IPL 2024: চেন্নাইয়ে প্রস্তুতি শুরু নাইটদের, ট্রফি জিতেই কাজ শেষ করতে চায় কেকেআর
গুরু গম্ভীরের মন্ত্রেই এগিয়ে চলেছে কেকেআর।
মাধ্যম নিউজ ডেস্ক: গম্ভীর-দর্শন মেনে ‘এক টিম’ হয়ে খেলেই সাফল্যের পথে নাইটরা। এবারের আইপিএলের (IPL 2024) প্রথম ফাইনালিস্ট কেকেআর (KKR)। রবিবার আইপিএলের মেগা ফাইনাল। সেখানে নাইটদের প্রতিপক্ষ কে হবে তা জানা যাবে আজ, শুক্রবার রাতেই। চেন্নাইয়ে আজ চলতি আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। ওই ম্যাচে যে টিম জিতবে, তারা হবে টুর্নামেন্টের দ্বিতীয় ফাইনালিস্ট। তবে প্রতিপক্ষ যারাই হোক ট্রফি ঘরে আনতে মরিয়া নাইটরা। চিপকে ১২ বছর আগের রাতের স্বপ্ন দেখছে কেকেআর শিবির।
Touchdown Chennai to land the final punch 👊 pic.twitter.com/DIx3QLAzn5
— KolkataKnightRiders (@KKRiders) May 23, 2024
চলতি আইপিএলে (IPL 2024) প্র্যাক্টিসের প্রথম দিনই গোটা টিমকে একটা মন্ত্র দিয়েছিলেন মেন্টর গৌতম গম্ভীর (KKR)। যেখানে তিনি বলছেন, ‘আমাদের মিশন একটাই, সেটা হল আইপিএল জেতা। তাই প্রত্যেকে একটা সহজ পথ ফলো করতে হবে। সবাইকে নিজের সবটা দিয়ে চেষ্টা করতে হবে, যাতে আমরা ২৬ মে ওই জায়গাটায় থাকতে পারি।’ সেই লক্ষ্য পূরণ হয়েছে। এবার আসল কাজ সারার পালা। ফাইনালে ওঠার পরে তাই নাইট শিবিররে নতুন স্লোগান। ‘কাজ এখনও শেষ হয়নি।’ আমেদাবাদে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে উঠে ড্রেসিংরুমে টিমের উদ্দেশ্যে বার্তা রাখতে দেওয়া হয়েছিল মণীশ পান্ডেকে। চলতি আইপিএলে সে ভাবে সুযোগ না পেলেও গম্ভীরের নেতৃত্বে কেকেআর জার্সিতে লিগ জয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। মঙ্গলবার আমেদাবাদের ড্রেসিংরুমে দাঁড়িয়ে মণীশকে বলতে শোনা গিয়েছে, ‘আমাদের আসল কাজ কিন্তু ২৬ শে।’
#KnightWrap 23.05.24 👉 Charging ourselves up in Chepauk 🏏 pic.twitter.com/D36mXbiADx
— KolkataKnightRiders (@KKRiders) May 23, 2024
বুধবারই নাইটরা (KKR) চেন্নাইয়ে পৌঁছে গিয়েছে। ফাইনাল ম্যাচের আগে নাইটরা হাতে কয়েকটা বেশি দিন সময় পাচ্ছেন অনুশীলন করার। বৃহস্পতিবার বিকেল ৫ থেকে রাত ৮টা অবধি অনুশীলন করেন ক্রিকেটাররা। এদিন অনুশীলনে মিচেল স্টার্ক এবং হর্ষিত রানা যোগ দেননি। ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখেই দুই পেসারকে ছুটি দেওয়া হয়েছিল।
No coincidence that 𝐒peed, 𝐒wing, and 𝐒tarc start with an 𝐒! ⚡ pic.twitter.com/WwAjYdSXJ2
— KolkataKnightRiders (@KKRiders) May 23, 2024
বাকিরা সকলেই নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত ছিলেন। প্র্যাকটিসে রহমানুল্লাহ গুরবাজকে ব্যাটিংয়ে বাড়তি সময় দিতে দেখা গিয়েছে। আজ, শুক্রবার জিম সেশন ছাড়া কোনও প্র্যাকটিস নেই নাইটদের (KKR)। ফাইনালের আগে ফুরফুরে থেকে ট্রফি ফেরানোর লক্ষ্যে শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা থাকতে চাইছে কেকেআর। শেষ ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে আইপিএল খেতাব জিতেছিল কেকেআর। সেটি নাইটদের দ্বিতীয় বার আইপিএল (IPL 2024) জয় ছিল। এ বার তৃতীয় ট্রফি ক্যাবিনেটে সাজাতে চায় কলকাতা নাইট রাইডার্স। তার জন্যই তৈরি হচ্ছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিনরা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।