img

Follow us on

Saturday, Jan 18, 2025

Paralympics 2024: প্যারালিম্পিক্সে দ্বিতীয় সোনা ভারতের, ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন নীতেশ

Nitesh Kumar: সোনার ছেলে নীতেশ, ট্রেন দুর্ঘটনায় পা হারিয়েও ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন...

img

রুপো জয়ী যোগেশ এবং সোনার ছেলে নীতেশ। ছবি: ট্যুইটার

  2024-09-02 20:47:17

মাধ্যম নিউজ ডেস্ক: প্যারিস অলিম্পিক্সে সোনা না এলেও প্যারালিম্পিক্সে দ্বিতীয় সোনা এল ভারতে। পুরুষদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে এসএল থ্রি ইভেন্টে সোনা জিতলেন নীতেশ কুমার। ফাইনালে তিনি গ্রেট ব্রিটেনের ড্যামিয়েল বেথেলকে হারালেন ২১-১৪, ১৮-২১, ২৩-২১ ব্যবধানে। এখনও পর্যন্ত মোট ৯টি পদক জিতেছে ভারত। পদকজয়ী অ্যাথলিটদের কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোনার ছেলে নীতেশ

প্যারালিম্পিক্সে নীতেশকে সোনার স্বপ্ন দেখেছিল ভারত। এসএল থ্রি বিভাগে ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন শীর্ষ বাছাই। ফাইনালে তাঁকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেন দ্বিতীয় বাছাই ব্রিটেনের বেথেল। প্রথম গেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন নীতেশ। দ্বিতীয় গেমে কড়া টক্কর দেন ব্রিটিশ তারকা। প্রথম দুই গেম ১-১ হওয়ার পর তৃতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয় দু’জনের। পাল্লা দিয়ে পয়েন্ট জিতেছেন দুই প্রতিপক্ষ। খুব বেশি লিড নিতে পারেননি কেউই। একটা সময় স্কোর ছিল ২১-২১। শেষে বাজিমাত করলেন নীতেশ। পর পর ২ পয়েন্ট জিতে গেম, ম্যাচ এবং সোনার পদক ছিনিয়ে নিলেন। লক্ষ্য সেন, পিভি সিন্ধুরা যা পারেনি তা করলেন ট্রেন দুর্ঘটনায় পা হারানো নীতেশ।

রুপো যোগেশের

এদিন প্যারালিম্পিক্স অ্যাথলেটিক্স থেকে চতুর্থ পদক আসে ভারতের ঝুলিতে। সোমবার ডিসকাস থ্রোয়ে রুপো পান যোগেশ কাঠুনিয়া। টোকিয়োর পর প্যারিস প্যারালিম্পিক্সেও দেশকে গর্বিত করলেন ২৭ বছরের ক্রীড়াবিদ। নীতেশের জয়ের ফলে ভারতের ঝুলিতে এল ২টি সোনা, ৩টি রুপো এবং ৪টি ব্রোঞ্জ। প্যারিস প্যারালিম্পিক্সের পদক তালিকায় ২২ নম্বরে রয়েছে ভারত। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Paralympics 2024

Nitesh Kumar

badminton gold medal


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর