img

Follow us on

Saturday, Jan 18, 2025

Lionel Messi: দেশের মাটিতে পা রাখল মেসি ব্রিগেড! আর্জেন্টিনায় আজ সরকারি ছুটি

Lionel Messi: গভীর রাতেও জনসমুদ্র...

img

দেশে ফিরলেন বিশ্বচ্যাম্পিয়নরা

  2022-12-21 14:16:46

মাধ্যম নিউজ ডেস্ক: লিওনেল মেসির (Lionel Messi) স্বপ্নপূরণ। তবে এবারে মেসি ছাড়াও মেসি ভক্তদেরও স্বপ্ন ছিল যে, মেসির হাত ধরেই যেন আর্জেন্টিনা বিশ্বকাপের ট্রফি জেতে। আর শেষে তাই হল। জয়ের পরেই আর্জেন্টিনার জনগণ তাঁরই অপেক্ষায় ছিল। ফলে তাঁদের সেই অপেক্ষার অবসান হল। বিশ্বকাপ জয়ের একদিন পর আর্জেন্টিনায় পৌঁছল মেসি ব্রিগেড। মঙ্গলবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে পৌঁছয় মেসিদের বিমান। দোহা থেকে রোম হয়ে তাঁরা পৌঁছন আর্জেন্টিনা। মেসিদের স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে ভিড় করেছিলেন সমর্থকরা। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার কারণে আর্জেন্টিনায় একদিনের জাতীয় ছুটির ঘোষণাও করেছে সে দেশের প্রশাসন।

আর্জেন্টিনায় পা রাখলেন মেসিরা

২০ ডিসেম্বর, মঙ্গলবার, গভীর রাত ৩টে নাগাদ এয়ারবাস 'এ ৩৩০-২০০' আর্জেন্টিনার মাটি স্পর্শ করেছে। নীল - সাদায় মোড়া পুরো বিমান, বিমানে লাগানো বিরাট ছবি লিওনেল মেসির (Lionel Messi) এবং তাঁর দুই পাশে রড্রি ডি পল এবং লাউতারো মার্টিনেজের ছবি। এরপরেই বিমানের গেট খুলতেই বেরিয়ে আসলেন ফুটবল যুবরাজ মেসি ও তাঁর ব্রিগেড। হাতে বিশ্বকাপ নিয়ে, গলায় বিজয়ীর মেডেল পরে বিমান থেকে বের হলেন তিনি। তাঁর পরনে ছিল আর্জেন্টিনার নীল শর্টস এবং একই রঙের টি-শার্ট। তাঁর পিছনে ধীরে ধীরে বের হলেন কোচ লিওনেল স্কালোনি। তারপর একে একে দলের বাকি সদস্যরা নামেন। রেড কার্পেট পেতে বরণ করা হয় লিওনেল মেসির দলকে। এদিন তাঁদের আসার খুশিতে আগে থেকেই বিমানবন্দর ও তার বাইরে ভিড় জমেছিল।

উৎসব আর্জেন্টিনার রাজধানীতে…

বিমানবন্দরেই অপেক্ষা করছিল হুডখোলা বিশেষ বাস। সেখানে লেখা ‘বিশ্বচ্যাম্পিয়ন’। এর পর সেই বাসে করে বিমানবন্দরের বাইরে বার হন মেসিরা (Lionel Messi)। আর্জেন্টিনার ফুটবল সংস্থা ট্যুইট করে জানিয়েছিল, “মঙ্গলবার বুয়েনস আয়ার্সের ওবেলিস্কে গিয়ে উৎসব করবে বিশ্বকাপজয়ী ফুটবল দল। সেখানে উপস্থিত থাকবেন সমর্থকরাও।”



এদিন আর্জেন্টিনার রাস্তায় জনসমুদ্র দেখা যায়। পুরো দেশ যেন নীল সাদা রংয়ে ঢেকে গিয়েছিল। রাস্তায় উদ্দাম নাচ থেকে শুরু করে রাত জেগে সেলিব্রেশন সবকিছুই চলেছে এদিন। সাধারণ মানুষ এবং সমর্থকদের জন্য আগে থেকেই রাস্তার দুই ধারে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। তাঁদের দেখতে, উৎসবে মেতে উঠতে এতই জনগণ ভিড় করেছিল যে, তা বলার মত নয়। আর্জেন্টিনার কনভয়কে ঘিরে ছিল পুলিশের গাড়ি এবং অংসখ্য পুলিশের বাইক।

জাতীয় ছুটির ঘোষণা

দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার খুশিতে আর্জেন্টিনা দল বুয়েনস আয়ার্সের ওবেলিস্কে আনন্দে মেতে ওঠে সমর্থকদের সঙ্গে। আর এই খুশির দিনে দেশবাসী যাতে মন খুলে আনন্দ করতে পারে সেইজন্য একদিনের জাতীয় ছুটির ঘোষণাও করা হয়েছে। বন্ধ থাকবে স্কুল-কলেজ-অফিস। আজ শুধু বিশ্বজয়ের আনন্দের দিন। 


Tags:

Lionel Messi

FIFA World Cup 2022

FIFA World Cup 2022 Winner Argentina

Messi in Buenos Aires


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর