মেহুলি ঘোষ ও শাহু তুষার মানে মিক্সড ইভেন্টে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন। তাদের মোট পয়েন্ট ৬৩৪.৪।
মেহুলি ঘোষ ও শাহু তুষার মানে।
মাধ্যম নিউজ ডেস্ক: ISSF শ্যুটিং বিশ্বকাপে দ্বিতীয় সোনা এল ভারতের ঘরে। বিশ্বজয় করলেন বঙ্গকন্যা। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতকে সোনা এনে দিলেন বাংলার বৈদ্যবাটির মেয়ে মেহুলি ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন শাহু তুষার মানে। মেহুলি ঘোষ (Mehuli Ghosh) ও শাহু তুষার মানে (Shahu Tushar Mane) মিক্সড ইভেন্টে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন। তাদের মোট পয়েন্ট ৬৩৪.৪। মোট ৬০টা শটে এই পয়েন্ট তোলে তারা। এর আগে বুধবার সকালে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জও জিতেছে ভারত।
টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন মেহুলি এবং তুষার। মঙ্গলবারই বিশ্বকাপে পদক নিশ্চিত করেছিল ভারতীয় জুটি। বুধবার দুরন্ত পারফর্ম করে তাঁরা হারিয়ে দেন হাঙ্গেরির এজতার মেসজারোস এবং ইস্তভান পেনের জুটিকে। তবে লড়াই বেশ হাড্ডাহাড্ডি হয়। শেষ হাসি হাসেন ভারতীয় জুটি। ১৭-১৩ পয়েন্টে তাঁরা হারিয়ে দিয়েছেন হাঙ্গেরির জুটিকে। ম্যাচের ফল ১৭-১৩। চতুর্থ স্থান পেয়েছেন ইজরায়েল ও চেক রিপাবলিকের শ্যুটাররা।
আন্তর্জাতিক মঞ্চে এটাই মেহুলির প্রথম স্বর্ণপদক নয়। ২০১৯ সালে সাউথ এশিয়ান গেমসে সোনা জেতে মেহুলি। তবে তাঁর সঙ্গী তুষার এই প্রথম সোনা জিতেছেন। বুধবার বিকেলেই ফের পদক জয়ের সম্ভাবনা রয়েছে মেহুলির। মহিলাদের দশ মিটার এয়ার রাইফেল বিভাগের ফাইনালে নামবেন তিনি। সেখানেও মেহুলির ভালো ফল করা নিয়ে আশাবাদী কোচ বিবস্বান গঙ্গোপাধ্যায় এবং মেন্টর গগন নারাং।
Many congratulations to ace Bengali Shooter Mehuli Ghosh for winning the Gold Medal at the Shooting World Cup 2022. You have made India proud.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 13, 2022
Mehuli won the 10m Air Rifle Mixed Team Gold with team mate Tushar Mane. Good luck to both for their future endeavours. pic.twitter.com/mTW9Ko2TQ2
">
একটুর জন্য পদক হাতছাড়া হয়েছে আরেক ভারতীয় শ্যুটার নবীন সাঙ্গওয়ানের। পুরুষদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে চতুর্থ স্থান পেয়েছেন তিনি। এখনও পর্যন্ত টুর্নামেন্টে মোট দু’টি সোনা এবং একটি ব্রোঞ্জ জিতেছে ভারত। মেহুলির সোনা জয়ের পরেই চিনকে টপকে গিয়েছে ভারত। মেহুলি ও তুষারের আগে ভারতের হয়ে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন অর্জুন বাবুটা (Arjun Babuta। পদকজয়ী দেশগুলির তালিকায় আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে দেশ। তিনটি সোনা নিয়ে শীর্ষে রয়েছে সার্বিয়া। চিনা শ্যুটারদের ঝুলিতে রয়েছে দু’টি সোনা।
আরও পড়ুন: কাতারে নতুন বিয়ার পলিসি! না কি ফুটবল বিশ্বকাপের আসরে স্টেডিয়ামে মদ্যপান নিষিদ্ধ
ভারতের এই সাফল্যের ফলে বিভিন্ন মহল থেকে ভেসে আসছে শুভেচ্ছাবার্তা। বাংলার মেয়ের সাফল্যে গর্বিত বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মেহুলির ছবি দিয়ে ট্যুইট বার্তায় শুভেন্দু জানান,আজ বাংলা গর্বিত মেহুলির জন্য। দেশকে গর্বিত করেছে বঙ্গতনয়া। মেহুলির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি।