img

Follow us on

Friday, Nov 22, 2024

 Qatar World Cup: নেইমার থেকে রোনাল্ডো বিদায়, অঘটনের বিশ্বকাপ!

স্বপ্ন পূরণ হলো না ক্রিস্টিয়ানো রোনাল্ডোর

img

রোনাল্ডো এবং নেইমার

  2022-12-11 12:37:46

মাধ্যম নিউজ ডেস্ক: স্বপ্ন পূরণ হলো না ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে গেল বিশ্বকাপ জয়ের স্বপ্ন। বিশ্বকাপে নিজের ফুটবল জীবনের শেষ ম্যাচটি খেললেন এই কিংবদন্তি খেলোয়াড়। এদিন মরক্কোর বিপক্ষে এক গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল পর্তুগালকে। দলের হারে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামা ৩৭ বছর বয়সী CR7. রোনাল্ডোর এমন আবেগঘন মুহুর্তের ছবি সোশাল মিডিয়াতে পোস্ট করতে দেখা গেছে তার ভক্তদের।

কে জানতো মরক্কো এমন চমক দেখাবে বিশ্বকাপে! তবে চমক বলুন বা অঘটন! বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটেই চলেছে। এর আগে বিদায় হয়েছে নেইমারদের। এবার রোনাল্ডোদের! প্রথম ম্যাচে সৌদির কাছে মেসিদের পরাজয়, সেও ছিল এক অঘটন! শেষ ষোলোয় প্রতিবেশী স্পেনের পর পর্তুগালও মরক্কোর কাছে পরাস্ত হল। এই বিশ্বকাপ নিশ্চয় স্মরণীয় হয়ে থাকবে অঘটনের কাতার বিশ্বকাপ হিসেবে। ২০১৬ ইউরোতে পর্তুগালকে শিরোপা এনে দিয়েছিলেন রোনাল্ডো। কেরিয়ারের শেষটা তবে সুন্দর হল না।

বিদায় নেইমারদেরও

অন্যদিকে বিশ্বকাপের শেষ আটের রুদ্ধশ্বাস লড়াইয়ের অতিরিক্ত সময়ে দুর্দান্ত গোলে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন নেইমার । কিন্তু কাজেই এল না নেইমারের চোখ ধাঁধানো গোল। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে চলতি বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে ব্রাজিল। 
দূর্দান্ত খেলা শুরু করেছিলেন নেইমার। পেদ্রোর সঙ্গে বল পাশ কাটানো চলছিল । সেখান পাকুয়েতার সঙ্গে বল দেয়ানেয়ার মাধ্যমে এগিয়ে যাচ্ছিলেন নেইমার। পাকুয়েতার থেকে পাস পেয়ে গোলকিপার লিভাকোভিচকে এক টোকায় কাটিয়ে বল জালে জড়ালেন নেইমার। কিন্তু না শেষ রক্ষা হয়নি ১১৭ মিনিটের মাথায় কামব্যাক করে ক্রোয়েশিয়া। পেরিসিচের পাসে বাঁ পায়ের শটে গোল করেন ব্রুনো পেটকোভিচ। ফলে ম্যাচ গড়াল টাইব্রেকারে। সেখানে শেষ পর্যন্ত ফের ডমিনিক লিভাকোভিচের সৌজন্যে শেষ চারে চলে গেল ক্রোয়েশিয়া।
 
নেইমার, রোনাল্ডোদের বিদায়ের পর ফুটবলপ্রেমীরা মেতে আছে মেসিকে নিয়ে।  

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

Tags:

Ronaldo

Neimar

Qutar World Cup


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর