img

Follow us on

Saturday, Jan 18, 2025

Messi vs Ronaldo: আজ সৌদিতে মুখোমুখি মেসি-রোনাল্ডো! ম্যাচের টিকিট নিলামে বিক্রি হয়েছে ২৬ কোটি টাকায়!

Messi vs Ronaldo: কখন, কোথায় দেখবেন ফুটবল মহাতারকাদের হাড্ডাহাড্ডি লড়াই?

img

আজকের ম্যাচে রোনাল্ডো-মেসি মুখোমুখি

  2023-01-19 15:58:22

মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান! ফুটবলপ্রেমীদের জন্য এক সুখবর! ফুটবলের দুই মহাতারকা আজ ফের মুখোমুখি হতে চলেছেন। কিছু সময় পরেই আরও একবার বিশ্ব ফুটবলের সেরা ডুয়েল মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথের সাক্ষী হতে চলেছে ফুটবল বিশ্ব (Messi vs Ronaldo)। আজ, বৃহস্পতিবার ১৯ জানুয়ারি সৌদি আরবের রিয়াধে মুখোমুখি হতে চলেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি (Lionel Messi) এবং পোর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। আজ, পিএসজির (PSG) বিরুদ্ধে রিয়াধে এক প্রদর্শনী ম্যাচ খেলবে আল হিলাল এবং আল নাসেরের সম্মিলিত দল সৌদি আরব অলস্টার একাদশ। এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। তবে শুধু মেসি নন, প্যারিসের ক্লাব দলটির হয়ে খেলবেন নেইমার, এমবাপেরাও।

সিআর ৭-এর সৌদি আরবের ক্লাবের হয়ে প্রথম ম্যাচ

বিশ্বকাপের পর রোনাল্ডো সৌদি আরবের জনপ্রিয় ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন। যোগ দেওয়ার পর থেকে এখনও একটি ম্যাচেও খেলেননি রোনাল্ডো। আজ, তিনি আল নাসেরের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলতে নামবেন, তাও আবার মেসির বিরুদ্ধে। আজকের প্রতিপক্ষ মেসির পিএসজি। প্রায় তিন বছর পর ফের মেসি-রোনাল্ডো মুখোমুখি। থাকবেন কিলিয়ান এমবাপে নেইমাররাও। সূত্রের খবর অনুযায়ী, এই ম্যাচ ঘোষণা হওয়ার পর থেকেই টিকিট নিয়ে শুরু হয়েছিল হাহাকার। শোনা গিয়েছে নিলামের মাধ্যমে ম্যাচের একটি টিকিট বিক্রি হয়েছে ২৬ কোটি টাকায়। আর এমনি টিকিট পাওয়া গিয়েছে সাড়ে চার কোটিতে। তবে কবে, কোথায়, কখন এই খেলা দেখতে পাবেন, জেনে নিন।

আরও পড়ুন: ১২ রানে কিউইদের হারাল ভারত, ডাবল সেঞ্চুরিতে ম্যাচের তারকা শুভমান

কোথায় হবে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচ?

রিয়াধের কিং ফাহাদ স্টেডিয়ামে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন ম্যাচ শুরু হবে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচ?

ভারতীয় সময় অনুসারে রাত ১০টা ৩০ মিনিট থেকে শুরু হবে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচ।

কোন চ্যানেলে দেখা যাবে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচ?

এই খেলা ভারতের কোনও টিভি চ্যানেলে দেখা যাবে না। তবে পিএসজি টিভি ওয়েবসাইট (PSGTV), পিএসজি-র ফেসবুক পেজ, পিএসজি-র অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ওয়ান ফুটবল অ্যাপে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচের সরাসরি সম্প্রচার হবে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Cristiano Ronaldo

Neymar

Saudi arab

messi

Kylian Embappe

PSG

Saudi All-star XI vs PSG

Saudi All-star XI

Lionel Messi vs Cristiano Ronaldo


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর