IND vs SL ODI: কোথা থেকে কীভাবে টিকিট কাটবেন, জানুন...
ইডেন গার্ডেন
মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার, ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের একদিনের সিরিজ। ভারত বনাম শ্রীলঙ্কা ওডিআই সিরিজ (IND vs SL ODI Series 2023) অনুষ্ঠিত হবে ইডেনে। গুয়াহাটিতে হবে সিরিজের প্রথম ম্যাচ। পরবর্তী দুটি ম্যাচ ১২ এবং ১৫ জানুয়ারি কলকাতা এবং তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হবে। ফলে ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচের জন্য উত্তেজনা তুঙ্গে। আর এই ম্যাচের জন্য ইতিমধ্যেই টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। এছাড়াও এই ম্যাচকে ঘিরে কলকাতায় এমনই উন্মাদনা যে ম্যাচের দিন বিশেষ মেট্রোরও ব্যবস্থা করা হয়েছে।
এক দিনের ম্যাচে রোহিত শর্মা, বিরাট কোহলিরা দলে ফেরায়, বেশি উন্মাদনা রয়েছে এই ম্যাচকে ঘিরে। অনলাইন এবং কাউন্টার মিলিয়ে মোট ১৫ হাজার টিকিট ছাড়া হয়েছে। রবিবার থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। এই টিকিটের মূল্য মোট তিনটে ভাগ রয়েছে। ১,৫০০ টাকা, ১,০০০ টাকা এবং ৬৫০ টাকা। এছাড়াও অফলাইনেও টিকিট বিক্রি হচ্ছে। দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে, সেখানে বলা হয়েছে, ৮ থেকে ১১ জানুয়ারি বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের ৪ নম্বর গেট থেকে জনসাধারণের জন্য টিকিট বিক্রি করা হবে।
আরও পড়ুন: ‘এই ঘটনা আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে’, শ্রীলঙ্কা ম্যাচের আগে অর্শদীপ
এর পাশাপাশি আপনি www.bookmyshow.com থেকেও এই টিকিট কিনতে পারেন। সেক্ষেত্রে আপনাকে প্রথমে এই ওয়েবসাইটে ঢুকতে হবে। এরপর ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম্যাচের ট্যাবে ক্লিক করতে হবে। এরপর আপনাদের লাল রংয়ের 'বুক' অপশনে যেতে হবে। প্রথমে কতজন যাবেন, সেটা সিলেক্ট করে নেবেন। এরপর কোন ব্লকের টিকিটের কত দাম, সেটা আলাদা রং দিয়ে বোঝানো রয়েছে। আপনি নিজের সুবিধামত রং বেছে নিন। এবার পছন্দমত সিট বুক করে ফেলুন।
অনেকক্ষেত্রেই রাতে ম্যাচ শেষে বাড়ি ফিরতে গিয়ে সমস্যায় পড়তে হয় মানুষদের। যানবাহনের সমস্যায় ভোগান্তির শিকার হন সকলেই। সেই সমস্যা সমাধানেই এবার শহরের ক্রিকেটভক্তদের জন্য স্পেশাল মেট্রো চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। খেলা শেষ হতে রাত প্রায় সাড়ে ন’টা। এর পর ইডেন থেকে বেরিয়ে এসপ্ল্যানেড পর্যন্ত এলেই পাওয়া যাবে স্পেশাল মেট্রো। ফলে বড় সমস্যার সমাধান ক্রিকেটপ্রেমীদের। বাকি মেট্রো স্টেশনগুলির টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেলেও এসপ্ল্যানেড স্টেশনের টিকিট বুকিং কাউন্টার খোলা থাকবে বেশি সময় পর্যন্ত। যাত্রীরা কাউন্টার থেকে স্মার্ট কার্ড রিচার্জ কিংবা টোকেন উভয়ই নিতে পারবেন।