিন্তু গোল হজম করার এক মিনিটের মধ্যেই ভারত ম্যাচে ফিরে আসে দুর্দান্ত ভাবে। কিছুক্ষণের মধ্যেই ভারত ব্যবধান বাড়িয়ে করে ফেলে ৩-১। তৃতীয় কোয়ার্টারে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে পাকিস্তান। ভারতের রক্ষণকে ব্যস্ত রাখার চেষ্টা করেন পাকিস্তানের আক্রমণ ভাগের খেলোয়াড়েরা। শুরু হয় কিছুটা গা জোয়ারি হকি। এ সময় দু’দলের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়। ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরায় পাকিস্তান। চতুর্থ কোয়ার্টারে ম্যাজিক দেখান অরিজিৎ সিং। দুটি গোল করে কাপ নিয়ে আসেন নিজেদের সাজঘরে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Indian Hockey Team

India vs Pakistan

Hockey India

PR Sreejesh

Hat-Trick

Junior Asia Cup Hockey 2024


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর