Nitesh Kumar: সোনার ছেলে নীতেশ, ট্রেন দুর্ঘটনায় পা হারিয়েও ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন...
রুপো জয়ী যোগেশ এবং সোনার ছেলে নীতেশ। ছবি: ট্যুইটার
মাধ্যম নিউজ ডেস্ক: প্যারিস অলিম্পিক্সে সোনা না এলেও প্যারালিম্পিক্সে দ্বিতীয় সোনা এল ভারতে। পুরুষদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে এসএল থ্রি ইভেন্টে সোনা জিতলেন নীতেশ কুমার। ফাইনালে তিনি গ্রেট ব্রিটেনের ড্যামিয়েল বেথেলকে হারালেন ২১-১৪, ১৮-২১, ২৩-২১ ব্যবধানে। এখনও পর্যন্ত মোট ৯টি পদক জিতেছে ভারত। পদকজয়ী অ্যাথলিটদের কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
A tremendous achievement by Nitesh Kumar in the Para Badminton Men's Singles SL3, as he wins the Gold! He is known for his incredible skills and perseverance. May he keep motivating upcoming athletes. @niteshnk11#Cheer4Bharat
— Narendra Modi (@narendramodi) September 2, 2024
প্যারালিম্পিক্সে নীতেশকে সোনার স্বপ্ন দেখেছিল ভারত। এসএল থ্রি বিভাগে ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন শীর্ষ বাছাই। ফাইনালে তাঁকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেন দ্বিতীয় বাছাই ব্রিটেনের বেথেল। প্রথম গেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন নীতেশ। দ্বিতীয় গেমে কড়া টক্কর দেন ব্রিটিশ তারকা। প্রথম দুই গেম ১-১ হওয়ার পর তৃতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয় দু’জনের। পাল্লা দিয়ে পয়েন্ট জিতেছেন দুই প্রতিপক্ষ। খুব বেশি লিড নিতে পারেননি কেউই। একটা সময় স্কোর ছিল ২১-২১। শেষে বাজিমাত করলেন নীতেশ। পর পর ২ পয়েন্ট জিতে গেম, ম্যাচ এবং সোনার পদক ছিনিয়ে নিলেন। লক্ষ্য সেন, পিভি সিন্ধুরা যা পারেনি তা করলেন ট্রেন দুর্ঘটনায় পা হারানো নীতেশ।
Nitesh Kumar's Gold medal winning moments 😍😍😍
— India_AllSports (@India_AllSports) September 2, 2024
pic.twitter.com/1VB6imuhNB
এদিন প্যারালিম্পিক্স অ্যাথলেটিক্স থেকে চতুর্থ পদক আসে ভারতের ঝুলিতে। সোমবার ডিসকাস থ্রোয়ে রুপো পান যোগেশ কাঠুনিয়া। টোকিয়োর পর প্যারিস প্যারালিম্পিক্সেও দেশকে গর্বিত করলেন ২৭ বছরের ক্রীড়াবিদ। নীতেশের জয়ের ফলে ভারতের ঝুলিতে এল ২টি সোনা, ৩টি রুপো এবং ৪টি ব্রোঞ্জ। প্যারিস প্যারালিম্পিক্সের পদক তালিকায় ২২ নম্বরে রয়েছে ভারত।
Congrats to @YogeshKathuniya for making India proud by winning the Silver medal in the Men's Discus Throw F56 at the #Paralympics2024! His is an incredible journey of determination, hard work and resilience. Best wishes for his upcoming endeavours. #Cheer4Bharat
— Narendra Modi (@narendramodi) September 2, 2024
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।