img

Follow us on

Sunday, Jan 19, 2025

Neeraj Chopra: নয়া কীর্তি নীরজের, ভাঙলেন নিজের রেকর্ড, তবু এল না সোনা!

দ্বিতীয় রাউন্ডে নীরজ ৮৯.৩০ মিটার ছুড়ে নিজের সেরা পারফরম্যান্সকে ছাপিয়ে যান। তবে তাঁর জ্য়াভলিনে সর্বোচ্চ জাতীয় রেকর্ড ছিল ৮৮.০৭ মিটারের।

img

নীরজ চোপরা।

  2022-06-15 16:43:25

মাধ্যম নিউজ ডেস্ক: জ্যাভলিনে ফের নতুন রেকর্ড গড়লেন নীরজ চোপরা (Neeraj Chopra)। টোকিয়ো অলিম্পিক্সের পরে এই প্রথম ট্র্যাকে নেমেছিলেন। আর নেমেই নিজের সেরা পারফরম্যান্স করে জাতীয় রেকর্ড গড়লেন নীরজ। কিন্তু রেকর্ড করেও পাভো নুর্মি গেমসে (Paavo Nurmi Games)সোনা জেতা হল না নীরজের।  দ্বিতীয় হলেন অলিম্পিক্স চ্যাম্পিয়ন এই জ্যাভলিন থ্রোয়ার।

">

এদিন ট্র্যাকে নেমে নীরজ প্রথম রাউন্ডে ৮৬.৯২ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন। সেই রাউন্ডে তিনিই শীর্ষে ছিলেন। দ্বিতীয় রাউন্ডে নীরজ ৮৯.৩০ মিটার ছুড়ে নিজের সেরা পারফরম্যান্সকে ছাপিয়ে যান। এর আগে অলিম্পিক্সে ৮৭.৫৮ মিটার ছুড়ে সোনা জিতেছিলেন নীরজ। কিন্তু দ্বিতীয় রাউন্ডেই নীরজের থ্রোয়ের পরেই তাঁকে টপকে যান ফিনল্যান্ডের অলিভার হেল্যান্ডার। তিনি ৮৯.৮৩ মিটার দূরে ছোড়েন। হেল্যান্ডারের এই পারফরম্যান্সে চাপে পড়ে যান নীরজ। এরপর অলিভারকে ছাপিয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভব ছিল না। পরের তিনটি রাউন্ডে তিনি ফাউল থ্রো করেন। শেষ এবং ষষ্ঠ প্রচেষ্টায় ৮৫.৮৫ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন নীরজ। নিজের রেকর্ড গড়ার দিনে রূপো জিতে সন্তুষ্ট থাকতে হয় নীরজকে। ফিনল্যান্ডের অলিভার সোনা জেতেন।

আরও পড়ুন: হংকংকে ৪-০ গোলে হারিয়ে এশিয়ান কাপের মূলপর্বে ভারত

টোকিও অলিম্পিকসে ৮৭.৫৮ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে সোনা জেতেন নীরজ। ভারতের হয়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে তিনিই হলেন অলিম্পিক্সে প্রথম সোনাজয়ী। তবে তাঁর জ্য়াভলিনে সর্বোচ্চ জাতীয় রেকর্ড ছিল ৮৮.০৭ মিটারের। গত বছরের মে মাসে পাতিয়ালায় তিনি এই রেকর্ড গড়েছিলেন। এদিন দীর্ঘ ১০ মাস পর প্রথমবার আন্তর্জাতিক ইভেন্টে নেমেছিলেন ২৪ বছর বয়সি নীরজ। তাঁর এদিনের রেকর্ডের ফলে বিশ্ব র‌্যাঙ্কংয়ে পাঁচ নম্বরে উঠে এলেন তিনি। সামনে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজেনে ১৫-২৪ জুলাই বসবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর। সেখানে নিজেকে উজার করে দেওয়াই এখন আশু লক্ষ্য নীরজের।

Tags:

Paavo Nurmi Games

Neeraj Chopra

national record

Javelin


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর