Lionel Messi: মেসির সই করা জার্সি পেল ধোনি কন্যা! উপহার পেয়ে উচ্ছ্বসিত জিভা

Lionel Messi: অটোগ্রাফের পাশাপাশি লেখা, 'পারা জিভা', এর অর্থ কী?
Lionel_Messi_(1)
Lionel_Messi_(1)

মাধ্যম নিউজ ডেস্ক: ফিফা বিশ্বকাপ জয়ের পরে লিওনেল মেসির (Lionel Messi) সই করা আর্জেন্টিনার জার্সি পেয়েছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। আর এবার সেই আর্জেন্টিনার মহাতারকা ফুটবলারের সই করা জার্সি পাঠানো হল ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাছে। তবে তাঁর জন্য নয়, মেয়ে জিভার জন্য নিজের সই করা জার্সি পাঠিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। সাত বছরের জিভা সিং ধোনির কাছে এটি সবচেয়ে বড় উপহার। স্বভাবতই আনন্দে আত্মহারা মহেন্দ্র সিং ধোনির কন্যা। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছে ধোনির কন্যা জিভা। আর মুহূর্তের মধ্যেই তা ভাইরাল।

মেসির সই করা জার্সি ধোনি কন্যা জিভার জন্য

বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের (Lionel Messi) থেকে বড়দিনের এই বিশেষ উপহার পেয়ে উচ্ছ্বসিত একরত্তি মেয়ে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসির সই করা জার্সির ছবি দিয়েছে জিভা। সেখানে দেখা যাচ্ছে, আর্জেন্টিনার জার্সি পরে হাসিমুখে ছবি তুলেছে সে। তার হাসিতে ভরা মিষ্টি মুখ দেখেই মনে হচ্ছে সে কতটা খুশি। ছবি পোস্ট করে ক্যাপশনে সাত বছরের জিভা লিখেছে, 'যেমন বাবা, তেমন মেয়ে।' অর্থাৎ সে এটাও বুঝিয়ে দিল যে, বাবা ধোনিও এক বড় মেসিভক্ত। ছবিতে দেখা যাচ্ছে, অটোগ্রাফের পাশাপাশি লেখা, 'পারা জিভা'। যার অর্থ জিভার জন্য। ধোনিকন্যার মুখের মিষ্টি হাসি মন কেড়েছে নেটিজেনদের। এই ছবিতে বর্তমানে লাইক রয়েছে ৩ লক্ষেরও বেশি।

আরও পড়ুন: নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি বিসিসিআই সচিব জয় শাহকে পাঠালেন মেসি

[insta]https://www.instagram.com/p/CmrNmvUIzr2/?utm_source=ig_web_copy_link[/insta]

প্রসঙ্গত, এর আগে মেসির (Lionel Messi) সই করা জার্সি উপহার পেয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। কাতার বিশ্বকাপ থেকে তাঁর জন্য এই উপহার নিয়ে এসেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার প্রজ্ঞান ওঝা। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে ভারতবর্ষেও রয়েছে অগণিত মেসি ভক্ত। আর্জেন্টিনার ফুটবল নিয়ে ভারতীয় ফুটবলপ্রেমীদের একাংশের আবেগের কথা জানেন আর্জেন্টিনার অধিনায়ক। তবে এই মুহূর্তে দেশের অনেকেরই কৌতূহল যে, মেসির সই করা জার্সি কী করে ধোনির কাছে পৌঁছালো। তবে অনুমান করা হচ্ছে, ঘনিষ্ঠ কোনও সূত্র থেকেই মেসির কাছে পৌঁছেছিল জিভার অনুরোধ এবং এর পরেই উপহার দিলেন মেসি।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles