আশা করব, আমার জ্যাভলিনও আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। বিশেষ করে ভারতীয় অ্যাথলিটদের
নীরজ চোপরা।
মাধ্যম নিউজ ডেস্ক: নিজের প্রিয় জ্যাভলিন অলিম্পিক মিউজিয়ামে দান করলেন দেশের সেরা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপরা (Neeraj Chopra)। অলিম্পিকের মঞ্চে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের হয়ে প্রথম সোনা এনেছিলেন নীরজ। জ্যাভলিনে (Javelin) সোনার পদক জিতে টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) ইতিহাস গড়েছিলেন নীরজ চোপড়া। অলিম্পিকের মঞ্চে যে জ্যাভলিন থ্রো করে সোনার পদক জিতেছেন নীরজ, সেটির মূল্য কম নয়। জ্যাভলিনটি নীরজের খুবই প্রিয়। লুসেনের অলিম্পিক মিউজিয়ামে সেই জ্যাভলিন উপহার দিলেন নীরজ।
অলিম্পিকের সরকারি ওয়েবসাইটে একটি সাক্ষাৎকারে নীরজ জানান, লুসেনের অলিম্পিক স্টেডিয়ামে অভিনব বিন্দ্রার রাইফেলও রাখা আছে। যা তাঁকে গভীরভাবে উদ্বুদ্ধ করেছিল। নীরজ বলেন, "আশা করব, আমার জ্যাভলিনও আগামী প্রজন্মকে একই ভাবে উদ্বুদ্ধ করবে। বিশেষ করে ভারতীয় অ্যাথলিটদের।" নীরজের আশা, বহু ভারতীয় ক্রীড়াবিদের নানা স্মারক অলিম্পিক মিউজিয়ামে জায়গা পাবে।
"𝑰 𝒉𝒐𝒑𝒆 𝒎𝒚 𝒋𝒂𝒗𝒆𝒍𝒊𝒏 𝒘𝒐𝒖𝒍𝒅 𝒃𝒆 𝒂 𝒔𝒐𝒖𝒓𝒄𝒆 𝒐𝒇 𝒊𝒏𝒔𝒑𝒊𝒓𝒂𝒕𝒊𝒐𝒏 𝒇𝒐𝒓 𝒇𝒖𝒕𝒖𝒓𝒆 𝒂𝒕𝒉𝒍𝒆𝒕𝒆𝒔"@Neeraj_chopra1 on donating his Tokyo 2020 🥇 winning javelin at @olympicmuseum pic.twitter.com/Sqxlxwcobs
— Olympic Khel (@OlympicKhel) August 27, 2022
নীরজকে শুভেচ্ছা জানিয়েছেন সোনাজয়ী ভারতীয় শুটার অভিনব বিন্দ্রা বলেন, "এতদিনে কোনও ভারতীয় সঙ্গী পেয়ে একাকীত্ব কাটল তাঁর রাইফেলের।" এখনও পর্যন্ত ৯০ হাজার শিল্পকর্ম, সাড়ে ৬ লক্ষ ছবি ও ৪৫ হাজার ঘণ্টার ভিডিয়ো রাখা আছে অলিম্পিক মিউজিয়ামে।
আরও পড়ুন: পাক বধের পর রোহিতদের 'হার্দিক' অভিনন্দন সৌরভ, সচিন, সেহবাগ, লক্ষণদের
লুসেন ডায়মন্ড লিগে প্রথম স্থানে শেষ করেছেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। ডায়মন্ড লিগের ফাইনালেও যোগ্যতা অর্জন করেছেন নীরজ। জুরিখে অনুষ্ঠিত হবে ডায়মন্ড লিগের ফাইনাল। চোটের কারণে কমনওয়েলথ গেমস থেকে নাম তুলে নিয়েছিলেন তিনি। চোট থেকে ট্র্যাকে ফিরেই দুরন্ত জয় নীরজের। লুসেনে প্রথম প্রয়াসেই ৮৯.০৮ মিটার দূরে বর্শা ছোড়েন তিনি। দ্বিতীয় প্রয়াসে ৮৫.০৮ মিটার দূরত্ব অতিক্রম করেন। বাকিদের থেকে এগিয়ে থাকায় তৃতীয় এবং পঞ্চম থ্রো করেননি নীরজ। ষষ্ঠ থ্রোয়ে ৮০.০৪ মিটার দূরত্ব অতিক্রম করেই আসে সোনা। সেই সঙ্গে ২০২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপের টিকিটও পেয়ে যান হরিয়ানার ক্রীড়াবিদ।