Kajol Sargar: ২০১৯ সালে নিজেরই এলাকার মেয়ে রূপা হাংগান্দিকে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে সোনা জিততে দেখেছিলেন।
কাজল সারগার
মাধ্যম নিউজ ডেস্ক: খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২২ (Khelo India Youth Games 2022)- এ প্রথম সোনাটি জিতে নিলেন কাজল সারগার (Kajol Sargar)। মহারাষ্ট্রের (Maharashtra) সাংলির মেয়ে কাজলের বাবা একটি ছোট চায়ের দোকান চালান। তিন বছর আগেও খেলার সঙ্গে কোনও সম্পর্ক ছিল না কাজলের। তারপর দাদার সঙ্গে দেখা করতে রোজ জিমে যাওয়া শুরু করলেন। কাজলের দাদাও একজন প্রশিক্ষণপ্রাপ্ত ভারোত্তলক।
প্রতিদিন জিমে যাওয়া-আসাতেও ক্রীড়ার ময়দানে আসার সম্ভবনা দেখা দেয়নি। কিন্তু একদিন হঠাতই সব বদলে গেল। ২০১৯ সালে নিজেরই এলাকার মেয়ে রূপা হাংগান্দিকে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে সোনা জিততে দেখলেন। সেদিনই কাজল ঠিক করে নিয়েছিলেন, একদিন ওই পোডিয়ামে নিজেও দাঁড়াবেন।
আরও পড়ুন: মালয়েশিয়ার বিরুদ্ধে ড্র করেও এশিয়া কাপ হকি ফাইনালের দোরগোড়ায় ভারত
প্রতিযোগিতা জেতার পরে কাজল বলেন, "আমার দাদা আমার থেকে প্রায় ৫ বছরের বড়। খেলাধুলো নিয়ে কখনও দাদার সঙ্গে কথা হতো না। রূপা হাংগান্দিকে দেখেই আমার ইচ্ছে জাগে। মনে হয় আমারও ভারোত্তলন করা উচিত।"
'ময়ূর সিংহাসন' থেকে প্রশিক্ষিত কাজল। মেয়েদের ৪০ কেজি ক্যাটেগরিতে ১২৩ কেজি ভারোত্তলন করেছেন তিনি। স্ন্যাচে ৬০ কেজি, ক্লিন এবং জার্কে ৬৩ কেজি। দ্বিতীয় স্থানে থাকা রেখামণি উত্তোলন করেছেন ১০৯ কেজি। স্ন্যাচ ৫২ কেজি, ক্লিন এবং জার্ক ৫৭ কেজি। তৃতীয় স্থানে থাকা অরুণাচল প্রদেশের সন্ধ্যা গাঙ্গুলি উত্তোলন করেছেন ১১ কেজি। স্ন্যাচ ৪৭ কেজি, ক্লিন এবং জার্ক ৬৩ কেজি।
আরও পড়ুন: পেলের আরও কাছে নেইমার! দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে হারাল ব্রাজিল
২০২১ সালে পাতিয়ালায় ইউথ ন্যাশনালে ব্রোঞ্চ জিতেছিলেন কাজল। কিন্তু হাতে চোট পাওয়ার কারণে আগের ক্যাটেগরিতেই এবারও প্রতিদ্বন্দ্বিতা করেন কাজল। কাজল বলেন, "আমি ৭০ কেজিতে অনুশীলনের চেষ্টা করছিলাম। হাতে চোট থাকায় আমি দু'মাস সবকিছুর বাইরে ছিলাম। ভুবনেশ্বরে জাতীয় প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করতে পারিনি।"
ভারতকে আন্তর্জাতিক ক্রিড়া স্তরে নিয়ে যাওয়ার লক্ষ্যে ভারত সরকারের অভিনব উদ্যোগ খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস (KIYG 2022)। ৪ জুন এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোট ২৫ টি বিষয় রয়েছে এই ক্রিড়া প্রতিযোগীতায়।
শুটিং, সাঁতার, টেনিস, টেবিল টেনিস, ঠ্যাং-টা, ভলিবল, ভারোত্তলন, কুস্তি, যোগাসন, আর্চারি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাসকেটবল, বক্সিং, সাইক্লিং, ফুটবল, গাটকা, হকি, জিমন্যাস্টিকস, জুডো, কাবাডি, কালারিপায়াত্তু, খোখো, লন বোলিং, মাল্লাখাম্ব। চণ্ডীগড়, দিল্লি, হরিয়ানায় আয়োজিত হয়েছে এই প্রতিযোগিতা। চলবে ১০ জুন অবধি।