img

Follow us on

Saturday, Jan 18, 2025

Fifa World Cup: দুরন্ত ফুটবল খেলে বিশ্বকাপের শেষ আটে পর্তুগাল, মরক্কো! টাইব্রেকারে হেরেই বিদায় স্পেনের

বিশ্বকাপের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে চমকে দিলেন পর্তুগালের গঞ্জালো রামোস

img

জয়ের উচ্ছ্বাস।

  2022-12-07 16:05:01

মাধ্যম নিউজ ডেস্ক: ছকের বাইরে বেরিয়েই বাজিমাত পর্তুগালের। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচে পর্তুগালের প্রথম একাদশে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোচ ফার্নান্ডো স্যান্টোসের এমন সিদ্ধান্ত অবাক করেছিল অনেককেই। কিন্তু রোনাল্ডোকে ছাড়াই অনবদ্য শুরু করল পর্তুগাল। অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে চমকে দিল গঞ্জালো রামোস। ৬-১ ব্যবধানে সুইৎজারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল। অন্য ম্যাচে টাইব্রেকারে মরক্কোর কাছে ৩-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল স্পেন।

পর্তুগাল-সুইৎজারল্যান্ড

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কী ভাবে আটকাতে হবে তার পরিকল্পনা করেছিল সুইসরা। কিন্তু প্রথম একাদশে রোনাল্ডোকে রাখলেনই না পর্তুগালের কোচ ফার্নান্ডো সান্টোস। রোনাল্ডোর বদলে তিনি মাঠে নামালেন ২১ বছরের গঞ্জালো রামোসকে। বিশ্বকাপে প্রথম বার খেলতে নেমে ছটফট করলেন রামোস। তাঁকে আটকাতে পারল না সুইৎজারল্যান্ডের রক্ষণ। চলতি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করলেন রামোস। বিশ্বকাপের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে চমকে দিলেন নয়া তারকা। একটি করে গোল করলেন পেপে, গুয়েরেরো ও লিয়াও। সুইৎজারল্যান্ডের হয়ে একটি গোল শোধ করেন আকাঞ্জি।  ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হীন পর্তুগাল ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। সুইৎজারল্যান্ডও খুব একটা নিজেদেরকে গুটিয়ে রাখেনি। লুসেইল স্টেডিয়ামে আক্রমণ-প্রতি আক্রমণে চলে খেলা। তবে গোলের মুখ খুলতে বেশি সময় নেয়নি ফার্নান্ডো স্যান্টোসের দল। ম্যাচের ১৭ মিনিটেই থ্রু থেকে প্রথম পোস্ট দিয়ে রকেট গতির শট জালে জড়িয়ে দেন গঞ্জালো রামোস। প্রথম গোল করার পর আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় পর্তুগাল। আর পিছন ফিরে তাকাতে হয়নি। পুরো ম্যাচে দাপট দেখিয়ে শেষ আটে চলে গেল পর্তুগীজরা।

আরও পড়ুন: শেষ আটে পৌঁছে 'ফুটবল সম্রাট' পেলেকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নেইমারদের

স্পেন-মরক্কো

টাইব্রেকারে ফের হারল স্পেন। এনরিকের আশঙ্কা সত্যি করে আবারও টাইব্রেকারে ব্যর্থ হলেন বুসকেটসরা। এর আগে বিশ্বকাপের টাইব্রেকারে চার বারের মধ্যে তিন বারই হেরেছিল স্পেন। সেই তালিকায় যোগ হল ২০২২ সালটাও। কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) মঞ্চে দ্বিতীয়বার টাইব্রেকারে গড়াল ম্যাচ। গতকাল ক্রোয়েশিয়া বনাম জাপানের পর এদিন স্পেন বনাম মরক্কো। টাইব্রেকারে স্পেনকে হারিয়ে বিশ্বকাপের (World Cup 2022) কোয়ার্টার ফাইনালে (Quarter Final) পৌঁছে গেল মরক্কো (Morocco)। স্পেনের মত শক্তিশালী দলকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ আফ্রিকান দেশ হিসেবে শেষ আটে পৌঁছে গেল মরক্কো। এর আগে ক্যামরুন ১৯৯০ সালে, সেনেগাল ২০০২ সালে ও ঘানা ২০১০ সালে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল।  প্রথমার্ধ, দ্বিতীয়ার্ধ ও অতিরিক্ত সময় গোলশূন্য ছিল ম্যাচ। এরপর টাইব্রেকারে ৩-০ গোলে স্পেনকে হারিয়ে দেয় মরক্কো। অন্যদিকে রাউন্ড অফ সিক্সটিনে এসে শেষ চার ম্যাচের মধ্যে তিন ম্যাচেই হারতে হয়েছে স্পেনকে। এর মধ্যে গত বিশ্বকাপে রাশিয়ার বিরুদ্ধে পেনাল্টিতে হারতে হয়েছিল। এবার মরক্কোর বিরুদ্ধেও পেনাল্টিতে হারতে হল।  গত ইউরোতে টাইব্রেকারে হারতে হয়েছিল স্পেনকে। তাই দলকে ১হাজারের বেশি পেনাল্টি অনুশীলন করিয়েছেন স্পেনের কোচ। তবু শেষ রক্ষা হল না। এ দিন স্পেন টাইব্রেকারে একটি শটও গোলে মারতে পারেনি। মরক্কো একটি মিস করলেও বাকি তিনটি শট গোলে মেরে ম্যাচ জিতে যায়। মরক্কো আফ্রিকার প্রথম দেশ যারা বিশ্বকাপের মঞ্চে পেনাল্টিতে জয় পেল। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

Portugal

Spain

Fifa World Cup

Morocco

Switzerland


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর