T20 World Cup: নামিবিয়ার কাছে ৫৫ রানে লজ্জাজনক হার শ্রীলঙ্কার...
নামিবিয়া ক্রিকেট টিম
মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগেই ঘটে গেল অঘটন। নামিবিয়ার কাছে ৫৫ রানে লজ্জাজনক হার হল শ্রীলঙ্কার মতো অভিজ্ঞ দলের। কে ভেবেছিল ভারত, পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়ে এশিয়া কাপ জেতা শ্রীলঙ্কা টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়বে?
নামিবিয়ার অতি বড়ো সমর্থকও হয়তো ম্যাচের এমন ফল আশা করেনি।
নামিবিয়ার এই ঐতিহাসিক জয়ের পরেই ট্যুইট করেন 'ক্রিকেটের ঈশ্বর' সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। তিনি লিখলেন, 'নামিবিয়া আজ ক্রিকেট বিশ্বকে বলে দিল, 'নাম' মনে রেখো'।
গিলংয়ের কার্দিনিয়া পার্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করেছিল নামিবিয়া। জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ১৯ ওভারে অলআউট হয়ে যায় ১০৮ রানে।
ব্যাট হাতে নামিবিয়ার শুরুটা কিছুটা স্লো হলেও ; কিন্তু শেষ দিকে এসে গতি বাড়িয়ে শ্রীলঙ্কার সামনে ১৬৪ রানের বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দেয় তারা। এই নতুন অনভিজ্ঞ দলটি শ্রীলঙ্কার সামনে রানের পাহাড় খাড়া করায় স্বাভাবিকভাবেই ম্যাচটিতে উত্তেজনা ছড়ায়।
নামিবিয়ার হয়ে শ্রীলঙ্কার কাজটা কঠিন করে দেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অভিজ্ঞ খেলোয়াড় ডেভিড ওয়াইস। ৪ ওভারে ১৬ রান দিয়ে দু’টি উইকেট নেন তিনি। দু’টি করে উইকেট নেন বার্নার্ড স্কোলজ়, বেন শিকঙ্গো এবং ফ্রিলিঙ্ক। একটি উইকেট নেন স্মিট।
যোগ্যতা অর্জন পর্বে শ্রীলঙ্কার গ্রুপে নামিবিয়া ছাড়াও রয়েছে নেদারল্যান্ডস এবং সংযুক্ত আরব আমিরশাহি। সেই দু’টি ম্যাচ জিততেই হবে শ্রীলঙ্কাকে। না হলে বিশ্বকাপের (T20 World Cup) মূল পর্বে ওঠার আশা শেষ হয়ে যাবে এশিয়া কাপজয়ীদের। শ্রীলঙ্কার পরের ম্যাচ সোমবার। সে দিন আমিরশাহির বিরুদ্ধে খেলবে তারা। সে দিন নামিবিয়া খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে।