India Women in Kho Kho: প্রথম খো খো বিশ্বকাপেই উড়ল তেরঙা, চ্যাম্পিয়ন ভারতের ছেলে ও মেয়েরা...
খো খো বিশ্বকাপে দ্বিমুকুট ভারতের। ছবি: ট্যুইটার
মাধ্যম নিউজ ডেস্ক: ইতিহাস গড়ল ভারতের ছেলে ও মেয়েরা। জিতল উদ্বোধনী খো খো বিশ্বকাপ। প্রথমে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল দেশের মেয়েরা। তার পর চ্যাম্পিয়ন হল পুরুষরাও। ফাইনালে নেপালকে ৫৪-৩৬ পয়েন্টে হারায় ভারতের ছেলেরা। তার আগে রবিবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে ফাইনালে নেপালকে ৭৮-৪০ ব্যবধানে হারিয়ে দেয় মেয়েরা। প্রতিবেশী নেপালের বিরুদ্ধে পরিকল্পনা, দুরন্ত গতি এবং দক্ষতার মিশেলে এক দাপুটে পারফরম্যান্সে খেতাব এল ভারতের ঘরে।
প্রথম খো খো বিশ্বকাপে দ্বিমুকুট ভারতের। খো খো-তে উড়ল টিম ইন্ডিয়ার বিজয় পতাকা। ঐতিহাসিক জয়ের পরে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, 'উদ্বোধনী খো খো বিশ্বকাপ জেতার জন্য ভারতীয় দলকে আন্তরিক অভিনন্দন। তোমাদের কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প এবং দলগত প্রচেষ্টার কারণে দেশ গর্বিত হয়েছে। এই জয় ভারতের প্রাচীনতম ঐতিহ্যবাহী খেলাগুলির মধ্যে একটিকে আরও আলোকিত করেছে, যা সারা দেশে অগণিত তরুণ ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে। এই কৃতিত্ব পরবর্তী প্রজন্মকে এই খেলা অনুসরণ করার রাস্তা সুগম করবে।'
Today’s a great day for Indian Kho Kho.
— Narendra Modi (@narendramodi) January 19, 2025
Incredibly proud of Indian Men's Kho Kho team for winning the Kho Kho World Cup title. Their grit and dedication is commendable. This win will contribute to further popularising Kho Kho among the youth. pic.twitter.com/OvzUV6SpX0
পুরুষদের ফাইনালে টসে জিতে প্রথমে ডিফেন্স করার সিদ্ধান্ত নেয় নেপাল। কিন্তু প্রথম টার্নেই ২৬-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। দ্বিতীয় টার্নে ব্যবধান ছিল ২৬-১৮। তৃতীয় টার্নে সুরেশ ওয়াইকাররা পয়েন্টের ব্যবধান বাড়িয়ে করেন ৫৪-১৮। অবশ্য চতুর্থ টার্নে নেপাল কিছুটা লড়াই করে। কিন্তু শেষ পর্যন্ত ভারতের চ্যাম্পিয়ন হওয়া আটকাতে পারেনি। বিশ্বকাপের প্রথম ম্যাচেই নেপালকে ৪২-৩৭ পয়েন্টে হারিয়েছিল ভারত। শাসন ধরে রেখেছিল পরের ম্যাচগুলিতেও। সেমিফাইনালে দারুণ লড়াই করেও ভারতের পুরুষ দলের বিরুদ্ধে জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। এবার ফাইনালেও সেই দাপট ধরে রেখে নেপালের বিরুদ্ধে মাঠে নেমেছিল তারা।
From the first whistle to the final moment, #TeamIndia showed what it takes to be World Champions 🏆
— Kho Kho World Cup India 2025 (@Kkwcindia) January 19, 2025
Relive the powerful moments of the #KhoKhoWorldCup 2025 Finale! 💪#TheWorldGoesKho #Khommunity #KhoKho #KKWCMen #KKWC2025 pic.twitter.com/nxJzCyImfB
অপরাজিত হিসেবে বিশ্বকাপ জিতেছে মেয়েরা। ফাইনালের আগে হারিয়েছে, ইরান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকাকে। আর আজ নেপালকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা দল। শুরু থেকেই ভারতীয় অ্যাটাকাররা দাপট দেখাতে শুরু করেন। তিন ব্যাচ পর নেপালের মহিলারা সাত বার আউট হন। ভারতের ঝুলিতে আসে ১৪টি পয়েন্ট। অধিনায়ক প্রিয়াঙ্কা ইংলে স্বপ্নের ফর্মে ছিলেন। তিনি একের পর এক টাচ পয়েন্ট আনতে থাকেন। এর জেরেই ভারতীয় দলের পয়েন্ট হু হু করে বাড়তে থাকে। ভারতীয় দল ৩৪ পয়েন্টে পৌঁছে যায়। প্রথম টার্নের মাত্র ৫০ সেকেন্ডের মধ্যে নিজেদের তিন ডিফেন্ডারকে হারিয়ে ফেলে নেপাল। সেই পরিস্থিতিতে ভারতের গতি কিছুটা কমানোর চেষ্টা করে নেপাল। দায়িত্ব দেওয়া হয় পুনম, নিশাদের। কিন্তু তাঁরা খুব একটা কার্যকর হননি। বরং ভারতীয় মেয়েরা নিজেদের ছন্দ বজায় রাখেন। নেপালকে কার্যত দাঁড়াতেই দেননি।
😍 A victory to remember, a triumph to cherish forever! ✨
— Kho Kho World Cup India 2025 (@Kkwcindia) January 19, 2025
📸 #TeamIndia women celebrate their historic win of the inaugural #KhoKhoWorldCup! 🏆#TheWorldGoesKho #Khommunity #KhoKho #KKWCWomen #KKWC2025 pic.twitter.com/VmBlNRtjrU
ঐতিহাসিক জয়ের পরে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি বলেন, 'অপরাজিত বিশ্বচ্যাম্পিয়ন। উদ্বোধনী খো খো বিশ্বকাপ জেতার জন্য ভারতীয় মহিলা খো খো দলকে আন্তরিক অভিনন্দন।' ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন যুবরাজ সিং, কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু।
Heartiest congratulations to both our victorious Indian Women’s and Men’s teams for winning the inaugural #KhoKhoWorldCup2025 titles respectively!
— Yuvraj Singh (@YUVSTRONG12) January 19, 2025
This is indeed a historic moment 🙌🏻
Feels great to see our traditional sport gain such recognition at the global level 👏🏻 🇮🇳…
ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশও।
Undefeated World Champions! 🇮🇳
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) January 19, 2025
Heartiest congratulations to the India Women's Kho Kho team for winning the inaugural #KhoKhoWorldCup
Your hard work, determination and teamwork have brought immense pride to the nation.
Best wishes to the entire team for this historic… pic.twitter.com/xzGssSgKcL
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।