ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সমর্থকদের প্রতি আবেগঘন ট্যুইট রোনাল্ডোর
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
মাধ্যম নিউজ ডেস্ক: ফুটবল বিশ্বযুদ্ধের মধ্যেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন হল পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। বিশ্বকাপের প্রথম ম্যাচে ঘানার বিরুদ্ধে মাঠে নামার ঠিক ৪৮ ঘণ্টা আগেই মঙ্গলবার রাতে রোনাল্ডো ভক্তদের কাছে এই বার্তা চলে আসে। ইংল্যান্ডের ক্লাবটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়, রোনাল্ডোকে আর রেড ডেভিলসের হয়ে খেলতে দেখা যাবে না। ক্লাব এবং রোনাল্ডোর মধ্যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
— Cristiano Ronaldo (@Cristiano) November 22, 2022
এদিন, ম্যান ইউ-এর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে পারস্পরিক চুক্তির ভিত্তিতে অবিলম্বে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ক্লাবের হয়ে ৩৪৬ ম্যাচে ১৪৫ গোল করেছেন রোনাল্ডো। তাঁকে ওল্ড ট্র্যাফোর্ডে দুটি মরশুম কাটানোর জন্য ধন্যবাদ জানানো হয়েছে। ভবিষ্যতের জন্য তাঁকে এবং তাঁর পরিবারকে শুভেচ্ছাও জানানো হয়েছে। যদিও এই বিবৃতিতে কোথাও রোনাল্ডোর বিতর্কিত সাক্ষাৎকারের বিষয়ে একটা শব্দও খরচ করা হয়নি। তবে সেই কারণেই যে রোনাল্ডোকে ক্লাব ছাড়তে হচ্ছে, তা প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছে ম্যান ইউ কর্তৃপক্ষ। প্রসঙ্গত, বিশ্বকাপের আগেই একটি সাক্ষাৎকারে নিজের ক্লাব ম্যান ইউয়ের বিরুদ্ধে তোপ দাগেন রোনাল্ডো। টিমের ম্যানেজার টেন হাগেরও সমালোচনা করেন সি আর সেভেন।
আরও পড়ুন: বিশ্বকাপে অঘটন, সৌদি আরবের কাছে ২-১ গোলে হারল মেসির আর্জেন্টিনা
ম্যান ইউ বিজ্ঞপ্তি জারির পরেই ক্লাব ছাড়ার বিষয়ে প্রতিক্রিয়া দেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। সোশ্যাল মিডিয়ায় সংক্ষিপ্ত আবেগঘন বার্তা পোস্ট করেন ক্রিশ্চিয়ানো। তিনি স্পষ্ট জানান যে, ক্লাব ও সমর্থকদের প্রতি তাঁর অনুরাগ অক্ষুন্ন থাকবে। রোনাল্ডো লেখেন, 'ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে আলোচনার পরে আমরা পারস্পরিক সম্মতিতে মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ভালোবাসি এবং সমর্থকদেরও। এই ভালোবাসা কখনও বদলাবে না। আমার মনে হয়েছে নতুন চ্যালেঞ্জের খোঁজ করার এটাই সঠিক সময়।'মাঝপথেই ক্লাব ছাড়তে হলেও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সাফল্য কামনা করেছেন সিআর সেভেন। তিনি লেখেন, ‘বাকি মরশুম ও ভবিষ্যতের জন্য ক্লাবের সাফল্য কামনা করি।'