img

Follow us on

Friday, Nov 22, 2024

U19 Women T20 World Cup: পরিকল্পনা বাস্তব রূপ পেল! এতদিনে স্বপ্ন পূরণ বিশ্বকাপ জয়ী বাংলার তিতাসের

ভারতের এই অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

img

ঘরের মেয়ে তিতাস সাধু।

  2023-01-30 13:04:20

মাধ্যম নিউজ ডেস্ক: ঝুলনরা পারেননি , তিতাসরা পারলেন! দক্ষিণ আফ্রিকায় আয়োজিত মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের ফাইনালে জয়লাভ করল ভারত। এর আগে একাধিক চেষ্টায় ভারতের মেয়েরা বিশ্বকাপ জিততে পারেনি। এই প্রথম ভারতীয় মহিলা দল বিশ্বজয়ের স্বাদ পেল। আর সেই ম্যাচে সেরার পুরস্কার ছিনিয়ে নিলেন বাংলার মেয়ে চুঁচুড়ার তিতাস সাধু।  অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি২০ বিশ্বকাপের ফাইনালে শুরু থেকেই তিতাসের আগুনে পেসের কাছে হার মানে ইংল্যান্ড। ৪ ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিতাস। তাঁর পেস এবং সুইংয়ে শুরুতেই বেসামাল হয়ে যায় ব্রিটিশরা। প্রথম ওভারেই উইকেট নেন তিতাস। রবিবার আয়োজিত এই ম্যাচে ভারত ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে দেয়। এই ম্যাচে ভারতীয় বোলারদের দাপটে ইংল্যান্ড মাত্র ৬৮ রানে ধরাশায়ী হয়ে যায়। এরপর টিম ইন্ডিয়া ৩৬ বল বাকি থাকতেই জয়লাভ করে।

মোদির ট্যুইট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের এই অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ট্যুইট করে অভিনন্দন জানিয়েছেন ভারতের মহিলা ক্রিকেট দলকে। লিখেছেন, 'ভারতীয় ক্রিকেট দল অসাধারণ পারফরম্যান্স করেছে। দেশের মেয়েদের এই সাফল্য আগামীদিনে ক্রিকেটারদের অনুপ্রেরণা জোগাবে। আগামী ভবিষ্যতের জন্য দেশের এই মহিলা ক্রিকেট দলের জন্য আমার শুভেচ্ছা রইল।'

ম্যাচের সেরা তিতাস 

ম্যাচের সেরার পুরস্কার নিয়ে তিতাস বলেন, "সবকিছুই স্বপ্নের মতো লাগছে। এগুলো বাস্তবে ঘটছে বলে মনে হচ্ছিল না। প্রথম বিশ্বকাপ জেতার অনুভূতি ভাষায় বলে বোঝাতে পারব না। দারুণ লাগছে। অবশেষে আমরা পেরেছি। বিশ্বকাপ জয়ী দলের সদস্য হতে পেরে গর্বিত অনুভব করছি।" বিশ্বকাপে তাঁর ঝুলিতে রয়েছে মোট ৬ উইকেট। মেগা ফাইনালে তাঁর গতিতে ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। ম্যাচের পরে তিতাস বলেন, "অনেক দিন ধরে এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম। আমাদের মনে একটি পরিকল্পনা ছিল, আমরা সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছি। স্পিনাররা খুব ভালো ব্যাক আপ করেছে। আমরা এখানে ২টি ম্যাচ খেলেছিলাম এবং প্রতিপক্ষকে কোথায় বল করতে হবে তার একটি ভালো ধারণা ছিল। সেই অনুযায়ী খেলেই সাফল্য এল।"

প্রথমবার টি২০ বিশ্বকাপ (T20 World Cup) অনুষ্ঠিত হয়েছিল ২০০৭ সালে। দক্ষিণ আফ্রিকায় সে বার মহেন্দ্র সিং ধোনির ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। এবার আইসিসি অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি২০ বিশ্বকাপের (ICC U19 Women’s T20 World Cup) উদ্বোধনী সংস্করণে চ্যাম্পিয়ন হল শেফালি ভার্মার ভারত। এ বারও সেই দক্ষিণ আফ্রিকাতেই। এদিন তিতাস ছাড়াও বাংলার আরও দুই তারকা ক্রিকেটার গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। উইকেটের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রিচা ঘোষ। একেবারে শেষের দিকে নেমে অপরাজিত থাকেন বাংলার আর এক কন্যা হৃষিতা বসু।

আরও পড়ুন: ব্রিটিশ কন্যাদের হারিয়ে অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় ছিনিয়ে নিল ভারতীয় তরুণীরা

মেয়ের এই সাফল্য দেখে নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি তিতাসের বাবা রণদীপ সাধু। তিনি বললেন,"আশা করেছিলাম যে আমার মেয়ে ভালো পারফরম্যান্স করতে পারবে। সেই প্রত্যাশা এতদিনে পূরণ হল। ফাইনালে সঠিক জায়গায় বল রেখেছে ও।" মা ভ্রমর সাধু বলেন, “তিতাস সবে খেলা শুরু করেছে। ও ভালো পারফর্ম করেছে। আমরা সকলে খুব খুশি। তবে এখানেই শেষ নয়। ওর সামনে অনেক লম্বা রাস্তা রয়েছে। ও যেন ভালো খেলে সেটাই চাই।” আরও জানান, একজন ভারতীয় হিসেবে তিনি খুবই আনন্দিত। পাশাপাশি বলেন, “মেয়ে হিসেবে ভারতের এই জয়ে আমি বিশেষ খুশি। ভারতের মেয়েদের এর আগে বিশ্বকাপ ছিল না। এটাই ভারতের মেয়েদের জেতা প্রথম বিশ্বকাপ। যে কারণে আমি ভীষণ খুশি।”

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

India

U 19 Women T20 World Cup

Titas Sadhu

Player of the match


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর