Mukesh Ambani: বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব লিভারপুলের মালিকানা রয়েছে ফেনওয়ে স্পোর্টস গ্রুপের হাতে।
Mukesh Ambani
মাধ্যম নিউজ ডেস্ক: এবারে কি ইংলিশ প্রিমিয়ার লিগের (English Premier League) বিখ্যাত ক্লাব লিভারপুর (Liverpool) ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) হাতে যেতে চলেছে? কারণ আজ থেকে বিদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবরই শোনা যাচ্ছে। আর এই খবর ভারতে ছড়িয়ে পড়তেও জল্পনা শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, জনপ্রিয় ইংলিশ ফুটবল ক্লাব লিভারপুল কেনার দৌড়ে সামিল হলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি (Mukesh Ambani)। অর্থাৎ সব ঠিক থাকলে তিনিই কিনতে চলেছেন লিভারপুল!
সূত্রের খবর অনুযায়ী, লিভারপুলের বর্তমান মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি) এই ক্লাব বিক্রির কথা ঘোষণা করেছে। ২০১০ সালের অক্টোবর মাসে লিভারপুল কিনেছিল এই এফএসজি গ্রুপ। তবে শোনা গিয়েছে, ক্লাব চালানোর খরচ এবং লাভ থেকে তাঁরা সন্তুষ্ট নন এবং বেশ কিছুদিন ধরেই তাঁরা ক্লাবের মালিকানা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। একাধিক রিপোর্ট অনুযায়ী, এফএসজি ক্লাবটিকে ৪ বিলিয়ন পাউন্ডে বিক্রি করতে প্রস্তুত।
সম্প্রতি ফোর্বস আম্বানিকে বিশ্বের অষ্টম ধনী ব্যক্তি হিসেবে মনোনীত করেছে। তাঁর সম্পত্তির পরিমাণ ৯৪ বিলিয়ন পাউন্ড যা ভারতীয় মুদ্রায় ৮ লক্ষ ৯৫ হাজার ৭৯২ কোটি টাকা। ফলে এর থেকে বোঝাই যাচ্ছে, মুকেশ আম্বানি লিভারপুল খুব সহজেই কিনে নিতে পারবেন। আর এটি কিনতে খুব সামান্য ব্যয়ই হবে তাঁর (Mukesh Ambani)।
এফএসজি (FSG) একটি বিবৃতিতে জানিয়েছে, ‘এফএসজি লিভারপুলের শেয়ারহোল্ডার হওয়ার জন্য তৃতীয় পক্ষের কাছ থেকেও আগ্রহ পেয়েছে। এফএসজি ইতিমধ্যে বলেছে যে সঠিক শর্তে, আমরা নতুন শেয়ার হোল্ডারদের বিবেচনা করব এটি লিভারপুলের স্বার্থে যায় কিনা।’ উল্লেখ্য, জার্গন ক্লপের দল FSG-এর অধীনে থাকাকালীন অনেক সাফল্য পেয়েছে। যার মধ্যে প্রিমিয়ার লিগ শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, কারাবাও কাপ এবং ইউরোপিয়ান সুপার কাপ জয় রয়েছে। ফলে সবদিক বিবেচনা করে এই ক্লাবের মালিকানা অন্যের হাতে দেওয়ার কথা ভেবেছে এফএসজি।
এছাড়াও আম্বানি একজন ক্রীড়াপ্রেমী মানুষ। আম্বানির কোম্পানি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট দল মুম্বই ইন্ডিয়ান্সের মালিক এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বাণিজ্যিক অংশীদার হওয়ার পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল ইভেন্টও পরিচালনা করে। তাছাড়া আইএসএলের সঙ্গেও যুক্ত তাঁর পরিবার। ফলে লিভারপুল কেনার খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে দেশ জুড়ে। যদি লিভারপুলের মালিকানা আম্বানির হাতে আসে, তবে কি করে ফ্র্যাঞ্চাইজি চালাতে হয়, তা ভাল করেই জানা আছে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তির। তবে অবশেষে আম্বানির হাতেই এর মালিকানা আসে কিনা সেটাই এখন দেখার।