img

Follow us on

Saturday, Jan 25, 2025

IPL 2022: ১৫ তলা থেকে আমাকে নীচে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল, মুখ খুললেন যুযবেন্দ্র চাহাল 

গেট-টুগেদারে মদ্যপান করে আমায় ১৫ তলা থেকে নীচে ফেলে দিতে চেয়েছিলেন আমার এক সতীর্থ। মুখ খুললেন রাজস্থান রয়্যালসের বোলার যুযবেন্দ্র চাহাল।

img

যুযবেন্দ্র চাহাল (ফাইল চিত্র)

  2022-04-18 17:44:20

 নয়াদিল্লি: আমাকে একটি বহুতলের ১৫ তলা থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন আমার এক সতীর্থ(teammate)। অন্তত এমনই অভিযোগ জানালেন ক্রিকেটার(cricketer) যুযবেন্দ্র চাহাল (Yuzvendra chahal)। চলতি মরশুমে তিনি রাজস্থান রয়্যালসের(rajasthan royals) হয়ে আইপিএল(ipl) খেলছেন। এর আগে ছিলেন মুম্বই ইন্ডিয়ান্স(mumbai indians) এবং রয়েল চ্যালেঞ্জার্সে। সম্প্রতি তাঁর এক টিমমেটের মাদকাসক্তি নিয়ে বলতে গিয়ে তাঁর এক এমন অভিজ্ঞতার কথাই জানান চাহাল।
ভারতীয় ক্রিকেটারদের অনেকেই নিয়মিত মদ্যপান করেন। একবার তেমনিই এক ক্রিকেটারের পাল্লায় পড়েছিলেন চাহাল। তাঁর সেই সতীর্থই তাঁকে ১৫ তলার ব্যালকনি থেকে ফেলে দেবেন বলে ভয় দেখাচ্ছিলেন বলে অভিযোগ। 
সেদিনের সেই ঘটনার কথা বলতে গিয়ে আজও শিউরে ওঠেন চাহাল। ঘটনাটি ২০১৩ সালের। তখন তিনি ছিলেন মুম্বই ইন্ডিয়ানসে। তিনি বলেন, বেঙ্গালুরুতে একবার ম্যাচ শেষে গেট-টুগেদার হচ্ছিল। আমাদের কয়েকজন টিমমেট মদ্যপান করেছিলেন। তাঁদেরই একজন অনেকক্ষণ ধরে আমাকে নিরীক্ষণ করছিলেন। হঠাৎই তিনি আমাকে ডাকেন। উৎসবের আবহে আমিও সাতপাঁচ না ভেবে তাঁর কাছে চলে যাই। এর পর যা হল, তা ভাবলে আজও ঘুমের মধ্যে আমি চমকে উঠি। চাহাল বলেন, মদের নেশায় চুর আমার ওই সতীর্থ আমাকে কোলে তুলে নিয়ে ব্যালকনিতে চলে যান। তারপর একেবারে ধারে নিয়ে গিয়ে দোলাতে থাকেন। আমি যে তাঁকে জাপটে ধরব, সে রকম কোনও সুযোগ ছিল না। ভয়ে আমার প্রাণপাখি উড়ে যাওয়ার জোগাড়। ১৫ তলা উঁচু জায়গা থেকে পড়লে আমার কী হবে, তা ভেবে শিউরে উঠছিলাম আমি। সেই সময় কয়েকজন এসে আমার ওই মত্ত সতীর্থের হাত থেকে আমাকে উদ্ধার করে। রাজস্থান রয়েলসের এই বোলার বলেন, এতদিন এই ঘটনার কথা আমি কাউকে বলিনি। এবার বললাম। সবাই জানল। তবে দয়া করে আমাকে কেউ আমার ওই সতীর্থের নাম জিজ্ঞেস করবেন না।  

Tags:

IPL

teammate

cricketer

Yuzvendra chahal

rajasthan royals

mumbai Indians

sports


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর