img

Follow us on

Saturday, Nov 23, 2024

ODI World Cup 2023: শুধু ভারত-পাকিস্তান নয়, বদলাতে পারে বিশ্বকাপের আরও ম্যাচের সূচি

বিশ্বকাপের ম্যাচের দিন বদল! মুশকিলে পড়তে পারেন সমর্থকেরা

img

বেজে গেল বিশ্বকাপের দামামা।

  2023-07-28 13:44:09

মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেট বিশ্বকাপের (ODI World Cup 2023) ক্রীড়া সূচিতে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দিলেন বোর্ড সচিব (BCCI) জয় শাহ (Jay Shah)। আগামী ১৫ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হওয়ার কথা ভারত - পাকিস্তান মহারণ। যা নিয়ে ইতিমধ্যে ক্রিকেট প্রেমীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা গিয়েছে। অনেকে আগে থেকে হোটেল বুকিং করে ফেলেছেন। কারণ হোটেলের ট্যারিফ ঊর্ধ্বমুখী। ফ্লাইটের দরও আকাশ ছুঁয়েছে।

নিরাপত্তার সমস্যা

এরই মধ্যে হঠাৎ করে গুজরাট পুলিশ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি ভারত-পাকিস্তান ম্যাচের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা শুনিয়েছে। কারণ, নবরাত্রির প্রথম দিনে পড়েছে ম্যাচটি। এমনিতেই নবরাত্রি উপলক্ষ্যে বহু মানুষের সমাগম ঘটে আমেদাবাদে। তার উপর ভারত - পাক বিশ্বকাপ ম্যাচ, লক্ষাধিক দর্শক থাকবে মাঠে। তার ফলে নিরাপত্তার ত্রুটি থেকে যেতে পারে বলে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে আশঙ্কা করা হয়েছে। এমনকী ম্যাচটি যাতে এগিয়ে দেওয়া যায় তার প্রস্তাব দেওয়া হয়েছে বিসিসিআইকে। সে কারণেই বৃহস্পতিবার বোর্ডের বিশ্বকাপ কমিটির বৈঠক ডাকা হয়েছিল। তবে মিটিংয়ে সূচি পরিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি বলেই খবর।

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজ জয় পেল ভারত! তবে চিন্তায় রাখল ব্যাটিং

বদল কোন কোন ম্যাচে

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোর্ড সচিব জয় শাহ বিশ্বকাপের ক্রীড়া সূচিতে কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। যা হয়তো কয়েক দিনেই স্পষ্ট হয়ে যাবে। আসলে বেশ কিছু ক্রিকেট বোর্ড বিশ্বকাপের (ODI World Cup 2023) ক্রীড়া সূচি নিয়ে অসন্তুষ্ট। সেই দিকটাও মাথায় রাখতে হবে। তাছাড়া ভারত - পাকিস্তান ম্যাচ যদি একদিন এগিয়ে ১৪ অক্টোবর হয় তাহলে সমস্যা হবে বাবর আজমদের। কারণ তাঁদের ম্যাচ রয়েছে ১২ অক্টোবর হায়দ্রাবাদে। তার একদিন পর ম্যাচ হলে প্রস্তুতির সুযোগ পাবে না পাক দল। ফলে ওই ম্যাচটির দিন বদলের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যে এক দফা বিশ্বকাপের ক্রীড়া সূচি বদল হয়েছে। তবে এবার সেটা হতে যাচ্ছে আরও বৃহৎ আকারে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

 

Tags:

BCCI

bangla news

Jay Shah

India vs Pakistan

ICC ODI World Cup 2023

 madhyom


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর